আলো_আধারের_খেলা পর্ব_০৩

0
294

আলো_আধারের_খেলা
পর্ব_০৩
#মুমতাহিনা_জান্নাত_মৌ

সারাদিন মাথায় কাপড় দিয়ে থাকিস।গোসল করে ভালো করে চুলগুলোও শুকাস না।সেজন্যই তো মাথায় এতো উঁকুন হয়েছে।চুলগুলো একদম নষ্ট করে ফেললি।এতো সুন্দর চুলগুলো সব উঁকুনে খেয়ে ফেলবে একদিন।জাহান জান্নাতের মাথার উঁকুন তুলে দিচ্ছে আর এসব বলছে।
আচ্ছা আপু!বাড়ির মধ্যে কি কোনো পুরুষ মানুষ আছে?যার জন্য তোকে সারাদিন এক হাত ঘোমটা টেনে থাকতে হবে।
জান্নাত জাহানের কথা শুনে শুধু হাসছে।সে কোনো কথা বলছে না।
–এই আপু হাসছিস কেনো?আমি ভুল কি বললাম?বিশ্বাস কর তোকে এভাবে থাকা দেখে আমারই দম বন্ধ হয়ে আসে।এই গরমের মধ্যে কিভাবে থাকিস এভাবে?

জান্নাত সেই কথা শুনে বললো,জাহান্নামের আগুনের তুলনায় এই দুনিয়ার আগুন কিছুই না।আর এই গরমই সহ্য করতে পারছিস না।তাহলে মাটির তলে গেলে কি করবি?
জাহান তখন বললো, এ আপু ভয় দেখাস না প্লিজ।আমার ভীষণ ভয় লাগে এসব শুনলে।
–এতই যখন ভয় লাগে তাহলে কেনো এভাবে খোলামেলা চলিস?এই যে চুল খুলে ইচ্ছামতো বেড়াচ্ছিস।কোনো পরপুরুষ একটা চুল দেখলে মাটির তলে গিয়ে সেই চুলটাই সাপ হয়ে তোকে ছোবল মারবে।তাহলে ভাব এখন মাথায় কতগুলো চুল আছে?
–আপু প্লিজ চুপ কর।আর বলিস না।এই বলে জাহান ওড়না টা দিয়ে তার মাথা ঢেকে রাখলো।আর আবার জান্নাতের মাথার উঁকুন দেখতে লাগলো।

জান্নাত তখন বললো মেয়ে মানুষের সৌন্দর্যই হলো চুল।আর এই চুল সবসময় পরপুরুষের থেকে আড়াল রাখাই উত্তম। তুই কি জানিস আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে।যারা সবসময় আমাদের পাপ আর ভালো কাজের হিসাব নিকাশ করছে।

জান্নাত জাহান কে যতই বোঝাক না কেনো পরে আবার ঠিক মাথার চুল খুলে বেড়াবে।সে যখন জান্নাতের মুখে এসব হাদিস শোনে তখনি একটু সেগুলো মেনে চলে।পরে আবার সবকিছু ভুলে যায়।

হঠাৎ কে যেনো গেটে ঠকঠক করতে লাগলো।জান্নাত সেই শব্দ শোনামাত্র তাড়াতাড়ি করে উঠলো।আর চুলগুলো বেঁধে মাথায় কাপড় দিয়ে তাড়াতাড়ি করে রুমে চলে যেতে ধরলো ।জাহান তা দেখে বললো,এই আপু!আব্বু মনে হয় এসেছে।বস তো।আরেকটু উঁকুন তুলে দেই।
–হ্যাঁ দেখিস পরে।আগে দেখে আয় কে এসেছে।তারপর আমাকে খবর দিস।এই বলে জান্নাত তার রুমে চলে গেলো।

এদিকে জাহান নাচতে নাচতে গেট খুলতে গেলো।সে ভেবেছে তার বাবা এসেছে।এদিকে তার যে মাথায় কাপড় নাই সেদিকে তার খেয়ালই নাই।

জাহান গেট খুলতেই একদম চমকে উঠলো। এ তো সেই ছেলে গুলো।এরা আবার এসেছে কেনো?
জাহানকে দেখামাত্র রুয়েলের বন্ধু শিহাব বললো,কেমন আছো পিচ্চি?
–ভালো আছি।আপনারা আবার কেনো এসেছেন?
–কেনো আসতে বারণ নাকি?
–হ্যাঁ বারণ আছে।অপরিচিত ছেলেরা আমাদের বাসায় প্রবেশ করতে পারে না। আব্বু যখন বাড়িতে থাকবে তখন আসিয়েন।

এদিকে রুয়েলের আরেক বন্ধু তারেক জাহানকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো।আর রুয়েলের কানে কানে বললো,দোস্ত এই মেয়েটাকে দেখ না?দেখতেও সুন্দর!আর কত স্মার্ট?কথাবার্তা গুলোতে কি ঝাঁঝ!তোর জন্য এইরকম একটা স্টাইলিশ মেয়ে দরকার।ওই বোবা আর বোকা মেয়েকে বিয়ে করে কি করবি?
রুয়েল সেই কথা শুনে বললো, কি বলছিস এসব?চুপ থাক।এই বলে রুয়েল জাহানকে খুব নম্র আর শান্ত ভাবে জিজ্ঞেস করলো তোমার দাদী আছে বাড়িতে?
–হ্যাঁ আছে তো।
–তাহলে তাকে গিয়ে বলো রুয়েল এসেছে।
–দাদির সাথে কি দরকার আপনার?
–সেটা দাদীকেই বলবো।তুমি গিয়ে খবর দাও দাদীকে।

এদিকে জান্নাতের দাদী আর আম্মু নিজেরাই এসে গেছে।
রুয়েল দাদীকে দেখামাত্র জড়িয়ে ধরলো আর বললো,দাদী কেমন আছো তুমি?
–আছি ভাই।এই বয়সে আর কেমন থাকুম।তা কি মনে করে?
রুয়েল কি বলবে বুঝতে পারছিলো না।সে এদিক ওদিক তাকাতে লাগলো। রুয়েলের বন্ধু তারেক তখন বললো, আপনার নাতনি কে দেখতে এসেছে দাদী।সেদিন তো মুখখানা দেখতে পারে নি।তাই আজ একটু আলাদাভাবে দেখতে এসেছে।আপনার নাতনিকে কি দেখাবেন না?কতই এভাবে সিন্দুকে করে লুকিয়ে রাখবেন?

রুয়েল সেই কথা শুনে তারেকের মাথায় একটা চড় দিয়ে বললো,কি সব ভুলভাল বকছিস?দাদী তো ভাববে আমি ঠিকই তার নাতনি কে দেখতে এসেছি।এই বলে রুয়েল দাদীর হাত ধরে বললো, আমাদের জমিগুলো দেখতে যাচ্ছি দাদী।কোথায় কোন জমি আছে কিছুই তো জানি না।ভাবলাম গ্রামে যখন এসেছি তাহলে জমিগুলোর একটু খোঁজ নিয়ে আসি।
দাদী রুয়েলের কথা শুনে বললো,খুব ভালো করেছিস।নিজের জমি একটু খোঁজখবর না নিলে হয়।
–হ্যাঁ দাদী।এই পথ দিয়েই যাচ্ছিলাম।তাই আপনার সাথে একটু কথা বলতে এলাম।সেদিন রাতে ভাই আর ভাবি তাড়াহুড়ো করে চলে গেলো,ঠিক করে কথা বলাও হলো না।
এই বলে রুয়েল বাড়ির ভিতর তাকাতে লাগলো।

দাদী তা দেখে বললো,আয় বাড়ির মধ্যে।এখানে গেটে দাঁড়িয়েই কথা বলবি?
দাদীর কথা শুনে রুয়েলের বন্ধু তারেক,শিহাব আর চঞ্চল তাড়াতাড়ি করে ঢুকে পড়লো বাড়ি তে।তারা সবাই চারপাশ টা দেখে বললো, বাহঃ খুব সুন্দর তো বাড়ির ভিতর টা।চারপাশে গাছগাছালি দিয়ে ভরা।কি সুন্দর আম আর কাঁঠাল ধরেছে।।গ্রামের বাড়ির সৌন্দর্য আসলেই দেখার মতো।আর কি সুন্দর ফুলের বাগান!এই বলে চঞ্চল একটা টকটকে লাল গোলাপ ছিঁড়লো।।রুয়েল আর একা একা দাঁড়িয়ে থেকে কি করবে?সেও প্রবেশ করলো বাড়ির মধ্যে।
দাদী রুয়েলদের রুমে নিয়ে গেলো।আর জান্নাতের মা ওদের জন্য নাস্তা রেডি করতে গেলো।

রুয়েল বুঝতে পারছে না কিভাবে শুরু করবে?আর দাদীকে কিভাবে বলবে জান্নাতের কথা?সে সেজন্য চুপচাপ থাকলো।রুয়েলকে চুপচাপ থাকা দেখে দাদী নিজেই জিজ্ঞেস করলো,দেশে কত দিনের ছুটিতে এসেছিস?

রুয়েল তখন বললো,ছয়মাসের জন্য।আমি আসতে চাইছিলাম না।আরো কিছু বছর থেকে তারপর একবারে চলে আসতাম।আর দেশেই ব্যবসা বাণিজ্য শুরু করতাম।কিন্তু আম্মু খুবই তাড়া দিচ্ছিলো বিয়ের জন্য।ওনার নাকি ছেলের বউ দেখার শখ হয়েছে।সেজন্য আসা এবার।

দাদী সেই কথা শুনে বললো তাড়া তো দিবেই।বয়স তো আর কম হলো না।তবে আমার মনে হয় তোদের তো টাকা পয়সার অভাব নাই।বিয়ে করে বিদেশ আর না যাওয়ায় ভালো ।দেশেই কিছু একটা কর না?
রুয়েল দাদীর কথা শুনে চুপ করে থাকলো।

হঠাৎ কারেন্ট চলে গেলো।গরমে আর থাকতে পারলো না কেউ।দাদী তখন বললো, বাহিরে বারান্দায় খুব সুন্দর ঠান্ডা বাতাস আছে।ওখানে গিয়ে বস তোরা।আমি আসছি।এই বলে দাদী ওদেরকে বারান্দায় বসিয়ে দিয়ে চলে গেলো।

এদিকে জান্নাতের মা নাস্তা রেডি করে জান্নাতকে বোঝাতে গেলো।মা জান্নাত,ওনাদের সামনে একবার যা।আমি নাস্তা রেডি করেছি।তুই একটু দিয়ে আয়।
জান্নাত সেই কথা শুনে বললো, আমি যেতে পারবো না ওনাদের সামনে।প্লিজ আম্মু আর রিকুয়েষ্ট করো না আমাকে।তাছাড়া বাসায় আব্বুও নাই।এতোগুলো ছেলের সামনে আমি একা একা কিভাবে যাবো?
জাহান সেই কথা শুনে বললো, আমি আছি তো।আমিও যাবো তোর সাথে।
–তুই চুপ কর।তোর যাওয়ার হলে তুই একাই চলে যা।

জান্নাতের আম্মু সেই কথা শুনে বললো, তুই কি বিয়ে করবি না?ওনাদের সামনে না গেলে তোকে চয়েজ করবে কেমনে?আর বিয়ের জন্য প্রস্তাবই বা দেবে কেমনে?

জান্নাত তার মায়ের কথা শুনে চুপ করে রইলো।এদিকে জান্নাতের আম্মু বকেই যাচ্ছে।এবার জান্নাতকে দাদী আসলো বোঝাতে।জান্নাত তবুও ছেলেগুলোর সামনে গেলো না।এদিকে রুয়েল তো শুধু ছটফট করছে এক নজর দেখার জন্য।সেদিন তবুও একটু সামনে এসেছিলো।কিন্তু আজ তো সামনেও আসছে না জান্নাত।

দাদী আর জাহান দুইজন মিলে রুয়েলদের জন্য নাস্তা নিয়ে গেলো।জাহান নিজের হাতে নাস্তা সার্ভ করলো ওদের।ওদিকে জান্নাতের আম্মু জান্নাতকে বকেই যাচ্ছে।আর জান্নাত বার বার বলছে আব্বু বাড়িতে থাকলে সে যেতো।আব্বু নাই দেখে সে যাচ্ছে না।

হঠাৎ তারেক বললো, আচ্ছা দাদী তোমার বড় নাতনির কি সব ঠিকঠাক আছে?সে কি আমাদের মতো স্বাভাবিক মানুষ?

দাদী কথা টা শুনে একদম আশ্চর্য হলো।কি বলেরে ছেলেগুলো?তারা কি জান্নাতকে পাগল ভাবছে নাকি?

দাদীকে চুপ থাকা দেখে শিহাব বললো,না মানে ও বলতে চাইছে জাহান যেমন কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে।আমাদের সাথে সুন্দর করে কথা বলছে।এই যেমন আমাদের নাস্তা সার্ভ করছে, জান্নাত সেরকম করছে না কেনো?জান্নাত এতো ভয় পায় কেনো?ও কি দূর্বল নাকি?

রুয়েল সেই কথা শুনে ভীষণ রেগে গেলো।সে রাগান্বিত কন্ঠে বললো,আচ্ছা তোরা বার বার জান্নাত জান্নাত করছিস কেনো?কেউ যদি না আসে সামনে তাকে কি জোর করে আনা যাবে?তাছাড়া আজ তো আমরা জান্নাতকে দেখতে আসি নি।আজ আমি শুধু দাদীর সাথে কথা বলার জন্যই এসেছি।সেজন্য কে সামনে এলো আর কে এলো না এ নিয়ে তোদের এতো মাথাব্যথা কেনো?

দাদী বুঝতে পারলো রুয়েল আজও জান্নাতকে দেখার জন্যই এসেছে।আজ জান্নাত সামনে আসে নি দেখে এভাবে বলছে।সেজন্য দাদি বললো, জান্নাত একটু অন্য টাইপের মেয়ে।ও কোনো পরপুরুষের সামনে কখনোই যায় না।ওকে মেরে ফেললেও সে কখনোই আসবে না এখানে।
রুয়েল তখন বললো,দাদী ওদের কথায় কিছু মনে করো না।ওরা একটু বেশি কথা বলে।আজ তাহলে উঠি দাদি।এই বলে রুয়েল তার বন্ধুদের নিয়ে চলে যেতে ধরলো।

তখন রুয়েলের বন্ধু চঞ্চল বললো,আচ্ছা বুঝলাম কোনো পরপুরুষের সামনে যায় না।তাহলে স্কুলে যখন গিয়েছে তখন কি করেছে?বা কোনো আত্নীয়র বাড়িতে গেলে?

জাহান ছেলেটির কথা শুনে হাসতে হাসতে বললো,আপনারা আমার বোনের ব্যাপারে তাহলে কিছুই জানেন না।সেজন্য এভাবে বলছেন।আগে পুরো গ্রাম ঘুরে আসুন,আর আমার বোনের ব্যাপারে জিজ্ঞেস করুন।সবাই এক কথায় বলবে,জান্নাতের মতো মেয়ে এই পুরো গ্রামে একজনও নাই।ও যখন স্কুলে যেতো তখনও এভাবেই বোরকা নিকাব পড়ে যেতো।আর কখনোই এদিক ওদিক তাকাতো না।ওর পাশ দিয়ে কেউ যদি যেতো সে কখনোই জানতো না সেটা ছেলে ছিলো না মেয়ে।আমার আপু সব মেয়েদের থেকে আলাদা।

চঞ্চল সেই কথা শুনে বললো,তাহলে কি বোনকে সারাজীবন এভাবে সোকেসেই সাজিয়ে রাখবে?তাকে বিয়ে দেবে না?বুঝলাম আলাদা টাইপের মেয়ে।তাই বলে কি পাত্রপক্ষের সামনে বোকার মতো চুপচাপ থাকতে হবে।সেদিন তো রুয়েলের ভাই আর ভাবী জান্নাতকে দেখে পাগল মেয়ে ভেবেছে।

রুয়েলের আর এক সেকেন্ড থাকতে ইচ্ছা করছে না।তার বন্ধুরা কি শুরু করেছে এসব।সেজন্য রুয়েল বললো,এরা আসলে এরকম মেয়ে দেখে নি কখনো এজন্য এতো বেশি অবাক হচ্ছে।তাছাড়া শহরের মেয়েরা অনেক বেশি স্টাইলিশ।তারাও অনেকেই বোরকা নিকাব হিজাব পড়ে।তবে তাদের সবার সাথে বন্ধুত্ব আছে।তারা সবার সাথে কথা বলে।এদিক ওদিক ঘুরে বেড়ায়।দাদী এদের কথা শুনে রাগ করেন না প্লিজ।
আচ্ছা দাদি ঠিক আছে।আজ তাহলে আসি।এই বলে রুয়েল সবাইকে নিয়ে চলে আসলো।

রুয়েল তার বন্ধুদের নিয়ে বাহিরে এসেই আগে সিগারেট ধরালো।আর বললো, তোরা এতো বেশি কথা বলছিলি কেনো?কে তোদের জান্নাতের ব্যাপারে জিজ্ঞেস করতে বলেছে?বন্ধুরা তখন বললো, তুই তো জান্নাতকেই দেখতে গিয়েছিলি।তাহলে ওর ব্যাপারে জিজ্ঞেস করবো না তো কার ব্যাপারে জিজ্ঞেস করবো?আর তুই দাদীকে কিছু বললি না কেনো?যে তুই জান্নাতকেই বিয়ে করতে চাস।
রুয়েল সিগারট টানছে আর ধোঁয়া ছাড়ছে।সে কোনো কথাই বলছে না।তখন চঞ্চল বললো একটিবার তো দাদীকে বলতে পারতিস যে তুই আজও ওকে দেখতে এসেছিস।দেখি দাদী কি বলে?ওনাদের ইন্টারেস্ট আছে কিনা বিয়ে তে?
রুয়েল সেই কথা বললো,দাদী ১০০% রাজি আছে।শুধু দাদী না জান্নাতের মা বাবা সবাই রাজি আছে।এখন মূল সমস্যা ভাই আর ভাবীকে নিয়ে। ওনাদেরকে রাজি করাবো কিভাবে সেটাই ভাবছি।

তারেক তখন বললো, শুধু তোর ভাই ভাবী না।আমি তো ভাবছি জান্নাতের কথা।ওই মেয়ে কি কোনোদিন রাজি হবে?যে মেয়ে ছেলে মানুষের সামনে আসতেই ভয় করে সে কি করে বিয়ে করবে তোকে?

#চলবে,কেমন হচ্ছে গল্পটি অবশ্যই জানাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here