#তোমার_পিছু_পিছুপর্ব-৫

0
398

#তোমার_পিছু_পিছুপর্ব-৫

তামান্না ঘাড় ঘুড়িয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে….ও বসে আছে পরিচিত সেই রুমে…. যেখানে কিছুদিন আগেই সেই ভয়াভহ ইন্টারভিউ ঘটেছে। আজকেও ভয়ে ওর হাত পা ঘামাচ্ছে….. বেশকিছুক্ষন বসে থাকার পর… জনাব কাজী রুমে প্রবেশ করলেন…. তামান্না সাথে সাথে উঠে দাড়ালো…. তামান্না ভেবেছিলো উনি হয়ত রুমে এসেই হাউকাউ শুরু করে দিবেন… বকাঝকা করবেন…. কিন্তু তামান্নাকে অতিমাত্রায় অবাক করে দিয়ে জনাব কাজী হাসি হাসি মুখ করে তামান্নার সামনের ব্লাক লেদার চেয়ারটায় বসলেন….
-মিস তামান্না সুলতানা,,,, কেমন আছেন?
-জ্ব,,জ্বী স্যার,,,,এইতো ভালো….
-হুম… তো মিস সুলতানা,,,, আপনি কি জানেন কেনো আপনাকে আজ আবার ডাকা হয়েছে….?
-……… কারন…….. সেদিনের বাজে ব্যবহারের জন্য আপনি আমার উপর রেগে আছেন………… তাই!!!
-কিন্তু…. আমি তো আপনার উপর রেগে নেই!!!
-আপনি রেগে নেই!!!!!…….. কিন্তু!!!! তাহলে…. আজ আমাকে ডাকা হলো যে!!!
-আপনাকে ডাকা হয়েছে…… বিকজ ইউ হেভ গট দ্যা জব….. কংগ্রাচুলেশনস……
বড় বড় চোখ করে তামান্না তাকিয়ে রইল,,,,,কাজী সাহেবের দিকে…..
-আ…. আমি….. মানে…..সত্যি!!! আমি জবটা……..
-জ্বী….. আপনি পরীক্ষায় পাস করেছেন…বিধায়,,,আপনাকে চাকরিটা দেওয়া হয়েছে…….
-আমি ঠিক বুঝলাম না স্যার… কোন পরীক্ষার কথা বলছেন!!!!
-মিস সুলতানা…. আপনার হয়ত মনে আছে…. আপনি ফিরে যাবার সময়,,,, আপনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম……।
সেই ভয়ানক প্রশ্নের কথা মনে পড়তেই তামান্নার গলা শুকিয়ে কাঠ হয়ে গেলো…..
-জ্বী,,,জ্বী স্যার মনে আছে….।
-জ্বী,,,,সেটাই ছিলো আপনার পরীক্ষা…
তামান্না শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল,,,,
-মিস সুলতানা…. আপনি আমার ছেলের এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। এই পোস্টের জন্য আমার অবশ্যই এমন একজন এমপ্লয়ি প্রয়োজন…. যে প্রফেশনালি কাজ করবে….. আমার ছেলের সাথে পারসনালি ইনভলভ না হয়ে…. আপনি কি সিচুয়েশানটা বুঝতে পারছেন…..
তামান্না কিছুক্ষন চুপ থেকে…. বলল
-জ্বী স্যার আমি বুঝতে পারছি….. আপনি নিশ্চিতে থাকতে পারেন…… আমি সম্পূর্ণ অনেস্ট এবং প্রফেশনালি কাজ করবো…. কাজের বাহিরে আমার আর কোনো ইনটেনশন থাকবে না।
-জ্বী,,,, এটাই কারন আপনাকে একসেপ্ট করার।আমি আশা করি আপনি কখনো আমাকে অভিযোগের সুযোগ দিবেন না।
-জ্বী স্যার…… আমি আগেও বলেছি এই জবটা আমার অনেক বেশি প্রয়োজন। আর মানুষের অধিক প্রয়োজনীয় জিনিস সে কখনো হেলায় ফেলে দেয় না…….। ধন্যবাদ স্যার…..
-ধন্যবাদ আপনাকে…… টু বি ইন্টারেস্টেড ইন দিস জব… নট ইন মাই সান…..
বলেই জনাব কাজী মৃদু হাসলেন।
-মিস সুলতানা…. আসলে…. আমার ছেলেটা একটু অন্যরকম….. তাই আমি কোন প্রকার রিস্ক নিতে চাই না…..
তামান্না একটু নড়েচড়ে বসল। অন্যরকম!!!!! অন্যরকম কিরকম!!! লুইচ্চা টুইচ্চা নাকি রে বাবা!!!!
-জ্বী স্যার ঠিক বুঝতে পারলাম না!!!
-আমার ছেলেটা অনেক বোকা সোকা,,,,, বর্তমান যুগের পরিস্থির সাথে ওর কানেকশন কম। তাই আমাকে অবশ্যই সাবধান থাকতে হয়….. তাই সেদিন ওরকম একটা প্রশ্ন করা……
-ইটস ওকে স্যার..…. আমি বুঝতে পারছি…..

বর্নর আজ কোম্পানি ট্যুরের দিন….. অর্থাৎ আজ ও বাবার সাথে নিজের কোম্পানিতে যাবে….. মা একটু ঘাই গুই করলেও…. বর্ন কিভাবে কিভাবে ওর মা’কে রাজি করিয়েছে…. মিলন সাহেব তা বুঝে পারেন না।বর্ন খুব হাসি হাসি মুখ করে… গাড়িতে বসে আছে….পাশেই মিলন সাহেব……বর্ন খুব মনোযোগ দিয়ে জানালার বাহিরে রাস্তার দৃশ্য পর্যবেক্ষন করছে….. গাড়ি এসে থামলো মতিঝিলের ব্যস্ত রাস্তার পাশে। গাড়ি থেকে নেমেই বর্ন নিজের অফিসের মুখোমুখি হল।

(চলবে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here