চলো_রোদ্দুরে,28,29

0
473

#চলো_রোদ্দুরে,28,29
#ফাতেমা_তুজ
#part_28

রাত দিন মেয়েটার যত্ন নিচ্ছে রাদ। তবে এখনো তেমন কিছু প্রশ্ন করে নি ওহ। ভোর ঠিক আছে এটাই সব থেকে জরুরী বিষয়। সময় করে প্রশ্ন করবে, করবে করবে করে তিন টে দিন পার হয়ে গেল। অফিস কিংবা হসপিটাল কোথাও যাচ্ছে না ছেলেটা। ইফতিহারের থেকে বলে কয়েক দিনের জন্য ফ্রেস টাইম নিয়ে নিয়েছে। তবে রামিসার কড়া জবাব ছিলো ‘ কাজ করতে ইচ্ছে করছে না ঠিক আছে। তবে লাঞ্চ ডিনার এক সঙ্গে করতে হবে।’
রাদ অবশ্য হেসে সম্মতি জানিয়েছে। কয়েক দিন মাত্র। এই কয়েক টা দিন না হয় প্রিয় মানুষদের সাথেই কাটানো যাক। ভোরের মাথায় চিরুনি করে দিচ্ছে রাদ। মাঝে মাঝে হালকা টান লাগছে তাঁতেই ব্যস্ত হয়ে পরছে ছেলেটা। মুখ টিপে হাসছে মেয়েটা। মিররে সেটা দেখতে পেয়ে রাদ বলল
_কি হলো এটা?

_কিছু না তো।

_মুখ টিপে হাসছো কেন? বেশি হাসা স্বাস্থ্য কর নয়।

_কে বলেছে হু?

_তোমার ডাক্তার সাহেব।

হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে ভোর। এতো টাই পাগলী যে হাতের ব্যথার কথা ভুলেই গেল। বিছানায় ঝাপটা দিতেই ডান হাতে প্রচন্ড ব্যথা অনুভব হলো। না চাইতেই ও মুখ দিয়ে আহ এর মতোন শব্দ বের হয়ে আসলো। ধীর স্থির চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পরলো। বুকের ভেতর যেন কেউ ছিদ্র করে দিয়েছে মেয়েটার কষ্ট দেখে রাদের অনুভূতি টা ঠিক তেমনি।ব্যস্ত কন্ঠে রাদ বলল
_দেখি আবার কোথায় ব্যথা পেলে। কি যে করো তুমি।

_আমি ঠিক আছি।

_ঠিক নেই তুমি। শুধু পাকনামি করতে জানো। বি কেয়ারফুল ভোর। এমন করলে কেমন হবে বলো তো?

_কেমন হবে?

_আশ্চর্য মেয়ে তো তুমি! ম্যানহলে পরে যাচ্ছো আবার ভাঙা হাতে ড্রাবল ব্যথা পাচ্ছো। আর পা যে কতো বার মচকে গেছে তাঁর তো হিসেব ই নেই।

মেয়েটার হাত হালকা ভাবে নাড়াচাড়া করতে লাগলো রাদ। ভাগ্যিস তেমন কোনো ক্ষতি হয় নি।মুখ টা পাংশুটে করে রাদ বলল
_ম্যানহলে কি করে পরেছিলে?

_পা টা হঠাৎ ই ফসকে গেল। সব হয়েছে আপনার হাই হিলের জন্য।

_অভ্যেস এর জন্য পরতে বলেছিলাম। যাই হোক সু কিনে দিবো। যেভাবে শুকনো বনে ও পরে যাচ্ছো।

ছেলেটার মুখের হাসি দেখে তেলে বেগুনে জ্বলে উঠে ভোর। দাঁতে দাঁত চেপে বলল
_আমি শুকনো বনে পরে যাই?

_তা নয়তো কি?

অভিমান হলো মেয়েটির। নাক টানতে লাগলো। চোখে পানি নেই অথচ নাকে পানি এসে পরেছে। পাশ থেকে টিসু এগিয়ে দিলো রাদ। বলল
_ঠান্ডা লেগে গেছে। কান্না করিয়ো না কেমন? না হলে আরো অসুস্থ হবে।

_একশ বার কান্না করবো।

_জেদ করো না ভোর। তোমার অসুস্থতা পড়াশোনা তে কতো টা ক্ষতিগ্রস্ত করে দিলো বুঝতে পেরেছো?

_পরীক্ষার তো অনেক দিন বাকি ।

_এক সেকেন্ড সময় ও মূল্যবান। পরীক্ষার সময় পড়াশোনা করে খুব বেশি সফলতা পাবে না। তবে এটা ও সত্য যে পরীক্ষার আগে পড়া টুকু সব থেকে বেশি কাজে লাগে।

কথা টা বলেই স্থির নয়নে তাকালো রাদ। মাথা টা নিচু করে আছে ভোর। মেয়েটার পাশে বসলো রাদ। বলল
_মন খারাপ করলে?

_উহহু।

_আচ্ছা বলো তো কি করে ম্যানহল থেকে বের হলে?

_একটা ভাইয়া গাড়ি নিয়ে যাচ্ছিলো। অন্য ম্যানহলের ঢাকনা খোলা দেখে সেটা লাগাতে এসেছিলো। তখনি আমাকে দেখতে পায়। আর আমাকে বাঁচিয়ে নেয়।

_আচ্ছা। ছেলেটার নাম কি বলো তো?

_ইসস নাম তো জিজ্ঞাসা করতে মনে নেই।

ভোরের জ্বিভ কাঁটা দেখে আলতো হাসলো রাদ। মেয়েটা অদ্ভুত সুন্দর। এই সুন্দরে তুলনা হয় না। আসলে প্রতি টা মানুষের ভেতর ই ম্যাচিওরিটি আর বাচ্চা সুলভ আচারন লুকিয়ে থাকে। প্রয়োজন আর পরিস্থিতি ভেদে একেক টা আচারন ফুটে উঠে। তাই তো সৃষ্টির সেরা জীব মানুষ।

আশার সাথে কয়েক টা কথা হলো রাদের। প্রচন্ড সাহায্য করেছেন ভদ্র মহিলা। ওদের বিয়ে সম্পর্কিত কথা টা ওনি জানেন তবু ও কাউ কে কিছু বলেন নি। বরং নানান ভাবে সাহায্যে করে যাচ্ছেন। ভদ্র মহিলার প্রতি কৃতঙ্গতা প্রকাশ করলো রাদ। আশা বললেন
_বি নরমাল মাই বয়। ভাগ্য বড় বিচিত্র জিনিস। এর উপর কারো কথা চলে না। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। নিশ্চয়ই যেটা ভালো সেটাই হবে।

_থ্যাংকস ম্যাম। আপনি না থাকলে এতো টা দিন সুন্দর ভাবে পার হতো না।

_ভরসা রাখো রাদ। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। আর তোমার জন্য শুভকামনা। আমাদের দেশ কে আরো ভালো কিছু উপহার দিবে তুমি।

_ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো।

আশার সহিত কথোপকথন শেষ করে হোস্টেল থেকে বেরিয়ে এলো রাদ। সেভেন ফ্লোর এর ব্যলকনি দিয়ে তাকিয়ে রইলো ভোর। মেয়েটা সেকেন্ড ফ্লোর এ থাকতো আগে। এখন কিছু কারনে সেভেন ফ্লোরে এসেছে। রাদ এর মুখ টা তেমন স্পষ্ট নয়। হঠাৎ ই অনুভব হলো এক নিদারুন যন্ত্রণা।এ ব্যথা নতুন নয়। এটা প্রায় ই হয়। রাদ চলে গেলে বুক চিরে বেরিয়ে আসে এই ব্যথা টা। বড্ড ভয় হয় ওর। মাথার উপরে থাকা ছায়া গুলো কে হারিয়ে ফেলার ভয়। গত দেড় বছর রাদ ওর জন্য যা করেছে তা ভাষায় প্রকাশ করা যাবে না।চিরকৃতঙ্গ থাকবে এই মানুষটির উপর। যে নর্দমা থেকে তুলে নিয়ে একটা সুন্দর জীবন দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
.

_এখন আবারো বের হবে রাদ?

_হ্যাঁ মম।

_সারাদিন বাহিরে থেকে যে কি পাও তুমি।

_কয়েক টা দিন রয়েছি সবার সাথে না হয় আড্ডা হোক।

_আর কি বলি বলো? তা বন্ধুদের ইনভাইট করো একদিন। সবাই মিলে না হয় হৈ চৈ করবে।

ঠোঁট টা সামান্য প্রসারিত করলো রাদ। খাবার নাড়াচাড়া করতে করতে বলল
_প্রয়োজন নেই মম।

_মন মড়া হইয়ো না রাদ। তোমার ভালোর জন্য এই দূরত্ব।

_বুঝতে পেরেছি আমি।

ছেলেটার ঘন নিশ্বাসে চার পাশ ভরে উঠলো। দেয়াল গুলো ও যেন বলতে চাচ্ছে যেও না তুমি। এ জীবনে প্রাপ্তির বড়ো অভাব। অন্য দেশ তোমাকে প্রাপ্তি দিবে না। সমস্ত কথা কে সাইডে ফেলে ইফতিহারের কাছে চলে এলো রাদ। বাড়িতেই অফিস কক্ষ রেখেছেন ইফতিহার। রাদ কাজ না করাতে সমস্ত কিছু আবারো দেখা শোনা করছেন তিনি। দরজার বাইরে কয়েক মুহূর্ত পায়চারি করে রাদ বলল
_আসবো ড্যাড।

_আসো। একটু পরে কথা বলছি।কিছু কাজ সম্পূর্ন করে নেই।

_ওকে।

ইফতিহারের কাজ দেখে ব্যলকনিতে আসলো রাদ। বেশ জোড়ালো সমীরণ বয়ে চলেছে। অদ্ভুত তৃপ্তি রয়েছে এতে। নিজ দেশ ব্যতীত অন্য দেশ কতো টা আপন হবে ওর? এমন নয় যে বিদেশ যায় নি ওহ। বরং বহু বার বহু দেশে গিয়েছে ছেলেটা। তবে দীর্ঘ সময়ের জন্য নয়। সেই কারনেই মনের ভেতর খচখচ অনুভব হচ্ছে। এ ধরার সব থেকে আপন মাটি এই বাংলার মাটি। এই বাংলার মাটি ছেড়ে কোন সফলতা লাভ করবে ওহ?
_কি ভাবছো?

ইফতিহারের কন্ঠ পেয়ে পেছন ঘুরলো ওহ। রাদ মাথা টা নিচু করে কয়েক টা দীর্ঘশ্বাস লুকালো। সামান্য হাসি ফুঁটিয়ে বলল
_প্রচন্ড চাপে আছো তাই না ড্যাড?

_কিছু টা। তবে এর থেকে বেশি কাজ সামলানোর এক্সপেরিয়েন্স আছে আমার।

ক্ষনকালের জন্য বাবার মুখের পানে তাকিয়ে রইলো রাদ। কতো টা ধারালো ব্যক্তিত্ব ওনার। চশমা টা খুললেন ইফতিহার। ছেলের চোখের ভাষা যেন আজ পড়তে পারছেন ওনি। তাই বললেন
_আপন মানুষ পর হতে দেখেছি আমি। প্রচন্ড কষ্ট হয়েছিলো সেদিন। বহু কষ্টে এই স্থানে এসেছি। এর জন্য প্রবাসী হতে হয়েছে আমাকে। এই বলে এমন নয় যে নিজের দেশ কে ভালোবাসি না আমি। প্রচন্ড ভালোবাসি এই দেশ কে।তবে একটা কথা মনে রাখবে। কিছু পেতে হলে ক্ষনকালের জন্য নত স্বীকার করতে হয়। চতুর প্রানী হও রাদ। একটা হার যদি দশ টা সফলতা এনে দেয় তবে সে হার কি ভালো নয়?

_অবশ্যই ভালো।

_মাই ব্রেভ বেটা। আমাদের ছেড়ে থাকতে কষ্ট হবে তবে বিশ্বাস করো যখন সফলতা পাবে তখন সমস্ত কষ্ট দূর হয়ে যাবে।

ইফতিহার কে জড়িয়ে ধরলো রাদ। বুকের ভেতর শান্তির ঝড় নেমেছে। বাবা নামক এই মানুষ টি কতো টা ধারালো ব্যক্তিত্ব সম্পূর্ণ তা একটু হলে ও বুঝতে পারে ওহ।

চলবে

#চলো_রোদ্দুরে
#ফাতেমা_তুজ
#part_29

‘ কবে যাচ্ছিস রাদ? ‘

কথা টা বলেই মুখ গোমড়া করে নিলো নাহিদ। রাদ কে কিছু বলতে না দিয়ে সুপ্তি বলল
_তোর না জানলে ও চলবে।

_আশ্চর্য! তুই কেন কথার মাঝে কথা বলিস?

_বিকজ তরে আমার সহ্য হয় না।

রাগে নাকের পাটা লাল হয়ে গেল নাহিদের। রনিত এগিয়ে এসে দুজনের মাঝে দাঁড়ালো। দুজনে ঝগড়া করতে ব্যস্ত। এই মুহুর্তে রাদ এর কিছু ভালো লাগছে না। টেবিলের শেষ প্রান্তে গিয়ে দ্বীপ আর রায়ার মাঝে বসলো। রায়া বলল
_আজকাল বেশি মনমড়া দেখাচ্ছে তোকে। কোনো সমস্যা?

_এমনি।

_মিথ্যে কেন বলছিস?

_মিথ্যে নয় রায়া।

_আবারো মিথ্যে বলছিস রাদ। রায়া ইজ রাইট। বাট তোর মুখ থেকে স্বীকার করানোর সাধ্য নেই কারো।

দ্বীপের দিকে তাকিয়ে রইলো রাদ। এর বেশি কি বলবে ওহ? ছেলেটার পিঠ চাপরে দ্বীপ বলল
_ভোর এখন কেমন আছে রে?

_ফাইন। হাত টা ঠিক হয়ে গেছে একদম।

_তুই ওকে নিয়ে চিন্তিত? রনিত থাকছে তো।

_আই নো দ্যাট। বাট তবু ও ভালো লাগছে না।

ঠোঁট টা কামড়ে ধরলো রায়া। আফসোস এর স্বরে বলল
_ইসস যদি এই সময় টা তে আমাদের ভিসা না আসতো।

_কামন রায়া মন খারাপ করছিস কেন? এতো বড় একটা সুযোগ পেয়েছিস তোরা। সিটিজেন পেলে খারাপ হবে না নিশ্চয়ই।

_বাট।

_ আচ্ছা বাদ দে এসব। শুনলাম সুপ্তির সাথে নাহিদের জব হয়েছে। বুঝলাম না দুজনে একি হসপিটালে কি করে হয়?

সবাই একটু করে হাসলো। ভবিষ্যত নিয়ে চিন্তিত ওরা। না জানি হসপিটালে গিয়ে ও কেমন তোলপাড় শুরু করে দুজনে।

দুপর টা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি তে ফিরলো রাদ। ইফতিহার দুটো পেপার নিয়ে এলেন। মুহুর্তেই রাগ উঠে গেল রাদ এর। থমথমে মুখে বলল
_তোমাদের সব কিছু তো আমার ই। তাহলে এই পেপার নামক সনদ করার কি প্রয়োজন?

_প্রয়োজন আছে রাদ।হসপিটাল টা তোমার নামে করে দিতে চাচ্ছি আমি। যাতে করে ভেতর থেকে দায়িত্ব বোধ কাজ করে। একটা কথা মনে রাখবে প্রতি টা মানুষ নিজ সম্পদের কদর করে।

_সবার সাথে আমাকে মেলাচ্ছো ড্যাড?

_মেলাচ্ছি না বেটা। এটাই আমাদের লাইফ।

কথায় না পেরে সাইন করে নিজ রুমে চলে আসলো রাদ। মিনিট কয়েক পর নাহিদ কল করলো।অভিযোগের কন্ঠে বলল
_তুই কিছু একটা কর রাদ। আমি এই আস্ত ছাগল মেয়ের সাথে কাজ করতে পারবো না। অন্য কোথাও জব নিতে বল।

_কি হয়েছে নাহিদ?

_অতিষ্ঠ হয়ে গেলাম আমি। ফরমালিটিস সাইন করতে গিয়ে ও জ্বালিয়ে মেরেছে আমায়। শুধু মাত্র এই মেয়ে টার জন্য বন্ধু মহলের বেশির ভাগ সময় আমি এটেন্ট থাকি না। ওকে আমি মেরেই দিবো।

_এই না, নাহিদ কথা শোন।

ওপাশ থেকে কল কাঁটার টুট টুট শব্দ কানে এলো। ফোন টা আলগোছে বিছানায় ছুঁড়ে ফেললো রাদ। জীবন টা কতো টা অদ্ভত হতে চলেছে। পুরোই ভিন্ন রকমের অনুভূতি। এতে রয়েছে শুধু মাত্র বিষাদ আর যন্ত্রনা।
.

” কেউ কারো নয়, সবাই পর হয়।
সময়ের সাথে বদল হয়।
কেউ আগে, কেউ বা একটু পরে।
তবে সে বদল হবেই হবে।
মিছে অনুভূতির দিও না কো সাড়া।
বদলে গেলে কপাল হবে পোড়া।”

কবিতা টির সঙ্গে নিজের জীবনের কিছু টা মিল খুঁজে পেলো ভোর। ফেসবুক স্ক্রল করার সময় ফেসবুকের ষোড়শী এক লেখিকা ফাতেমা তুজ এর পেজ টা ওর সামনে পরেছিলো। কেন যেন ইচ্ছে হলো একটু ঘেঁটে দেখার। সেই কারনেই পেজ চেইক করছিলো। হঠাৎ কবিতা টা চোখে পরলো। নিজের জীবনের সাথে মিল পেল বোধহয় তাই থমকে গিয়েছিলো। ঘন ঘন কয়েক টা শ্বাস ফেললো। ওর জীবনে বদলে যাবার মতো আর কেউ কি আছে? পর হবার ও তো কেউ নেই। এ পৃথিবী তে নিঃস্ব ওহ। প্রচন্ড একা একটা মেয়ে। উহহু একা নয় আছে একজন। যাকে ডাক্তার সাহেব বলে সম্বোধন করে ওহ। ভাবনার মাঝেই কলিং শুনতে পেলো। তিন্নি এসেছে দেখে মন টা ফুরফুরে হলো। তবে মেয়েটা বেশি সময় অবস্থান করলো না। বরং একটা চিঠি দিয়ে চলে গেল। চিঠি টা খুলে অবাক হলো ভোর। এ লেখা যে রাদ এর। কি সুন্দর আর স্পষ্ট
” আমার ফ্লাইট কাল। বলবো বলবো করে বলা হয় নি তোমায়। প্রচন্ড মন কষ্ট নিয়ে কয়েক টা লাইন লিখলাম। জানি রাগ করবে অথবা অভিমান করবে। তবে উপায় পেলাম না আমি। তোমার সঙ্গে দেখা করলে আমি নিশ্চিত ভাবে যেতে পারবো না। আমি আটকে যাবো কোনো এক বেড়াজালে। তোমাকে দেখে রাখার দায়িত্ব গ্রহন করেছি আমি। থাকবো তোমার পাশে। ফোনে যোগাযোগ ও করবো। যে কোনো সমস্যায় রনিত কে পাশে পাবে। আমার অবর্তমানে ওকে ভরসা করে চলো। আর শোনো মেয়ে খুব ভালো করে পড়াশোনা করবে। ডাক্তার সাহেব কে চমকে দিতে হবে। নিজের খেয়াল রেখো। কষ্ট পেও না। প্রচন্ড ভাবে মিস করবো। ”

মৃদু হাসলো ভোর। সময় কতো দ্রুত চলে যায়। চোখের পলকে কেঁটে গেল কয়েক প্রহর। মেয়েটার ভারী শ্বাসে রুম টা কেমন অদ্ভুতুড়ে হয়ে গেছে।হঠাৎ করেই ফাতেমা তুজ এর সেই কবিতার কথা মনে হলো ওর। তবে সত্যিই কি সবাই বদলে যায়? ভোর এর জীবনে কোন বদল ঘটতে চলেছে এবার?

রাদ এর মনে হলো ভোর আসবে। লুকিয়ে হলে ও আসবে। তবে ওকে ভুল প্রমানিত করার জন্যই বোধহয় মেয়েটা এলো না। ক্লান্তির শ্বাস টা ফেললো রাদ। এ জীবন টা দীর্ঘশ্বাসে ভরপুর। রেলিং এ পিঠ ঠেকিয়ে নখ কামড়াচ্ছে নাহিদ। পাশে দাঁড়িয়ে চোখের পানি মুছে চলেছে সুপ্তি। জীবনে এই প্রথম সুপ্তির জন্য মায়া হলো নাহিদের। ধীর পায়ে কাছে আসলো। হালকা হাতে মাথায় হাত বুলিয়ে বলল
_কিচ্ছু হয় নি। রাদ আবারো ফিরে আসবে আমাদের কাছে।

ঝমঝমে কেঁদে উঠলো সুপ্তি। আকস্মিক নাহিদ কে জড়িয়ে ধরলো ওহ। ছেলেটার মনের গহীনে শীতল বাতাসের স্পর্শ অনুভব হলো।ভেতর টা অদ্ভুত ভাবে কাঁপতে লাগলো। কেন যেন আজ কথা শোনাতে ইচ্ছে হচ্ছে না। বরং এভাবেই আরো কয়েক ঘন্টা কাঁটিয়ে দেওয়ার তীব্র বাসনা জাগলো।

বিধ্বস্ত চোখ মুখ।রামিসা আর ইফতিহারের সাথে অভিমান করেছে রাদ। সাফ সাফ বলেছে যাতে ওনারা এয়ারপোর্ট এ না আসেন। ছেলেটার অভিমানী কথা তে রামিসা ও সম্মতি জানিয়েছেন। হাজার হোক,সন্তান তো সন্তান ই হয়।এয়ারপোর্ট এ গেলে ওনি নিজে ও নিজেকে সামলাতে পারবেন না। ইফতিহার অবশ্য আসতে চেয়েছিলো তবে রাদ এর অভিমানী দৃষ্টির কারনে আসেন নি তিনি।

রাদ এর ছবি নিয়ে বসে আছে ভোর। ব্যলকনিতে বসে থাকায় কয়েক ফোঁটা পানি এসে পরলো ছবিটির উপর। তৎক্ষনাৎ ছবি টি মুছে নিলো ওহ। বুক টা শূন্য লাগছে। রাদ এর চলে যাওয়া মেনে নিতে পারছে না। একদম ই মেনে নিতে পারছে না। দরজায় ঠক ঠক আওয়াজ হলো। চোখ দুটো ছল ছল। উপরের দিকে তাকিয়ে চোখের পানি আটকে নিলো। আশা ঘরে প্রবেশ করলেন। ভোর এর পাশাপাশি বসে বললেন
_জীবন টা অনেক বড় মেয়ে। কারো জীবন ই থেমে থাকে না। ওহ সব হয় বাজে কথা। এগিয়ে যাওয়ার জন্য শক্ত পোক্ত হাতের প্রয়োজন। তুমি ভাগ্যবতী যে এমন একজন আছে তোমার জন্য।

_সে তো চলে গেল ম্যাম। বহু থেকে বহু দূর চলে গেলেন ওনি। যাঁকে চাইলেই ডাকা যাবে না। যে ইচ্ছে হলেই রাত্রি দুপুরের কথা চিন্তা না করে চলে আসবেন না। যাঁর জন্য ব্যলকনির দরজা খুলে অপেক্ষা করা হবে না। আমি কি করে থাকবো ম্যাম?

আশা কে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো ভোর। আশা ভাষাহীন নির্বিকার।এমন পরিস্থিতি তে কিছু বলা যায় না।তাছাড়া নিজেদের অনুভূতি নিজেরাই বুঝতে পারবে। কিছু উপদেশ আর একটি খাম হাতে দিয়ে চলে গেলেন তিনি। চোখ মুছে ব্যলকনি তে আসলো ভোর। শীর শীর বাতাসে খোলা চুল গুলো উড়ে যাচ্ছে। আলতো হাতে খাম টা খুললো মেয়েটি। খাম এর ভেতরে রয়েছে বিশ লক্ষ টাকার চেক। দু চোখ ঘোলাটে হয়ে গেল। কাবিন পরিশোধ করে ঋন মুক্ত হলো রাদ। ওর ভীষন কষ্ট হচ্ছে। আকাশের দিকে তাকিয়ে রইলো। দারুন এক সাউন্ড করে মাথায় উপর দিয়ে উড়ে যাচ্ছে একটা
প্লেন।চিৎকার করে উঠলো ভোর। কাঁদতে কাঁদতে মেঝে তে বসে পরলো। খাম টা বুকে জড়িয়ে ধরে বলল
‘ আমি আপনাকে প্রচন্ড মিস করছি ডাক্তার সাহেব। প্রচন্ড মিস করছি। বুক টা যন্ত্রনায় পরিপূর্ণ হয়ে গেল ডাক্তার সাহেব। আমি যে জ্যান্ত লা/শে পরিনত হলাম। একি অন্ধকারে রেখে গেলেন আমায়। কোথায় আপনার রোদ্দুর? আপনি ছাড়া এই সুখ যে পানসে লাগে ডাক্তার সাহেব। ‘

**সুখ আসতে না আসতে কষ্ট এসে হাজির। যাঁরা নাহিদ কে ভুলে গেছেন তাঁরা 15 পার্ট পড়ে আসুন।**

বি : দ্র : ভুল ত্রুটি মাফ করবেন। গঠনমূলক মন্তব্য আশা করছি।

চলবে…….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here