বাঁক ( ১৬ পর্ব )

0
135

বাঁক ( ১৬ পর্ব )
___________

মানহা প্রথমে ওর কাঁধে মুখ গুঁজে। তারপর কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে,

– ‘ইরফানের সহযোগিতা নেব।’

মৃদুল অবাক হয়ে মানহাকে ছেড়ে ওর মুখ আঁজলা করে ধরে বলে,

– ‘ইরফান?’

– ‘হ্যাঁ।’

– ‘তাকে পেতে হলেও তো গ্রামে যেতে হবে।’

– ‘না, ওর নানাবাড়ি তো আমার নানাবাড়ির কাছেই। সুন্দরপুর আমি গিয়েছিলাম কেন? ইরফানের মা আমার আম্মুর বান্ধবী।’

– ‘এসব জানি, কিন্তু তার সঙ্গে যোগাযোগ করবে কীভাবে?

– ‘ওর নানাবাড়ি থেকে আনতে পারবো নাম্বার। কিন্তু তার দরকার হবে না। ফেইসবুকে মেসেজ দেবো ইরফানকে।

– ‘সে বড়ো হয়ে এখন কেমন হয়েছে জানি না। বাপ-চাচাদের মতো হলে তো সমস্যা। অবশ্য সেদিন লুকিয়ে আমার হাতের দড়ি খুলে দিয়েছিল ইরফানই।’

– ‘মোটেও বাপ-চাচাদের মতো হয়নি সে, একদম আলাদা। আমার মা মারা যাবার পর ওরা এসেছিল।’

– ‘আগেও আলাদা ছিল।’

মানহা ফিক করে হেঁসে বললো,

– ‘হ্যাঁ ছিল, তবে ওর বাবাকে প্রচণ্ড ভয় পেতো।’

– ‘ইরফান এখন কী করে?’

– ‘পড়ালেখা করে অন্য রকম হয়েছে। একটা কলেজে শিক্ষকতা করায়, বিয়েও করে নিয়েছে। মা আর বউকে নিয়ে শহরে আলাদা থাকে।’

– ‘বাহ, তাহলে ওর সঙ্গে যোগাযোগ করলে ভালো হবে, তুমি আগে বলোনি কেন?’

– ‘আগে কী জানতাম ওরে তোমার দরকার হবে? আমি তো জানি তুমি গ্রামের সবাইকে ছেড়ে পালিয়ে আছো। কাল মেসেজ থেকে বুঝলাম ইশিদের খুঁজতে ইরফান কাজে লাগবে। গ্রামে তোমার আত্মীয়-স্বজনদের সঙ্গে সেইই সহজে যোগাযোগ করতে পারবে।’

– ‘আচ্ছা ওকে তুমি কল দাও।’

– ‘নাম্বার নাই, তবে ফেইসবুকে মেসেজ দেই?’

– ‘হ্যাঁ, তাকে তোমার নাম্বার দিয়ে বলো কল দিতে একবার।’

– ‘আচ্ছা দিচ্ছি, অস্থির হওয়ার কিছু নেই।’

মানহা সোফায় গিয়ে বসে বললো,

– ‘খাবে কখন? আমি মেসেজ দিচ্ছি তুমি নাশতা বানাতে যাও।’

মৃদুল অস্থিরতায় আঁজলা করে নিজের মুখ ঘষে বললো,

– ‘হ্যাঁ যাচ্ছি।’

– ‘নুডলস বানিয়ে নাও সবকিছু আছে।’

– ‘আচ্ছা।’

মৃদুল উঠে নাশতা বানাতে চলে গেল। ইরফানের নাম সার্চ দিয়ে মানহা ফেইসবুকে তাকে বের করে মেসেজে নাম্বার দিয়ে বললো,

– ‘ইরফান ভাই এটা আমার নাম্বার, জরুরি দরকার আছে কল দিয়ো।’

ইরফানকে অফলাইন দেখাচ্ছে। মানহা উঠে রান্না ঘরে গেল। মৃদুলকে পেঁয়াজ কাটতে দেখে রসিকতা করে বললো,

– ‘আহারে বেচারা, বিয়ে করে নিলে বউই এসব করে দিতো।’

মৃদুল রসিকতা এড়িয়ে গিয়ে বললো,

– ‘মেসেজ দিয়েছো?’

– ‘হ্যাঁ, সিন করেনি এখনও।’

– ‘ও আচ্ছা।’

মানহা ওর সঙ্গে কাজে হাত লাগায়। নাশতা বানাতে সময় একটু বেশিই গেল। দু’জন প্লেট নিয়ে টি-টেবিলে গিয়ে খেতে বসেছে তখনই ফোন বেজে উঠে।

– ‘কে কল দিছে দেখো তো।’

– ‘অপরিচিত নাম্বার, ইরফানই হবে।’

– ‘লাউডে দিয়ে রিসিভ করো।’

মানহা কল রিসিভ করে সালাম দিলো। ওপাশে সালামের জবাব দিয়ে ইরফান অস্থির গলায় বললো,

– ‘মানহা বলো কী জরুরি দরকার। যোগাযোগ করেছো ভালোই হয়েছে। আমি খুব ঝামেলায় পড়েছি।’

– ‘কী হয়েছে?’

– ‘আমি তো মানিক ভাইয়ের বোন ইশিদের সন্ধান পেয়েছিলাম।’

মানহা আর মৃদুল অবাক হয়ে মুখ চাওয়া-চাওয়ি করে। মৃদুল ওর হাত থেকে মোবাইল নিয়ে বললো,

– ‘ইরফান আমি মানিক বলছি। ওদেরকে পাওয়ার পর কী হলো বলো আমাকে।’

ওপাশে বিস্মিত গলা শোনা গেল,

– ‘আরে কী বলো এসব? মানিক ভাই মানে? তুমি ওখানে কীভাবে? এতোদিন কোথায় ছিলে?’

– ‘আমি ওখানে অন্য নামে আছি। এসব পরে কথা হবে, এখন বলো ওদের সন্ধান পাওয়ার পর কী হয়েছে?’

– ‘পরশু ওরা ট্রেনে উঠার আগে আমাকে কল দিয়েছিল। আমি তাদের স্টেশন থেকে গিয়ে আনার কথা সন্ধ্যায়। কিন্তু তার আগে থেকে কলে পাইনি। স্টেশন সহ পুরো সিলেট আমি পইপই করে খুঁজে যাচ্ছি পরশু রাত থেকে।’

মানহা ওর হাত থেকে মোবাইল নিয়ে বললো,

– ‘ইরফান ভাই তোমার ঠিকানা আমাকে মেসেজে দাও, এখনই আমরা দু’জন আসছি।’

– ‘আচ্ছা দিচ্ছি ঠিকানা, কিন্তু তোমরা আরও দেরিতে বের হও, আমি বিকেল চারটায় দেখা করতে পারবো।’

– ‘আচ্ছা দাও, রাখছি এখন।’

– ‘তুমি কী জানি জরুরি কথা বলবে বলছিলে?’

– ‘মৃদুলকে পেয়েছি এটা বলার জন্য। তাছাড়া বাকি কথা সাক্ষাতে হবে।’

ইরফান কল কেটে দিল। মৃূদুলকে ঘামতে দেখে মানহা ফ্যানের স্পিড বাড়িয়ে দিয়ে এসে বললো,

– ‘এতো অস্থির হচ্ছ কেন? রিলাক্স থাকো, নাশতা করে আমরা বের হব।’

– ‘সে তো বললো চারটায় দেখা করবে।’

– ‘আমরা তার আগে স্টেশনের আশেপাশের হোটেল বা কলোনিগুলো খুঁজে দেখবো।’

– ‘চেম্বার?’

– ‘বন্ধ থাকবে, নাশতা করো।’

দু’জন নাশতা করার পর মানহা একটা কাগজের ব্যাগ মৃদুলের হাতে দিয়ে বললো,

– ‘পরশুদিন তোমার জন্য গেঞ্জি আর প্যান্ট এনে রেখেছিলাম কিন্তু দেয়া হয়নি।’

– ‘এগুলো কিনতে গেলে কেন?’

– ‘কথা না বলে তাড়াতাড়ি পরে নাও জনাব।’

মৃদুল আর কথা না বাড়িয়ে কাপড় পরে নিল।
চেম্বার বন্ধ করে রাস্তায় এলো। গতকাল মামীর সঙ্গে মানহার আবার ঝামেলা হয়েছে। ওর খালা কল দিয়ে ঝামেলা মেটাতে পারেনি। উলটো আরও মামীর পাশাপাশি মামাও রেগে আছেন। সন্ধ্যায় গিয়ে মামীকে পেছন থেকে জড়িয়ে ধরে খুশি করার জন্য বলেছিল, ‘আমি চলে এসেছি মামী আম্মা।’

তাকে ছাড়িয়ে তিনি গালে জোরে একটা চড় মেরে বসলেন। মানহা বিস্মিত হয়ে গেল। মামা মুখ ভার করে পালঙ্কে শুয়ে পা নাড়াচ্ছেন। মামী বলতে শুরু করলেন,
– ‘কী পেয়েছো তুমি হা? বাপের মতো বজ্জাত হয়েছো না-কি? নানার বংশের ইজ্জত মারতে শুরু করছো দেখছি। তোমার ওইখানে কোথাকার এক ছেলেকে চাকরি দিয়েছো। সে কাজের কী জানে? তোমার মামাকে বলদ মনে হয় তাই না? ওই ছেলেকে তুমি ফষ্টিনষ্টির জন্য নিয়েছো। বিয়ে করছো না বুঝি এইসবের জন্য? খুবরদার এ বাড়িতে থেকে এগুলো হবে না। আমাদের ছেলে-মেয়ে নষ্ট হবে। তোমার জন্য আমাদের বদনাম বরদাস্ত করবো না।’

মানহা ক্রোধে বললো,

– ‘যা মুখে আসে তাই বলবা না মামী, আমি ফুষ্টিনষ্টির জন্য জায়গা দিয়েছি কে বলছে?’

– ‘তুমি রাতে ওই ছেলের লগে বাজারের বাইরে গিয়েছিলে লোকে দেখে তোমার মামাকে বলেছে। শুনি রাইতে হাওরের দিকে আরেক ছেলের লগে কেন যাবে? পুরো বাজার যে জানাজানি হয়ে যাচ্ছে তুমি জানো?’

এই কথা শুনে মানহার মুখ বন্ধ হয়ে গিয়েছিল। মৃদুলের সঙ্গে রাতে থেকেছে এটা কেউ জানে না ভেবে গোপনে হাফ ছেড়ে বাঁচে। চলে যায় নিজের রুমের দিকে।
তারপরই শুনতে পায় মামা কল দিয়ে খালার সঙ্গে রাগারাগি করছেন। মানহাকে আদর করে বাঁদর বানিয়েছেন বলে দোষারোপ করে যাচ্ছেন।
কিন্তু এই মুহূর্তে এসব ভাবার সময় নেই মানহার। মৃদুলকে বিয়ে করে নিলেই সমাধান।
তাছাড়া মৃদুলের পুরো ব্যাপারটাতে সে জড়িত। দু’দিন পর মৃদুলকে বিয়েও করবে সে। এখন ওর ব্যক্তিগত সবকিছু এমনিতেই তার।

– ‘মানহা বাসে করে যাবে না-কি?’

ভাবনায় ছেদ হলো। সে খানিক ভেবে বললো,

– ‘না, অপরিচিত কোনো ড্রাইভারের সিএনজি দেখি।’

– ‘আচ্ছা।’

দু’জন বাজারের মাথায় গিয়ে বয়স্ক একজন ড্রাইভার দেখে একটা চলতি সিএনজি থামায়।

– ‘রিজার্ভ সিলেট যাবেন?’

– ‘অয়।’

টাকা নিয়ে দাম-দর করে তারা সিএনজিতে উঠে পড়ে।

– ‘সিলেট কুনানও যাইতায়?’

– ‘রেলস্টেশন।’

– ‘আইচ্ছা।’

মানহা এপ্রোন চেম্বারে রেখে এসেছে। পরনে এখন কেবল শাড়ি। সিএনজি চলতে শুরু করেছে।

– ‘ইরফান মোবাইলে ইশিকে না পেলে তাদেরকে কীভাবে খুঁজে পাবে আর?’

মানহা ওর দুশ্চিন্তাগ্রস্ত চেহারার দিকে তাকায়। মুচকি হেঁসে সায় দিয়ে হাত প্যাঁচিয়ে ধরে কাঁধে মাথা রেখে বলে,

– ‘চিন্তা করো না তো, অনেক পথ আছে, আগে ইরফানের কাছ থেকে শুনি সে ইশির সন্ধান কীভাবে পেয়েছিল।’

– ‘তারপর?’

– ‘তারপর সে আগে যেখানে ছিল সেখানেও আমরা যাব।’

– ‘সে যদি সিলেট চলে আসে সেখানে গিয়ে কীভাবে পাব?’

– ‘এতো চিন্তার কিছু নেই, এখন ওদের খুঁজে পাওয়া যাবে।’

– ‘আমার চিন্তা হচ্ছে মানহা। ওর ফোন হঠাৎ বন্ধ হবে কেন? কোনো বিপদে পড়েনি তো?’

‘কিচ্ছু হবে না’ বলে মানহা ওর চুলের দিকে তাকিয়ে ফিক করে হাসে।

মৃদুল রূঢ় গলায় বললো,

– ‘আমার চিন্তা হচ্ছে আর তুমি হাসছো কেন? পাগল না-কি?’

– ‘তোমরা পুরুষ মানুষরা মুখ ভার করে থাকাটাই একটা বিরাট কাজ মনে করো। এখন তুমি সিএনজিতে বসে চিন্তা করলে ইশির বিপদ কি চলে যাবে? না খুঁজে পাবে?’

– ‘তাহলে কী এখন নাচবো আমি?’

– ‘অযথা রেগে যাচ্ছ কেন?’

মৃদুল কিছু না বলে ঘাড় ঘুরিয়ে ম্লান মুখে বাইরের দিকে তাকিয়ে রইল। মানহা ওর থুতনি ধরে টেনে তার দিকে ফিরিয়ে মোবাইলের স্ক্রিন সামনে ধরে বললো,

– ‘লম্বা চুল এরকম লেপটে থাকলে কী বিশ্রী লাগে দেখো।’

‘ও আচ্ছা গেঞ্জি পরার সময় এমন হয়েছে’ বলে মৃদুল হাত দিয়ে চুল ঠিক করতে যাচ্ছিল মানহা হাত ধরে টেনে নামিয়ে মোবাইলটা সিটে রেখে নিজেই চুল ঠিক করে দিয়ে বললো,

– ‘এবার ঠিক আছে।’

মৃদুল সোজা হয়ে বসলো সিটে। মানহা মোবাইল হাতে নিল পুনরায়। আপন মনে বাইরে তাকিয়ে ভাবছে ওর ঘন চুল হওয়ায় ভালোই হয়েছে।
ছেলেদের ঘন চুল মানহার ভীষণ ভালো লাগে। বিরলকেশি তার একদম পছন্দ না। কিন্তু ছোট থেকেই তো মৃদুল ছাড়া কোনো ছেলেকে সে ভাবেনি। যদি মৃদুলের এখন টাক হতো তাহলে কী করতো? মানহা আবার মৃদুলের দিকে তাকিয়ে ওর কেশহীন মস্তক কল্পনা করে মুখে হাত দিয়ে ফিক করে হেঁসে ফেলে, মৃদুল ভ্রু-কুঁচকে তাকায়। মানহা মুখ ফিরিয়ে সিএনজির বাইরে চোখ রাখে।

– ‘এতো হাসির কী হয়েছে?’

মানহা মুখ না ফিরিয়ে আবার হাসতে হাসতে বললো,

– ‘কিছু না।’

– ‘বুঝলাম না মানহা, তোমার হাসি পাচ্ছে কীভাবে? আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি।’

– ‘টেনশন করে কী হবে? ওদেরকে এখন পাওয়া যাবে। এবং ইরফান তোমাকে সাপোর্ট করলে আরও অনেক কিছু সম্ভব।’

– ‘কীভাবে?’

– ‘তোমার এখনই এতো জানতে হবে না। আমার উপর ভরসা করে নিশ্চিন্ত থাকো।’

– ‘তবুও আমার চিন্তা হচ্ছে।’

আচ্ছা দাঁড়াও দু’জনে গান শুনি ভালো লাগবে। মানহা ভ্যানিটিব্যাগ থেকে ইয়ারফোন বের করে ওর কানে গুঁজে দিয়ে নিজের কানেও নিল।

– ‘একটু কাছে আসা যাবে না জনাব?’

মৃদুল কোনো আগ্রহ ছাড়াই ঘনিষ্ঠ হয়ে বসে। এই মুহূর্তে গান শোনার কোনো আগ্রহ নেই তার। মানহা ওর হাত টেনে পিঠের দিকে নিয়ে নিজের কোমরে রেখে রবীন্দ্র সংগীত ছেড়ে ওর কাঁধে মাথা রেখে চোখ বুজে।
মোবাইলে মৃদুস্বরে বাজছে,

“যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা-কেনা, মিটিয়ে দেব লেনা-দেনা
বন্ধ হবে আনাগোনা এই হাটে –
আমায় তখন নাই বা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে….।”
_____চলবে___

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here