addicted_love Part:11

0
1863

#addicted_love
Part:11
Writer: Aarizona Ella
ঝুম বৃষ্টি পরছে ওদিকে কারও খেয়াল নেই।তারা শুধু একে অপরের দিকে অপলক চাহনিতে ব্যাস্ত।
কি হলো চুপ করে আছো কেন?(ইশফাক)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,(এলা)
বলো?খুব তো শুনতে চাচ্ছিলে এতো বৃষ্টির মাঝেও আমার এখানে আসার কারন কি?তবে এখন চুপ করে আছো কেন?(ইশফাক)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,(অবাক হয়ে অপলক তাকিয়ে আছি)।।।
সাহস আছে তোমার? (ইশফাক)
,,,,,দ,দ,দেখেন আপনি চলে যান প্লিজ খুব বেশিই বৃষ্টি হচ্ছে।(আমি)
উনি কাপছে,উনার শরির থর থর করছে,পুরা শরিরের সমস্ত অংশ সাদা রুপ ধারন করছে।লাল ঠোঁট জোড়াও সাদায় পরিনত হচ্ছে।
উনার এই অবস্থা আমার একদম সহ্য হচ্ছে না।উনার শরীর এর অবস্থা খুব বেশি সুবিধের ঠেকছে না।
আপনার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে প্লিজ আপনি চলে যান নাহলে আমাদের ঘরের ভিতরে আসুন প্লিজ।(কান্না জড়িত কন্ঠে)
না যতক্ষন তুমি আমার কথা শুনবে না ততক্ষণ আমি কত্থাও যাবো না।(ইশফাক)
আ,আচ্ছা বলুন কি বলতে চাইছেন আপনি? (রেগে গিয়ে বললাম)
,,,,,,,,,,,,,,,,,,(ইশফাক দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে)
কি হল এখন কিছু বলছেন না কেন?(চিতকার করে)
যেখানে যাই তোমাকেই দেখি।চোখ বন্ধ করলে তোমার চেহারা ভেসে উঠে।এমনকি কাজের মেয়ের মাঝেও অনেকবার আমি তোমার চেহারা দেখেছি।তোমাকে দেখার জন্য এখানে আসা,তুমি আসার অপেক্ষা করা এই সবকিছু যেন আমার অভ্যাসে পরিনত হচ্ছে দিন দিন!!!এইগুলার উত্তর কি তুমি আমায় একটিবার দিতে পারবে?(ইশফাক)।[খুব আবেগ জড়িয়ে আছে তার চোখ দুটো তে]
,,,,,,,,,,,,,,,,,,,,,,,(আমি নিরবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি।কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি)
প্লিজ আমাকে একটিবারের জন্য উত্তর টি দিয়ে দাও।সত্যি আমি চলে যাব।(ইশফাক)
আমাকে চমকে দিয়ে হঠাৎ আচমকা টেনে উনার একদম কাছে নিয়ে গিয়েছেন।
আমি উনার একদম কাছাকাছি চলে এসেছি।উনার নিঃশ্বাস এর শব্দ আমাকে মাতাল করে দিচ্ছে।
এই মেয়ে তুমি কি সত্যিই আমার চোখে তোমার জন্য কিছুই দেখতে পাও না?(ইশফাক)আস্তে আস্তে নরম স্বরে বলছে)।
,,,,,,,,,,,,,,,,,ক,,কি বলছেন এইসব?(ইতস্তত বোধ করে)
উনার এই মায়া ভরা চাহনি আমার হৃদপিন্ড কে ছিন্নভিন্ন করে দিচ্ছে।
এই মেয়ে বলো না তুমি আমার এমন কি হও যে তোমার জন্য আমার মনটা সারাক্ষণ অস্থির হয়ে থাকে?(ইশফাক)।
জানি না আমি।(চোখ নামিয়ে)
সত্যিই কি জানো না নাকি ভান করছো?(ইশফাক)
ন,,,,,না ভান কেন করবো। (উনার দিকে তাকিয়ে মিথ্যা বলা কষ্টকর হয়ে যাচ্ছে আমার জন্য)
আমার দিকে তাকাও।(ইশফাক)
,,,,,,,,,,,,,,,,,,,,,(চোখ নামিয়ে রেখেছি)
এই মেয়ে আমার দিকে তাকাতে বলেছি।নাকি ভয় পাচ্ছো যদি ধরা পরে যাও?(ইশফাক)
কিসের ধরা।এখানে কি কিছু চুরি হয়েছে নাকি যে ধরা পরার ভয় হবে।(চোখ বন্ধ করে বললাম)
সত্যিই কি কিছু চুরি হয় নি?(ইশফাক)আকুতি নিয়ে বললো)
,,,,,,,,,,৷ (শরীর কাপছে আমার)
চুরি তো করেছো।আর তার শাস্তি তো তোমার পেতেই হবে।(ইশফাক)
উনার কথা শুনে কলিজা মোচড় দিয়ে উঠেছে।
কেমন শাস্তি?কিসব বলছেন আপনি!!!? পাগল হয়ে গেছেন নাকি?(আমতা আমতা করে বললাম কথাগুলি)
হুম।শাস্তি আমাকে পাগল করার শাস্তি!!! (ইশফাক)
ক,ক,,,কি বলতে চাচ্ছেন আপনি?(ভয়ে চুপসে গেছি)
আমার কাছে আসতে আসতে আর জায়গা বাকি নেই আসার।উনার নাকের সাথে আমার নাক লাগছে শুধু ঠোঁটে ঠোঁট ছোয়ার বাকি।
উনার ঠোঁট কাপছে আর আমাকে তার দিকে টানছে।
উনি যাথার্থ্য নিজেকে আমার দিকে ঠেলে দিচ্ছে।
ঠোঁট ছোয়া ছোয়া অবস্থা।
যেই উনার ঠোঁট জোড়া আমার ঠোঁটে লাগাবে আমি উনাকে ক্রমশ ধাক্কা দিয়ে সরে এলাম।
সরিয়ে দিতেই মা বাইরে ছাতা নিয়ে দাঁড়িয়ে আমাদের ডাক দিলেন।
কিরে তোমরা এই বৃষ্টির মাঝে বাইরে করছো টা কি ঠান্ডা লেগে যাবে।(মা)
আমি দৌড়ে ঘরের দোয়ারে মায়ের পাশে গিয়ে দাঁড়লাম।
উনিও দৌড়ে মায়ের সামনে এসে দাড়ালেন।
আসসালামু আলাইকুম আন্টি।কেমন আছেন?(ইশফাক)
এতক্ষণ ভালো ছিলাম তোমাদের এই অবস্থা দেখে আর ভালো থাকতে পারছি না।কি সমস্যা হা এভাবে ভিজলে কেন?(রেগে গিয়ে)মা।
আ,আ,,,, আসলে আন্টি একটা কাজে এসেছিলাম এই পাশের এরিয়ায় তো ভাবলাম আপনাদের একটু দেখে যাই!(আমতা আমতা করে)ইশফাক।
আমরা কি বাইরে থাকি?😒(ঝাড়ি দিয়ে)মা
ন,,ন,,,না আসলে উমমমম আপনার মেয়ে একটা বারের জন্য ও আমাকে ভিতরে ডাকলো না।যার ঘর সেই ডাকছে না তো কিভাবে যাই আপ্নিই বলেন?(ইশফাক)এলার দিকে চোখ টিপ মেরে)
,,,,,,,,,,,,,,,,,আমি হা করে চোখ উল্টিয়ে তাকিয়ে আছি উনার দিকে এত্তোবড় ফাটা কিভাবে মারতে পারলেন উনি।)
এই। এই মেয়ে তুই এতো একঘেয়ে কেন রে?একটুও মায়া হলো না তো ছেলেটার জন্য? (রেগে গিয়ে)মা
আল্লাহ!!!!!!!!!😱মা না উনি মিথ্যে বলছে।আমি বলেছিলাম বাসায় আসতে কিন্তু,,,,,,,,,,😖😖
একদম চুপ কর তুই(আমাকে থামিয়ে ধমক দিয়ে)মা।
বাবা বাসায় আসো।(করুন কন্ঠে)মা।
না আন্টি অন্য একদিন আসবে।আজকে গেলে আপনার একঘেয়ে মেয়ে আমাকে ঘর থেকে বের করে দিবে!(বাকা বাকা হেসে)ইশফাক।
,,,,,,,,,,,,,,,,,,,,,,(ইচ্ছা করছে বেডার মাথায় নালার পানি ঢেলে দেই)(দাতে দাত চেপে)
এখনো এতবড় সাহস হয় নি ওর যে তোমাকে আমার সামনে আমার ঘর থেকে বের করে দিবে।আসো বাসায়।(চোখ রাংগিয়ে)মা।
না আন্টি অন্য একদিন আসবো।বৃষ্টিও থেমেছে আর আমিও পুরা ভিজে ঢোল কাক হয়ে গেছি।আজকে যায় আবার আসবো। (ইশফাক)
আসবে তো?(মা)
পাক্কা আন্টি। (ইশফাক)
আচ্ছা তাহলে বাসায় গিয়ে তারাতারি চেঞ্জ করে নিও নাহলে অসুস্থ হয়ে পরবে।(মা)
আচ্ছা আন্টি। আসি।(মুচকি হেসে ইস্ফাক)
,,,,,,,,,,,(আমি তাকিয়ে আছি উনার দিকে)
আসি মিস একঘেয়ে(ইশফাক)
হুহ।(মুখ ভেংচি কেটে)
চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here