#Addicted_love
Part:41
Aarizona Ella
পুরাদিন এদিক ওদিক ছুটছি,,নিজের দেশে ফিরে তো এসেছি কিন্তু এই চেনা শহর টি ও যেনো আজ বড় অচেনা হয়ে গেছে।
চলছি ঠিক কিন্তু রাস্তা খুজে পাচ্ছি না,,কিসের খোজে ছুটছি এদিক ওদিক তা নিজেও বুঝতে পারছি না,,,সেই সন্ধ্যা থেকে হাটছি শরীর নিস্তেজ হয়ে আসছে,,রাত ১২ টা হবে,,পুরা শহর নিরব হয়ে আসছে,,মানুষের আনাগোনা ও কমছে,,।
রাস্তার ধারে পথশিশু গুলো হুমড়ি দিয়ে শুয়ে ঘুমের রাজ্যে পারি জমাচ্ছে,,।
ল্যাম্পপোষ্ট গুলো রাস্তায় আবছা আলো ছড়াচ্ছে,,আর আমি গন্তব্যহীন শহরের বুকে অগচোরে চলছি।।
এলার শক্তি এই বুঝি শেষ হয়ে আসছে,,,হঠাৎ একটি গাড়ির হেডলাইটোর আলো এলার মুখের উপর এসে পড়লো,,,।আর এলা আছড়ে পরলো গাড়ির উপর।।।
চোখ খুলতেই এলা নিজেকে একটি কামরার বেডে আবিষ্কার করলো।।।এসব দেখে এলা ধচমচিয়ে উঠে বস্লো।
এই আমি কোথায়? এদিক ওদিক চোখ বুলাচ্ছি কয়েকজন মহিলা খাটের পাশে দাঁড়িয়ে আছে।।হয়তো কাজের লোক হবে।।
রুম টা ও বেশ আলেশান।।
নির্ঘাত কোন লার্ট গাভার্নার এর বাড়ি এটা এতে কোন সন্দেহ নেই।।
এটা কাদের বাড়ি আমি এখানে কি করছি?আমাকে কে এনেছে এখানে আর আপ্নারা কে?😕😟হতড়ম্ব হয়ে জিজ্ঞেস করছি আর বেড থেকে নামতে নামতে বলছি।
এক্সকিউজ মি মিস৷,,,আপনার শরীর একদম ভালো না,, আপনি এখানেই শুয়ে থাকেন,,।।।(একজন মেয়ে)
কিন্ত আপ্নারা কারা?আর আমাকে এখানে এনেছে কে?
আমরা এই ঘরের পরিদর্শিতা,,,এখানের দেখা শোনার করি আমরা।।(মহিলা)
আমি এখানে কিভাবে এলাম,,কে এনেছে এখানে আমাকে?আমাকে যেতে দিন প্লিজ আমি কিছু করি নি,, 😟😟অসহায়ের মতো করে বল্লাম কথা গুলা।।
স্যার বলেছেন যতক্ষণ উনি না আসেন ততক্ষণ আপনাকে কোথাও যেতে না দেয়ার জন্য।। (মহিলা)
কিন্তু আমি তো আপনাদের স্যার কে চিনিও না😖😔আপ্নারা আমাকে যেতে দিন প্লিজ,আমি কিছু করি নি,,আমাকে বেধে রাখবেন না।।
মিস আমরা আপনাকে বেধে কোথায় রাখলাম,,স্যার তো আপনাকে মানবতার খাতিরে এই বাড়ি তে আশ্রয় দিয়েছেন।আপনি এখানে সম্পুর্ন নিরাপদ,,, স্যার না আসা পর্যন্ত একটু অপেক্ষা করুন।(মহিলা)
কিন্তু আমাকে কিভাবে এখানে আনা হয়েছে?
সেটা আমরা জানি না,স্যার আস্লেই বিস্তারিত জানতে পারবেন।আপনি এই জামা গুলো পরিধান করে ফ্রেশ হয়ে নিন।।ওয়াস্রুম ওদিকে।।আপনার অবস্থা তেমন বেশি ভালো না।(মহিলা)একটা প্যাকেট এগিয়ে দিয়ে।
হুম।।।।।
সবাই রুম ত্যাগ করলো,, আমি ওয়াশ্রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম।।ওয়াস্রুম টা ও বেশ আলেশান।।।
একটা কালো রঙের থ্রি পিস,,,লাল ওড়না আর প্লাজো ছিলো।।।
ওটাই পরিধান করে বেরুলাম ওয়াস্রুম থেকে।।
কিছুই মাথায় ঢুকছে না,কোথায় আছি কার বাড়ি,,কিভাবে এখানে এসেছি।।।উফফফফফফ মাথা পাগল হয়ে যাচ্ছে আমার😭
কে এই স্যার।।😭
ড্রেসিং টেবিলের কাছে এসে চিরুনি দিয়ে চুল আচড়াতে লাগ্লাম।
ড্রেসিং টেবিলটা প্রসাধন সামগ্রী তে পরিপূর্ণ।। রুমের প্রত্যেকটা আসবাবপত্র,, ডিজাইন দেখে মনে হচ্ছে বাড়ির মালিক বেশ সম্পদশালী ব্যক্তি হয়তো ।
বেডের এক কোনায় বসে আছি,,কান্না আসছে আমার খুব।।কি থেকে কি হয়ে গেলো। জীবন আমায় কোথায় এনে পৌছে দিলো।
অঝোরে কান্না করতে শুরু করলাম।ইশফাক কেন আমার সাথে এমন করলো,, আমি কতটা ভালবেসে ছিলাম ইশফাক কে,,আর পরিনামে ইশফাক আমার অনেক জীবনে বড় ঝড় এনে সব কিছু ধ্বংস করে দিয়ে গেলো।
দরজায় কেউ নক করছে।।তারাতাড়ি চোখ মুছে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে দিলাম।
মিস স্যার আপনাকে হল রুমে ডাকছেন।আর দুপুরের খাবার টাও করে যান।(মহিলা)
জ্বী।।।😰😰
রুমের বাইরে যাচ্ছি,খুব ধীর পায়ে হাটছি।।বাড়িটাও বেশ বড় আর খুব সুন্দর।।। কাজের মহিলাটি আমাকে তার সাথে যেতে বললেন।উনাকে লক্ষ করে উনার পিছে পিছে যাচ্ছি।
মহিলা দু তলায় উঠছেন আর আমাকে তার সাথে যেতে বলছেন।
উপরে উঠে একপাশে দাঁড়িয়ে আছি।হল টা বেশ বড় আর খুব সুন্দর।
জানালার পাশে একটি লোক দাঁড়িয়ে আছে দেখতে বেশ সুদর্শন লাগছে,হয়তো তিনি অন্য কিছু ভাবছেন জানালার বাইরে তাকিয়ে।
আমার বুক কাপছে ভয়ে,,আল্লাহ জানেন আজকে আমার কি হয়।।আল্লাহ কিছুই বুঝতে পারছি না।।
চলবে।
IELTS এক্সাম চলছে তাই গতকাল গল্প দিতে পারি নি।রাতে আরেকটা পর্ব দিতে চেষ্টা করবো।ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আর প্লিজ ছোট ছোট করবেন না,পরীক্ষা চলছে,পড়ার ফাকে সময় বের করে এটা লিখেছি।দু:খিত আমি।