#Addicted_love
Part:57(২য় খন্ড)
Aarizona Ella
সাদা চাদরে মোড়ানো দুজন শান্তি সম্পন্ন হয়ে ঘুমাচ্ছে,,,ইশফাকের বুকের মাঝে লেপ্টে আছে এলা,ইশফাক ও এমন ভাবে আকড়ে ধরে আছে এলাকে যেনো একটু ছাড়া পেলে এলা কোথাও চলে যাবে,,ঘুমন্ত অবস্থায় এলার হাত ইশফাক এর মুখে এসে খুব জোরে পড়তেই ইশফাক এর ঘুম ভেঙে গেছে,,ব্যাথা পেয়েছে সে,,এলা গুটিশুটি মেরে ইশফাকের বুকে মাথা গুজে ঘুমিয়ে আছে।এলার অবস্থা দেখে ইশফাক হাসছে,,এলার হাতে আলতো চুমু দিয়ে তাকিয়ে আছে সে এলার ঘুমন্ত চেহারার দিকে,,যেখানে না আছে কোন রাগ না কোন অভিমান,,এলার এই ঘুমন্ত চেহারাটাকেই বেশ ভালবাসে ইশফাক।।
এলার দিকে একনাগার তাকিয়েই আছে ইশফাক,ইশফাক এর এক হাতের বাহুতে এলার মাথা রাখা,অন্য হাতে এলার গালে অতি সযত্নে হাত বুলাচ্ছে আর মুচকি হাসছে ইশফাক।
এলার মাথায় হাল্কা চুমু খেলো সে।
গত রাত টা ছিলো আমার জীবনের সেরা আর সবচাইতে সুন্দরতম রাত,গত রাতের প্রত্যেকটা মুহুর্ত আমার জন্য স্বরনীয় হয়ে থাকবে,,তুমি জানো না এলা আমার জীবনে এসে তুমি আমাকে কি দিয়েছো!!তোমার চেয়ে তোমাকে আমি দ্বিগুন ভালবাসি,,,এলার দিকে তাকিয়ে মনে মনে কথাগুলো ভাবছে ইশফাক।
এলা চোখ খুলে দেখছে ইশফাক তার দিকে তাকিয়ে মুচকি হাসছে।।ইশফাক এর এমন অবস্থা দেখে এলা ভ্যাবাছ্যাকা খেয়ে গেলো।
গুড মর্নিং মাই লাভ,,,, মুচকি হাসলো ইশফাক
চাপা হাসছে এলা,,,
Thanks for the last night babe,,,,এলার কানের পাশে মুখ নিয়ে ফিসফিসিয়ে বললো ইশফাক।
এলার লজ্জায় জান যাই যাই অবস্থা,,এলা চাদর টেনে নিজের মুখ ঢেকে দিলো।ইশফাক হাসছে এলার অবস্থা দেখে,,এলা চাদরের ফাকে এক চোখে উকি দিয়ে ইশফাক কে দেখছে,,ইশফাক এখনও তাকিয়ে আছে এলার দিকে,,এলা আবারও মুখ ঢেকে নিলো,,
ক,,,কি দেখছেন হ্যাঁ?চাদরের ভিতর থেকে বলছে এলা।
আমার বউ এর অবস্থা দেখছি 😂।।(ইশফাক)
আপনি এতো লুইচ্ছা কেন?😣(এলা)
ওমা আমার বউ এর সাথে লুচ্চামি না করে কার সাথে করবো?আমার বউ এর চাঁদের মতো মুখটা একটু দেখি?(ইশফাক)
ইশফায়ায়ায়ায়ায়াক😣লুচু।।আমার দিকে তাকাবেন না,,,(এলা)
তুমি এখন আমার পাশেই আছো একি চাদরের মধ্যে,, আমি চাইলে শুধু চেহারা না অনেক কিছুই দেখতে পারতাম,,কিন্তু হুদাই আমাকে লুচু রুপে রুপান্তরিত করলে যেহেতু আরেকটু লুচুমি করে ফেলা যাক,,
ইশফায়ায়ায়ায়ায়ায়াক,,,,এলা হাসছে,ইশফাক ও এলার সাথে নিজেকে চাদরে মুড়িয়ে নিলো।হয়তো আবারও তারা ভালবাসার চাদরে একে অপরকে জড়িয়ে নিলো।
সকাল ৮ টার এলার্মে হুশ ফিরলো দুজনের,,ইশফাক ৮টা বাজে,,,ছাড়ুন ফ্রেশ হবো,(এলা)
না এখন উঠবো না,,ন্যাকা কান্না করে বলছে ইশফাক।
আমাকে তো যেতে দিন,,😟(এলা)
নায়ায়ায়ায়ায়ায়ায়ায়া,,,(ইশফাক)
ইশফাক কে ধাক্কা দিয়ে উঠতে যাবে এমন সময় এলা নিজেকে খালি গায়ে অনুভব করলো,,🙈🙈🙈
জিব্বাহ্ কামড়ে ধরে চাদর দিয়ে ভালো ভাবে গা ঢেকে নিলো এলা,,ইশফাক হাসছে,,,
আ,,,,আ,,আপনি হাসছেন কেন?😠(এলা)
আমার বউ এর পাগলামি দেখে😂(ইশফাক)
আমি ওয়াশ্রুম যাবো,,(এলা)
তো যাও,,না করেছি কবে?(ইশফাক)
আপনি ওদিকে তাকান,,🙈(এলা)
না তাকালে কি করবে শুনি?বাকা হেসে(ইশফাক)
ইশফাক প্লিজ্জজ্জজ্জজ,,,,😭(এলা)
ওমা সব তো দেখা আবার নতুন করে কি দেখবো?😂(ইশফাক)
ইশফায়ায়ায়ায়ায়ায়াক😡😡😡😡প্লিজ,,ওদিকে তাকান।।(এলা)
আচ্ছা ৩ গুনবো এর মধ্যে যেতে না পারলে কিন্তু আমার দোষ নেই,,( ইশফাক)
লুচ্চু,,(এলা)
আবার কিন্তু লুচুমি শুরু করবো দেখিও?😏(ইশফাক)
না,না,না,এলা গোটা গায়ের সাথে গোটা চাদর পেচিয়ে ভৌ দৌড় দিয়ে ডাইরেক্ট ওয়াশ্রুমে।
ইশফাক স্বজোরে হাসছে,,😂😂😂
লুইচ্চায়ায়ায়ায়ায়ায়া কোথাকার,, এলা ওয়াস্রুম এর ভিতর থেকে চিল্লিয়ে বলছে,,ইশফাক তো হাসতে হাসতে লুটিয়ে পড়ছে।
অফিসের দেরি হয়ে যাচ্ছে যার কারনে ইশফাক কাপড় নিয়ে অন্য রুমের ওয়াশ্রুমে চলে গেছে ফ্রেশ হতে।।
এলা ফ্রেস হয়ে এসে দেখছে রুমে ইশফাক নেই।
যাক বাবা বাঁচা গেলো, নাহলে লজ্জায় শেষ হয়ে যেতাম(এলা)
আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুচ্ছে এলা।রেডী হয়ে নিচে নেমে গেলো সে।
কিচেনে গিয়ে দেখছে আন্টি নাস্তা রেডী করছেন।।
গুড মর্নিং আন্টি😀😊(এলা)
গুড মর্নিং এলা।(আন্টি)
কি রান্না করছেন আন্টি?আমি হেল্প করবো?(এলা)
শেষ প্রায়,,তোমার কষ্টো করা লাগবে না মা,,😊☺,,এ কি তোমার গালে এটা কিসের দাগ? (আন্টি)
ক,,কই?এলা লজ্জায় পড়ে গেলো কি বলবে,,আসলে আন্টি মশা কামড় দিয়েছে হয়তো😫।(এলা)
ওহ আচ্ছা,,আন্টির চোখ এলার গলায় পড়তেই মুচকি হেসে উঠলেন তিনি,,
মশা টা বুঝি একটু বেশিই বড় ছিলো তাই না?😜(আন্টি)
না,,,,,মানে হ্যাঁ😷😷😷(এলা)
তাই তো গলার কামড় টা একটু জোরেই পড়েছে😂😂(আন্টি)
আচ্ছা আন্টি আ,,,আমি একটু আসি😣😣😣(এলা)
এলা ওড়না টা মাথা থেকে গলায় পেচিয়ে নিলো যাতে দাগ গুলো দেখা না যায়
হাসছেন আন্টি,ইশফাক কে নিচে নামতে দেখে চুপ হয়ে গেলেন তিনি।
কি হলো জান তুমি এতো আনইজি ফিল করছো কেন?(ইশফাক)
কই কিছু না,,,(এলা)
আচ্ছা জলদি খেতে বসো অফিসের লেট হয়ে যাচ্ছে,,(ইশফাক)
আমার খেতে ইচ্ছে করছে না এখন😞(এলা)
তাহলে কি আমি না খেয়ে চলে যাবো?(ইশফাক)
এলা ইশফাক এর দিকে আড়চোখে তাকিয়ে আছে।
আসো বাবু প্লিজ,,,(ইশফাক)
ইশফাক এর কথা শুনে এলাও খেতে বসেছে।
আন্টি বাবাকে দেখছি না যে?(ইশফাক)
একটা মিটিং ছিলো তাই নাস্তা করে সকালেই বেরিয়ে গেছেন(আন্টি)
ওহ আচ্ছা,,(ইশফাক)
নাস্তা সেড়ে ইশফাক বেরিয়ে গেলো আবার পেছনে এসে এলার কপালে চুমু দিলো।
take care jaan,,ঘর থেকে কোথাও যাবে না,আমি না আসা পর্যন্ত।(ইশফাক)
হুম,,মুচকি হেসে জওয়াব দিলো এলা।ইশফাক এলার গালে হাত বুলিয়ে চলে গেল।
চলবে।