তুমিময়_নেশায়_আসক্ত 🖤 #পর্ব- ২৯

0
368

#তুমিময়_নেশায়_আসক্ত 🖤
#পর্ব- ২৯
#Jannatul_ferdosi_rimi (লেখিকা)
দাম্ভিকতা নিয়ে গাড়ি থেকে বেড়িয়ে পড়লো অয়ন। সঙ্গে সঙ্গে সকল দেহরক্ষী ভয়ে অয়নের সামনে এসে দাঁড়ালো। অয়ন তার পকেটে থাকা মেশিং গানটি বের করে, সাদেকের কপাল বরাবর ঠেকালো। সাদেক ভয়ে ঝিমিয়ে নীচে তাকালো। মৃত্যু নামক অজানা ভয়ে তার শরীরটা কেমন দুলে উঠলো। ঠোট ভিজিয়ে ভয়ার্থ গলায় অয়নের পা ধরে বললো,

‘ ভাই! ক্ষমা করুন আমাকে। বিশ্বাস করুন ভাই। আমি যদি থাকতাম তাহলে আমানকে নিয়ে পালিয়ে যেতে পারতো না। ‘
অয়ন সাদেককে বুক বরাবর লাত্থি দিয়ে মাটিতে ফেলো। মাথায় একপ্রকার রক্তচড়ে যাচ্ছে তার। আজ তারই লোকদের বেপরোয়া কাজের জন্যে
পায়েল এবং আমান দুজনেই অয়নের হাত থেকে পালিয়েছে। যাদের অয়ন নিজ হাতে শাস্তি দিতে চেয়েছিলো। অয়ন যখন রিমিকে নিয়ে চৌধুরী বাড়িতে ঢুকছিলো, তখনি অয়নের ফোনে মেসেজ আসে, আমান পালিয়েছে। কথাটি শুনে যতটা বেশি রাগ হয়েছিলো অয়ন তার থেকেও বেশি অবাক হয়েছিলো যখন সে জানতে পারে মেঘ আমানকে নিয়ে পালিয়েছিলো। মেঘের এমন অদ্ভদ সাহসীকতায় অয়ন হেসেছিলো। বিড়বিড় করে বললো,

‘ নিজের বিপদ নিজে ডেকে আনলো। স্টুপিড মেয়ে একটা। ‘

মেঘের কথা মস্তিষ্কে এসে নাড়া দিয়ে প্রবলভাবে নাড়া দিয়ে উঠতেই, অয়ন সাদেককে উঠিয়ে, সাদেকের কপাল চেপে ধরে দাঁতে দাঁতে চেপে বলে,

‘ আমি ওদের চাই! যেকোন মূল্যেই আমি ওদের চাই।
একদম সুস্হ চাই। ওরা আমার থেকে আমার রিমিপরীকে কেড়ে নিতে চেয়েছিলো, তাই ওদের আমি নিজ হাতে মারবো। ‘

[লেখিকাঃ জান্নাতুল ফেরদৌসি রিমি]

সাদেক দ্রুত মাথা নাড়ায়। অয়ন সাদেককে ছেড়ে দেয়। একজন কালো পোষাক পরিহিত লোক এসে খবর দেয় মেঘ আপাতত আমানকে নিয়ে হসপিটালে রয়েছে। কথাটি অয়নের কানে আসা মাত্রই অয়ন পুনরায় তার গাড়িতে গিয়ে বসে পড়ে। সাদেক ও অয়নের কাছে এসে বলে,

‘ ভাই! আমরা কি তাহলে হসপিটালের দিকে যাবো?’,

‘ উহু! আমরা আজকে হসপিটালের দিকে যাবো
না।’

অয়নের কথায় বেশ চমকে উঠলো সাদেক। যাকে বলে বেশ বড়ভাবে। সাদেক মুখের ভাবভঙ্গি দেখে,অয়ন গাড়ির সিটে হেলান দিয়ে বসে বলে,

‘ অয়ন চৌধুরীর বোন হয়ে অয়ন চৌধুরীর সাথেই গেম খেলতে চাইছে মেঘ। যাক গে যত ইচ্ছে খেলুক।
বাচ্চ মানুষ তো। আমিও দেখবো বাচ্চা কতদূর গেম খেলতে পারে। ‘

অয়নের কথায় কিছু বুঝে উঠার আগেই, অয়ন গাড়ি ঘুড়ালো। সাদেক দ্রুত সরে গেলো। অয়ন অজানা গন্তব্যের দিকে রওনা হলো।

________

রিমির প্রশ্নে ফারহান তার হাতের ব্লেজার টা গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে, বাগানের দিকে অগ্রোসর হলো। রিমিও ফারহানের পিছনে যেতে লাগলো। তার মনে আজ সব প্রশ্নগুলো উঁকি দিচ্ছে, যার উত্তর তাকে পেতেই হবে। ফারহান বাগানের একটি টেবিলের পাশে থাকা চেয়ারে বসে পড়লো। রিমিকেও চোখের ইশারায় বসতে বললো। ফারহান টেবিল থেকে চায়ের কাপ নিয়ে তাতে চাপ ঢালতে ঢালতে বললো,

‘ চা খাবে তো জান্নাত? চা খেতে খেতে না হয় সব শুনবে। ‘

রিমি চারপাশের দিকে একপলক তাকালো। দেহরক্ষীগুলো আপাতত নেই, কিন্তু তবুও ভয় করছে রিমির। অয়নকে খুব ভালো করেই চিনে সে। যদি জানতে পারে রিমি ফারহানের সাথে একান্তে কথা বলেছে, তাহলে লন্কাকান্ড বাধিয়ে ছাড়বে। রিমি ফোস করে নিঃশ্বাস নিলো। অতঃপর কাচুমাচু হয়ে বললো,

‘ কেউ দেখে ফেললে উল্টা পাল্টা ভাবতে পারে। ফারহান ভাইয়া আপনি যদি তাড়াতাড়ি বলতেন তাহলে ভালো হবে। আপনি তো চিনেন আপনার ভাইকে। ‘

ফারহান চায়ের কাপে চুমুক দিলো। অতীতের কালো অধ্যায়ে পুনরায় স্মৃতিচরণ করলো। অতঃপর ধীর কন্ঠে বললো,

‘ আমরা যখন পালিয়ে বিয়ে করে আসি তখন গ্রেন্ডমা মানে রুহানা চৌধুরী সম্মান রক্ষার্থে আমাদের বিয়েটা মেনে নেয় কিন্তু মনে মনে তিনি বেশ ক্ষিপ্ত ছিলেন। সুমাইয়া বাড়িতে আসার পর থেকেই, সুমাইয়াকে তিনি নানাভাবেই অপমান করতেন। সবসময় ছোট করতে চাইছেন। সুমাইয়াও সবসময় সহ্য করতো। দিনের পর দিন যত যাচ্ছিলো সুমাইয়ার উপর টর্চার যেন বেড়েই চলছিলো আমি অনেকবার সুমাইয়াকে প্রটেস্ট করতাম কিন্তু আমি তো অফিসে থাকতাম। তাই সবসময় সুমাইয়ার পাশে থাকতে পারতাম না। তখন অয়নও ডাক্তারি পড়াশোনা খুব ব্যস্ত ছিলো বিধায় কম্পানির সব দায়িত্ব আমার কাঁধেই ছিলো। সারাদিন অফিস করে, সুমাইয়াকে তেমন একটা সময়ও দিতে পারতাম না। বুঝতে পারছিলাম সুমাইয়া এবং আমার মাঝে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং সুমাইয়া ভিতরে ভিতরে একপ্রকার গুমড়ে মরছে। একদিন সকালে উঠেই দেখি সুমাইয়া কাউকে না বলেই গাড়ি নিয়ে কোথায় যেন একটা বেড়িয়ে গিয়েছিলো। হঠাৎ করে একটা হসপিটাল থেকে ফোন আসে সুমাইয়াকে নাকি হসপিটালে ভর্তি করানো হয়েছে। সুমাইয়ার এক্সিডেন্ট হয়েছে। সুমাইয়ার অবস্হা ছিলো গুরুত্বর। আমিও বুঝতে পারছিলাম সুমাইয়ার এক্সিডেন্ট টা স্বাভাবিক ছিলো না। কেউ ইচ্ছে করে তা করিয়েছে। কেননা পুলিশের তথ্যমেত সুমাইয়ার গাড়ির ব্রেকফেল করানো হয়েছিলো
তাইতো চিকিৎসক দিয়ে সুমাইয়াকে মৃত্যু ঘোষনা করি। আমি জানতাম যারা সুমাইয়াকে মারতে চেয়েছিলো,তারা নিশ্চই সুমাইয়া বেঁচে আছে জানলে সুমাইয়াকে পুনরায় মারতে চাইবে। ‘

‘ কিন্তু কারা মারতে চেয়েছিলো আপুকে? কিবা
কারণ থাকতে পারে? ‘

‘ সেইটা তো সুমাইয়া সুস্হ হলেই আমরা জানতে পারবো।’

ফারহানের কথায় রিমি মাথা নিচু করে সায় দেয়। নিজের কাছেই নিজেকে ছোট মনে হচ্ছে তার। সে ভেবেছিলো তার বোনের হত্যাকারী স্বয়ং ফারহান।তাইতো চৌধুরী বাড়িতে এসে ফারহানের বিরুদ্ধে সমস্ত প্রমান-তথ্য জোগাড় করতে এসেছিলো রিমি। ফারহান তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে,

‘ আমি বুঝতে পারছি তোমার মনের অবস্হাটা জান্নাত। সুমাইয়ার মেসেজে তুমি আমাকে ভুল বুঝেছিলে। একটা কথা কী জানো? গ্রেন্ডমা সবসময় নিজের সিদ্বান্ত সবার উপর চাপিয়ে দিতে চেয়েছিলেন। তাইতো আজ আমার সুমাইয়া আমার থেকে এতোটা দূরে। আমার ইচ্ছে করে এই বাড়িটা ছেড়ে চলে যেতে কিন্তু বাবা-মায়ের স্মৃতি রয়েছে এই বাড়িতে। তাই কষ্ট করে হলেও থাকতে হয়। ‘

রিমি ফারহানের পানে তাকিয়ে দেখে ফারহানের নেত্রকোণে স্পষ্ট জল বিদ্যমান। তার কষ্টগুলো যেন সে চাইলেও প্রকাশ করতে পারছে না। ফারহান চলে যেতে গিয়েও, কিছু একটা ভেবে থেমে যায়। অতঃপর রিমির কাছে এসে বলে,

‘ আমার ভাইটাকে পারলে একটু ভালোবেসে দেখো।
আমার ভাইটা মানুষটা খারাপ নয়। আজ পরিস্হিতির চাপে অয়ন এমন এগ্রোসিভ হয়ে উঠেছে।আমার ভাইয়াটা কিন্তু এমন ছিলো না। ‘

ফারহান কথাটি বলেই স্হান ত্যাগ করলো। রিমি মাথায় হাত দিয়ে ফারহানের কথাটি ভাবতে লাগলো।

________________

আমানকে সবেমাত্র মেঘ হসপিটালে এন ভর্তি করিয়েছে। আমান অজ্ঞান অবস্হায় কেবিনে শুয়ে আছে। মেঘ বাইরে পাইচারি করে যাচ্ছে অনবরত বাইরে। ড্রাইভার মেঘের দিকে এগিয়ে এসে চিন্তিত সুরে বলে,

‘ মেঘ মা! তোমার তো এখন বাসায় যেতে হবে নাহলে কিন্তু বাসায় সবাই চিন্তা করবে। রুজা ম্যাম আমাকে বার বার ফোন করছে। ‘

মেঘ কেবিনে শুয়ে থাকা অসুস্হ আমানকে একপলক দেখে নিলো। বলিষ্ট দেহটা কেমন নিতিয়ে পড়েছে তার। ফর্সা মুখশ্রীতে আঘাতের দাগটি স্পষ্ট।
মেঘের বুকটা ধক করে উঠলো। যেতে ইচ্ছে করলো না। মনে হলো সে চলে গেলেই মানুষটার সাথে তার আর দেখা হবেনা। মেঘ চলে গিয়েও থেমে গেলো। আমানের কেবিনের দিকে এগিয়ে গেলো। বিড়বির করে আওরাতে লাগলো,

‘ আপনি নামক এক বিষাদ অসুখে আমার ভিতরটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। আপনার নামে আমার মামলা করা উচিৎ। ‘

_____________

রাত গভীরতা সময়ের সাথে বেড়ে চলেছে। রাতের আকাশের মেঘ একে অপরের সাথে অভিমান করে নিজেদের থেকে দূরে সরে গিয়ে, চাঁদকে আগমন করে তাদের জায়গায় বসে, গোটা পৃথিবীকে আলোকিত করার জন্যে। চাঁদ মামাও চুপটি করে এসে তাদের আগমনে তার মনোরম আলোতে পৃথিবীকে আলোকিত করে তুলে।
সময়ের সাথে সাথে বেড়ে চলেছে রিমির ভিতরের অস্হিরতা। অয়ন এসেছে প্রায় অনেক্ষন হয়েছে কিন্তু অয়নের দেখা নেই। অয়ন বাড়িতে এলেই সর্বোপ্রথম রিমিকে এসে জড়িয়ে ধরে কিন্তু আজ এলো না। রিমির মনের অজান্তেই অয়নের প্রতি ক্ষীন্ন
অভিমান এসে জমাট বাঁধে।

_________

অয়ন তার রুমের পাশে থাকা বেয়ারের ক্লাবে ওয়াইনের গ্লাস হাতে নিয়ে, কিছু একটা ভেবে চলেছে। ঢগঢগ করে পান করে তার পছন্দের জামুন ওয়াইনের বোতলটি। অতঃপর টেবিলে সজোড়ে বারি বোতলটি ভেঙ্গে ফেলে। বিকট শব্দ তৈরি হয় মুহুর্তেই। অয়ন উঠে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে। তার মনে এক অদ্ভুদ ভয় এসে হানা দিচ্ছে। মনে হচ্ছে কেউ তার থেকে তার রিমিপরীরকে কেড়ে নিবে। কথাটি মস্তিষ্কে এসে প্রখরভাবে হানা দিতেই, অয়ন দ্রুত পায়ে রিমির ঘরের দিকে রওনা দেয়। রিমি জানালার দিকে আনমনে তাকিয়ে ছিলো। ঘন কালো চুলগুলো কোমড় ছুইছুই করছে তার। রিমির মুখস্রীতে এসে চাঁদের কিরণ এসে রিমির মুখস্রীতে অন্যরকম উজ্জ্বলতা নিয়ে এসেছে। অয়ন রিমির ঘরের সামনে এসে একপ্রকার থমকে দাঁড়ালো। তার রিমিপরীকে আজ অন্যদিনের তুলনায় অন্যরকম লাগছে। একদম অন্যান্য এক মায়াবতীর ন্যায়। অয়ন এগোলে সামনের দিকে। ঘরে অন্ধকার বিদ্যমান। শুধুমাত্র চন্দ্রের আলো এসে ঘরটাকে আলোকিত করে তুলেছে। অয়ন রিমির সামনে এসে রিমির গালে হাত রাখে। অয়নের হস্তের শীতল স্পর্শ পেয়ে রিমি আখিজোড়া বন্ধ করে ফেলে। অয়ন রিমির কানের কাছে ফিসফিস করে বলে,

‘ সৌন্দর্যের ব্যাখা আমার কাছে নেই কিন্তু আমার কাছে সৌন্দর্য মানেই তুমি রিমিপরী।’

______চলবে……কী?

লেখিকাঃ জান্নাতুল ফেরদৌসি রিমি
[ আশা করি ফারহান এবং রিমির অতীত সবার কাছে ক্লিয়ার। কেমন হয়েছে জানাবেন কিন্তু]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here