Ex গার্লফ্রেন্ড যখন বাড়িওয়ালী
পর্ব,,,০৩
লেখক,,, junior
তাই সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম,,, আমি আর নিশিতা এয়ারপোর্ট এর উদ্দেশ্য,,,,
এয়ারপোর্টে গিয়ে,,, অনেকক্ষণ বসে থাকলাম,,, কিন্তু এখনো ম্যাডামের আসার নাম নেই,,, খুব বিরক্ত লাগছিল,,,
আর কতক্ষন এভাবে বসে থাকবো নিশিতা,,,, কখন আসবে তোমার বোন,,,আমি
আসবে ভাইয়া একটু ওয়েট করেন,,,,নিশিতা,(নিশিতার সাথে এখন ভালো সম্পর্ক হয়ে গেছে,, তাই এখন আমাকে ভাইয়া বলেই ডাকে,,,)
আচ্ছা দেখি আর কিছুক্ষণ,,,,, এভাবে আরো 10 মিনিট অপেক্ষা করলাম,,,,
কিছুক্ষণ পর সেই অপেক্ষার অবসান ঘটলো,,, মানে যার জন্য অপেক্ষা করছিলাম,,, সে আসতেছে,,,, একটু পর আমাদের কাছে আসলো,,, চোখে সানগ্লাস পড়ে ছিল,,, দেখতে ভালোই সুন্দর লাগছিল,,,, নিশিতা ওর আপুকে দেখে এগিয়ে গেল,,,, পেছনে পেছনে আমিও গেলাম,,,
তারপর দুই বোন মিলে অনেকক্ষণ কথা বলল,,,, আজ 5 বছর পর দেশে আসছে,,,, কতই না ভালোবাসা জমে আছে বোনের প্রতি,,,, আমি অন্যদিক হয়ে,,, অন্য মানুষের ব্যস্ততা দেখছিলাম,,, সবাই নিজের কাজে ব্যস্ত,,,,
কিছুক্ষণ পর নিশিতা আমাকে ডাক দিলো,,,,
ভাইয়া এই দিকে আসেন,,, ওখানে কি করেন,,,, নিশিতা
তারপর ওদের কাছে গেলাম,,,,,
নাহহ,,, এমনি দাঁড়িয়ে ছিলাম,,, তোমরা কথা বলছিলা দেখে,,,, আমি
আচ্ছা আমার আপুর সাথে পরিচয় করিয়ে দেই আপনাকে,,,,, নিশিতা
দেখলাম ম্যাডাম কার সাথে যেন কথা বলছিলো,,, নিশিতা ডাক দেওয়ায় ফোনটা কেটে আমার কাছে আসলো,,,, তখন আমি বললাম,,
হায়,,, আমি রাশে,এ,এএএ,,, আর কিছু বলতে যাব,,,, তার আগেই মুখ থেকে কথা বের হচ্ছে না,,,, হবেই বা কি করে,,,, এটা তো অনিতা,,, মানে আমার এক্স গার্লফ্রেন্ড,,,,,
দেখলাম অনিতা ও আমাকে দেখে,,, কেমন যেন চমকে গেছে,,, হয়তো সেও ভাবেনি এমনটা হবে,,,,,,
তারপর নিজেকে কন্ট্রোল করে ফেললাম,,,, না হলে নিশিতা বুঝে যাবে,,,,, আবার বললাম,,,
আমি রাশেদ,,,, আমি (খুব ভয়ে ছিলাম,,,, কি জানি না বলে ফেলে,,, নিশিতা ও আছে,,,, কিন্তু কিছু বলল না,,,,
আমি অনিতা,,,, আপনাকে তো চিনলাম না,,,, অনিতা
আসলে,,,আমি আপনাদের,, বাড়ি,,,ইইই ,,,,, সব কিছু বলার আগেই অনিতা বলে উঠলো,,,
কি হলো তোতলাচ্ছেন কেন,,,, অনিতা
তখন নিশিতা বলে উঠলো,,,
আরে আপু,,, রাশেদ ভাই আমার টিচার,,,, আমাদের বাড়িতে থেকে পড়ায় আমাকে,,, খুব ভালো,,, নিশিতা
তারপর কিছুক্ষণ অনিতা আমার দিকে কেমন জানি করে তাকিয়ে ছিল,,, মনে হচ্ছে এখনি খেয়ে ফেলবে,,,,
তারপর আমি নিজেই বললাম,,,
নিশিতা এখন যাওয়া যাক,,, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে,,,, তাছাড়া আমার একটা কাজ আছে,,,, আমি (মিথ্যা বললাম,,, না হলে সমস্যা হতে পারে,,,আরো,,,,)
রাস্তায় আমি আর কোন কথা বললাম না,,, ওরা দুইজন অনেক গল্পগুজব করলো,,,, হাসাহাসি করলো,,, আমি শুধু দেখছিলাম অনিতা কে,,, খুব ভালবাসতাম ওকে,,, কিন্তু পরিস্থিতির কারণে,,, ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম,,,, অনিতা ও আমাকে কয়েকবার দেখছিল,,,,
তারপর বাড়িতে চলে আসলাম,,,, অনিতা কে দেখে,,, আঙ্কেল আন্টি অনেক খুশি হলো,,, দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলো,,,,
কেমন আছিস মা,,, আসতে কোন প্রব্লেম হয়নি,,,, আঙ্কেল
ভালো আছি,,, কিন্তু তোমরা আমাকে আনতে গেলে না কেন,,,, খুব রাগ হয়েছিল কিন্তু,,, অনিতা
আমার একটা কাজ করে গেছিলো মা,,, আর বাড়িতে কেউ ছিল না,,, তাই তোর মা ও যেতে পারেনি,,, কেন রাস্তায় কি কোন সমস্যা হয়েছিল নাকি,,, রাশেদকে তো পাঠিয়েছিলাম,,,, আঙ্কেল
না কোন সমস্যা হয়নি,,, আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি,,, পরে কথা হবে,,, খুব ক্লান্ত লাগছে,,, অনিতা
তারপর আমিও নিজের রুমে চলে আসলাম,,,, কি করব ভেবে পাচ্ছি না,,, শেষে কিনা,,, এক্স গার্লফ্রেন্ডের বাড়িতে থাকতে হচ্ছে,,, অনিতার যা ভাব দেখলাম,,, মনে হয় খুব রেগে আছে আমার উপর,,,, রেগে থাকারই কথা,,, অনেক ভালবাসতো মেয়েটা আমাকে,,, আমি ওকে ধোঁকা দিয়েছিলাম,,, কারণ আমারও যে কোন রাস্তা ছিল না,,,, যাইহোক অনিতা কে সব খুলে বলতে হবে,,,
তারপর ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়লাম,,,, নামাজ পড়ে মনটা অনেক হাল্কা লাগছিল,,,,
একটু পর ছাদে গেলাম,,, এখন প্রায় প্রতিদিনই যাই,, আমি আর নিশিতা,,,
কিন্তু আজ ছাদে গিয়ে দেখলাম,,, অনিতা দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে,,,, আমাকে দেখে কথা বলা বন্ধ করে দিলো,,, আমি তার দিকে এগিয়ে গেলাম,,,
কেমন আছো অনি,,,, আমি (আমি আদর করে অনিতা কে অনি বলে ডাকতাম,,,,)
আমার কথা শুনে,,, অনিতা কিছু বলল না,,, নিচে চলে গেল,,, অনেকবার ডাকলাম কিন্তু কিছুই শুনলো না,,,
খুব খারাপ লাগছে,, তাই মন খারাপ করে দাঁড়িয়েছিলাম,,,,,
কিছুক্ষণ পর নিশিতা আসলো,,,,,
কি ব্যাপার ভাইয়া,, একা একা দাঁড়িয়ে আছেন যে,,, নিশিতা
এমনিতে দাঁড়িয়ে আছি,,, ভালো লাগছে,,, আমি
কেন ভাইয়া,,, কি হয়েছে,,, প্রেমে ট্রেমে পড়লেন নাকি আবার,,,, নিশিতা
আরে নাহ,,, কি বলো এসব,,,, সব সময় শুধু এসব বিষয় নিয়েই থাকো না,,,, আমি
তো কি করব,,,,ভাই,,,, এসবই তো চলতেছে এখন,,,, নিশিতা
হুম সেটাই তো,,, আচ্ছা নিশিতা,,, তোমার আপুর কি বিয়ে হয়ে গেছে,,, আমি
নাহহ,,, কি বলেন এসব,,, কেবল পড়াশোনা শেষ করলো,,, তবে আপু বিদেশ এমনি যায়নি,,, আমরা জোর করে পাঠিয়ে দিয়েছিলাম,,,, নিশিতা
কেন,,, কি হয়েছিল,,,, আমি
আর বলেন না ভাই,,, আপু এক ছেলেকে খুব ভালোবাসতো,,, কিন্তু ছেলেটা খারাপ ছিল,, আপুকে ধোঁকা দিয়ে চলে গেছিলো,,, আপু তখন একবারে ভেঙে পড়েছিল,,,, তাই আব্বু বাদ দাও বিদেশ পাঠিয়ে দিয়েছিল,,, যাতে এসব ভুলে থাকতে পারে,,, নিশিতা
ওহহহ,,,, কি বলছ,,,,, ছেলেটাকে চেনো তুমি,,,, আমি
না ভাইয়া,,, তবে চিনলে,,, ছোট হয়েও চড় মারতাম,,,, মেয়েদের মন নিয়ে খেলা করে,,, সেই থেকে,,, আমি ও কাউকে ভালোবাসি নি,,, যদি আপুর মতো হয়,,,, নিশিতা
আচ্ছা বাদ দাও,,,, নিচে যাই চলো,,,,, আমি
তারপর আমি আর নীশিতা নিচে চলে আসলাম,,,, রুমে গিয়ে নামাজ পড়লাম,,, আজ নিজেকে খুব অপরাধী লাগছিল,,,, সত্যিই অনেক খারাপ করেছিলাম,, আনিতার সাথে,,,,
তারপর কিছুক্ষণ শুয়ে থাকলাম,,, খুব মাথাব্যথা করছিল,,,,,
কিছুক্ষণ পর নিশিতা ডাকতে এলো খাওয়ার জন্য,,,
খাওয়ার টেবিলে গিয়ে দেখলাম, অনিতা ও বসে আছে,,, আমার দিকে একবার তাকাল,,,,
তারপর খাওয়া শুরু করলাম,,,
আচ্ছা মা,,, পড়া তো শেষ,,,, এখন কি করবি,, আঙ্কেল অনিতা কে উদ্দেশ্য করে বলল,,,
হুম,,, কাল থেকে তোমার অফিসে জয়েন করবো,,, আগে নিজের পায়ে দাঁড়াবো,,,, অনিতা
নিজের পায়ে কী দাঁড়াবি মা,,, তোর তো বয়স তো অনেক হচ্ছে,, তার চেয়ে ভালো এখন বিয়েটা করে নে,,,,, আঙ্কেল
না বাবা,,, আগে নিজে প্রতিষ্ঠিত হব তারপর বিয়ে করব,,,, অনিতা
আচ্ছা যেটা তোর ইচ্ছা,,,, তাহলে কাল থেকে,,, অফিসে যয়েন করছিস,,, আঙ্কেল
হুম,,, কাল থেকে জয়েন করবো,,,, অনিতা
আচ্ছা তোকে তো পরিচয় করে দেয়া হয়নি,,,, ও হচ্ছে রাশেদ,,, আমাদের বাড়িতেই থাকে,,, খুব ভালো ছেলে,,, অফিসের প্রায় সব কাজই ওই করে এখন,,,, অনেক দায়িত্ববান,,, আমাকে দেখিয়ে আঙ্কেল কথাগুলো বললো,,,,
হুম ,, শুনেছি নিশিতার কাছে,,,, অনিতা
আচ্ছা কাল তাহলে তুই আর রাশেদ একসাথে অফিসে যাস,,,, আমার একটু আগে যেতে হবে,,,, আঙ্কেল
ঠিক আছে আব্বু,,, অনিতা
তারপর খাওয়া শেষ করে রুমে আসলাম,,,, কিভাবে অনিতার কাছে ক্ষমা চাওয়া যায় সেটাই ভাবতে ছিলাম,,,, হঠাৎ খেয়াল করলাম,,, অনেক তার রুম তো আমার পাশে ই,, ওর, রুমে গিয়ে ক্ষমা চেয়ে আসি,,, যেই ভাবা সেই কাজ,,,
চলে গেলাম অনিতার রুমে,,, দেখলাম ফোন টিপতেছ,, আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল,,,আর এগিয়ে আসলো আমার দিকে,,,,,
চলবে,,,
ভালো লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন,,
ধন্যবাদ সবাইকে,,,