ভালোবাসার অনুভূতি – পর্ব ৩৩

0
841

#ভালোবাসার_অনুভূতি
#লেখিকা‌ঃ_আরভি_আহিয়াদ_তিহু
#পর্ব_33

আহান কি বলছে তাতে মেঘের কিচ্ছু গেলো আসলো না।ও আহানের কথা কানেই তুললো না।ও আরো জোড়ে ছুটতে লাগলো।আহান মেঘকে আরো জোড়ে ছুটতে দেখে ওর মাথাটা গরম হয়ে গেলো।ও আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারলো না।ওর হাতে থাকা গানটা মেঘ যেদিকে ছুটে যাচ্ছে সেদিকে পয়েন্ট করে সোজা টির্গারে চাপ দিলো।সাথে সাথে গুলিটা গিয়ে একদম মেঘের সামনে থাকা একটা ফুলের টবে লাগলো।গুলি লেগে ফুলের টব টা ভেঙে টুকরো টুকরো হয়ে পোড়া মাটির টুকরো গুলো আশে পাশে ছড়িয়ে পড়লো।মেঘ এমনিতেই আগে থেকে ভীষন ভয় পেয়ে ছিলো,তার উপর আহানের এমন হঠাৎ গুলি চালানোতে ও আর সহ‍্য করতে পারলো না।গুলির শব্দে ভয়ে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেলো।মেঘকে পড়ে যেতে দেখে আহান দৌড়ে মেঘের কাছে এসে, গান টা কোমরে গুজে মেঘকে পাজ-কোল করে তুলে নিয়ে বাসার দিকে হাটা দিলো।

আহান আগে থেকেই জানতো এমন কিছু একটাই হবে।কারন মেঘ অতিরিক্ত ভয় পেলে সেন্সলেস হয়ে যায়। বিশেষ করে রক্ত, মারামারি,অতিরিক্ত সাউন্ড এইসব ও একদমই সহ‍্য করতে পারে না।তাই আহান মেঘকে থামানোর জন‍্য ইচ্ছে করেই ফুলের টব টার উপরে গুলিটা ছুড়েছে। আর যাহ ভেবেছিলো তাই হয়েছে, মেঘ গুলির শব্দে অতিরিক্ত ভয় পেয়ে সেন্সলেস হয়ে গেছে।
_______________________

সন্ধ‍্যা 5:35

নবীন বরনের অনুষ্ঠান প্রায় শেষের দিকে।আস্তে আস্তে সবার পার্ফরমেন্স শেষ হয়ে গেছে।এখন শুধু বাকি আছে অনুষ্ঠানের মূল আর্কষন কাপল ডান্স।মাগরিবের আযান দিতেই সবাই আরেকটা ছোট্ট ব্রেক নিয়ে নামাজ পড়ে আসলো।নামাজ পড়ে এসে সবাই আবার আগের মতো নিজেদের জায়গায় বসে পড়লো।তবে এখন দুপুরের থেকে চারপাশ টা আরো বেশি সুন্দর লাগছে।চারপাশে বিভিন্ন রঙের লাইট জ্বলছে।লাইটিং এর আলোতে সবার চোখ ধাধিয়ে উঠছে।ষ্ট্রেজ থেকে শুরু করে সবার বসার জায়গা পুরো এড়িয়া এতোটাই সুন্দর করে লাইটিং এবং ডেকারেশন করেছে যে সবাই পলকহীন ভাবে সেটা তাকিয়ে তাকিয়ে দেখছে।

দিশা আর রিজা ষ্টেজে উঠে গিয়ে কাপল ডান্সের এনাউন্সমেন্ট করে দিলো সাথে ডান্সের নিয়ম গুলোও বলে দিলো।নিয়মগুলো হচ্ছে প্রথম একটা সং প্লে করা হবে তাতে সবাইকে তাদের কাপলদের সাথে ষ্টেপ বাই ষ্টেপ ডান্স করতে হবে।ডান্সের মাঝখানে সবাই নিজেদের পার্টনারকে বারবার একে অপরের সাথে চেইঞ্জ করতে থাকবে।গান চলা অবস্থায় যে কাপর ষ্টেপ ভুলে যাবে বা ডান্স থামিয়ে দিবে অথবা এ‍্যাক্সিডেন্টলি নিচে পড়ে যাবে,তারা কমপিটিশন থেকে বাদ হয়ে যাবে।এভাবে একটা একটা করে কাপল বাদ পরবে আর নতুন করে সং প্লে হতে থাকবে।সবাইকে এক টানা ততোক্ষন ডান্স করতে হবে যতোক্ষন না পযর্ন্ত একজোড়া উইনার সিলেক্ট করা যায়।সবার লাষ্টে যে কাপল জোড়া থাকবে তারাই এই কমপিটিশনের উইনারের ট্রফি পাবে।

এনাউন্সমেন্ট করে দিশা আর রিজা ষ্ট্রেজ থেকে নিচে নেমে আসলো।ওরা ষ্টেজের এক সাইডে এসে দাড়ালো।দুজনের চোখে মুখেই ষ্পষ্ট ক্লান্তির ছাপ।রিজা চোখ মুখ কুচকে এক হাত কোমরে দিয়ে ক্লান্ত স্বরে দিশাকে উদ্দ‍্যেশ‍্য করে বললো

“ইয়ার আজকে আমি শেষ।দাড়িয়ে দাড়িয়ে উপস্থাপনা করতে করতে আমার কোমরের নাট বল্টু ঢিলা হয়ে গেছে।খুব খিদে পেয়েছে,,মাথা ব‍্যাথ‍্যা করছে,,গলা শুকিয়ে গেছে,,পা ব‍্যাথ‍্যা করছে,,হিজাবের মধ‍্যে ঘামে ভিজে গেছে,,চোখের মধ‍্যে জ্বলছে,,হাতের,,,,,,”

রিজাকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে দিশা দাতে দাত চেপে বললো

“হুম বুঝতে পারছি তুই খুবই অসুস্থ।আর তোর একমাএ ঔষধ হচ্ছে আমার ভাই।তুই এখন তার সাথে দেখা করতে যেতে চাস।তোর ওই বাবু সোনা এসে তোকে জাদু টোনা করবে আর তুই একদম ঠিক হয়ে যাবি।যাহ বইন আমার চোখের সামনে থেকে তুই এক্ষুনি যাহ।তাড়াতাড়ি ভাগ এখান থেকে।আবার বলা তো যায় না,তুই আরেকটু টাইম এখানে থাকলে হয়তো তোর হার্ট ষ্টোক,ব্রেন ষ্টোক সব এক সাথেও হতে পারে।”

দিশার কথায় রিজা খুশীতে গদগদ হয়ে দিশার গাল টেনে দিয়ে বললো

“তুই কওো ভালো দিশু।এইজন‍্যই তো আমি তোকে এতো ভালোবাসি।তোকে কিছু বলার আগেই কি সুন্দর তুই সব কিছু বুঝে যাস।লাভ ইউ মাই সুইট,কিউট ননদীনি।”

দিশা ক্ষেপে গিয়ে বললো

“ওই পাম ওয়েলের ফ‍্যাক্টরি,,আমাকে একদম পাম দিতে আসবি না।সর আমার চোখের সামনে থেকে।নাটক বাজ মেয়ে একটা।”

রিজা কাচুমাচু করে ইনোসেন্ট বাচ্চাদের মতো মুখটা বানিয়ে বললো

“এতো রেগে যাচ্ছিস কেনো জানু?তোকে তখন রেষ্টুরেন্টে অভি ভাইয়া বিরক্ত করেছে,,আমি না।তাহলে তুই শুধু শুধু ভাইয়ার রাগ এখন আমার উপর ঝারছিস?আমার কি দোষ?আমি কি করেছি?”

দিশা ধমক দিয়ে বললো

“তুই কিচ্ছু করিসনি, সব দোষ আমার।আমার ওদের সাথে রেষ্টুরেন্টে যাওয়াটাই ভুল হয়েছে।আর ওই ছেলের নাম আমার সামনে একদম নিবি না।ওকে তো আমি দেখে নিবো।আমার পিছনে লাগার ফল ও হারে হারে টের পাবে।ওকে যদি আমি পাগলা গারদের পেসেন্ট না বানিয়েছি তো আমার নামও দিশা নয়।বেয়াদপ ছেলে একটা।আপাততো তুই আমার সামনে থেকে ফোট।”

রিজা যেতে যেতে মিনমিনে স্বরে বললো

“দেখিস ওনাকে পাগলা গারদের পেসেন্ট বানাতে গিয়ে,তুই নিজে আবার সেখানের পেসেন্ট হয়ে যাসনা।”

রিজার কথা শুনে দিশা রাগি চোখে ওর দিকে তাকালো।দিশাকে এভাবে তাকাতে দেখে রিজা জোড় পূর্বক একটা ক‍্যাবলা কান্ত মার্কা হাসি দিয়ে শাড়ির কুচি ধরে দিলো এক দৌড়।আর দিশা ওর যাওয়ার দিক কিছুক্ষন তাকিয়ে থেকে ঠোট ফুলিয়ে দাড়িয়ে রইলো।

কিছুক্ষনের মধ‍্যেই একে একে সব কাপলরা এসে ষ্টেজে উঠলো।মোট বারো জোড়া জুটি।এদের মধ‍্যে সাড়িকা,সাঈফা,আহির, মিহিরও আছে।তবে ওদের চারজনের পার্টনারই আলাদা।আহির,মিহিরের সাথে ওদের ক্লাসের দুইটা মেয়ে।আর সাড়িকা, সাঈফার সাথে মেঘদের ক্লাসের দুইটা ছেলে।ষ্টুডেন্টরা সবাই নিজেদের পজিশন নিতেই গান বেজে উঠলো।গানের সাথে সাথে সবাই ষ্টেপ বাই ষ্টেপ মিলিয়ে ডান্স করতে লাগলো।প্রথম গানেই দুই জোড়া জুটি ডান্স ডান্স করতে করতে পার্টনার চেইঞ্জ করতে গিয়ে তাদের মেয়ে পার্টনার দুজন এক জনের সাথে আরেকজন থাক্কা খেয়ে ধপাস করে পড়ে গেলো।ওরা পড়ে যেতেই গান ষ্টপ করে দেওয়া হলো।গান ষ্টপ হতেই ওই দুই জোড়া জুটি ষ্টেজ থেকে নেমে গেলো।ওরা নামতেই আবার নতুন করে আরেকটা গান ষ্টার্ড করা হলো।সবাই আবার সেই গানের সাথে ডান্স করতে লাগলো।

আহির ডান্স করছে ঠিকই বাট ওর সেদিকে কোনো মনোযোগ নেই।ও তীক্ষ্ম চোখে সাড়িকার দিকে তাকিয়ে আছে।সাড়িকা ছেলেদের সাথে এতোটা ক্লোজ হয়ে ডান্স করছে সেটা দেখেই ওর রাগে গা জ্বলে যাচ্ছে।ইচ্ছে করছে সাড়িকাকে ধরে একটা আছাড় মারতে।কিন্তু ও এখানে কোনো সিন ক্রিয়েট করতে চায় না বলে নিজের রাগটাকে যথা সম্ভব সংযতো করে রাখলো।

পার্টনার চেইঞ্জ করতে করতে এক পর্যায়ে সাড়িকা এসে আহিরের সাথে পড়লো।আহির সাড়িকার দিকে তীক্ষ্ম চোখে তাকিয়ে ওর সাথে ডান্স করতে লাগলো।সাড়িকার আহিরের সাথে ডান্স করতে কেনো যেনো খুব অস্বস্তি লাগছে।কারন এক তো আহির তীক্ষ্ম চোখে এক ধ‍্যানে শুধু ওর দিকেই তাকিয়ে আছে,,আর তার উপর ডান্সের সময় বারবার ওকে ডিপলি টাচ করছে।যেটা আহির এর আগে কখনো করেনি।

ছোট বেলা থেকেই আহির আর সাড়িকা একে অপরকে একদমই সহ‍্য করতে পারতো না।আজ অবদি ওদের যখনই দেখা হয়েছে তখনই শুধু ঝগরা লেগেছে।শুধু ঝগরা না ওরা দুজন মারামারিতেও বেশ পারোদর্শি।ওরা ঝগরা করতে করতে এক পর্যায়ে সেটাকে থাপ্পর, লাথি, কিল, ঘুসি পযর্ন্ত টেনে নিয়ে যায়।আর ওদের কেউ থামাতে আসলে তাদেরও মধ‍্যে থেকে মার খেতে হয়।

সাড়িকার চোখে মুখে স্পষ্ট বিরক্তির ভাব ফুটে উঠেছে।ও ডান্সের মধ‍্যে বারবার আহিরের থেকে দূরে সরার চেষ্টা করছে।কিন্তু আহিরের শক্তির সাথে পেরে উঠছে না।আহির সাড়িকার দিকে রাগি চোখে তাকিয়ে দাতে দাত চেপে আস্তে করে বললো

“এতোক্ষন তো এতোগুলো ছেলের সাথে খুব হেসে হেসে ডান্স করছিলি?এখন মুখটা প‍্যাচ‍্যার মতো করে রেখেছিস কেনো?”

সাড়িকা রাগি স্বরে বললো

“কারন ওরা তোমার মতো আমাকে বাজে ভাবে স্পর্শ করেনি?”

সাড়িকার এই টুকু কথায় আহীরের রাগটা দ্বীগুন বেড়ে গেলো।ও সাড়িকা কে টান দিয়ে নিজের আরো কাছে এনে শক্ত কন্ঠে জিঙ্গেস করলো

“ও আচ্ছা ওরা তোকে ভালোভাবে স্পর্শ করেছে আর আমি তোকে বাজে ভাবে স্পর্শ করছি?তাহলে বল ওরা তোকে কোন কোন জায়গায়,কিভাবে কিভাবে স্পর্শ করেছে আমিও তোকে সেভাবেই স্পর্শ করবো।”

আহিরের কথা শুনে রাগে সাড়িকার শরীর রি রি করে উঠলো।ও আহিরের চোখে চোখ রেখে বললো

“মুখ সামলে কথা বলো ভাইয়া।কি বলতে চাইছো তুমি?”

“কি বলতে চাইছি বুঝতে পারছিস না?এতোক্ষন যে ওই ছেলে গুলোর সাথে ঢলাঢলি করছিলিস সেটা খুব ভালো লেগেছিলো তাইনা? বাইরের ছেলেদের শরীরের সাথে লেপ্টে থাকতে খুব ভালো লাগে।আর আমি কাছে আসলেই অসহ‍্য লাগে?”

আহীরের কথায় সাড়িকার শরীর ঘিনঘিন করে উঠলো।মানুষ কতোটা নিচু মনের হলে কারো বিষয়ে এই ধরনের মন্তব্য করতে পারে।সাড়িকা আহীরের কাছ থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বললো

“যেমন তুমি তেমন তোমার জগন‍্য চিন্তা ভাবনা।আমি কার সাথে ঢলাঢলি করবো,আর কার সাথে গিয়ে লেপ্টে থাকবো সেটা একান্তই আমার ব‍্যাপ‍্যার,তুমি বলার কে? ভবিষ্যতে আমার ব‍্যাপ‍্যারে এমন ফালতু কমেন্ট করতে আসলে, হাতের পাচটা আঙুলের দাগ সব তোমার গালে বসিয়ে দিবো।ছাড়ো আমাকে!তোমার মতো কোনো ফালতু মাইন্ডের লোকের সাথে ডান্স তো দুরে থাক,তোমার আশে পাশেও আসতে চাই না।”

সাঈফার কথা শুনে আহির তীক্ষ্ম চোখে ওর দিকে তাকিয়ে থেকে নিজের হাতটা আলগা করে নিলো।সাড়িকা আহিরের থেকে একটু সরে এসে যখনই পার্টনার চেইঞ্জ করার জন‍্য পা বাড়াবে তখনই আহির সাড়িকা কে ল‍্যাং মারলো।হঠাৎ নাচের মধ‍্যে এভাবে ল‍্যাং মারায় সাড়িকা নিজের ব‍্যালেঞ্চ ঠিক রাখতে না পেরে হুমরি খেয়ে উপুর হয়ে পড়ে গেলো।সাড়িকা এভাবে পড়ে যাওয়ায় সামনে যারা দর্শকরা ছিলো তারা সবাই বসা থেকে দাড়িয়ে গেলো।গানটা বন্ধ হয়ে গেলো।সব কাপলরা নাচ থামিয়ে দাড়িয়ে গেলো।চারপাশে লোকজনের হইচই পড়ে গেলো।আহীর প‍্যান্টের পকেটে দুহাত গুজে ঠোটের কোনে একটা বাকা হাসি ঝুলিয়ে সাড়িকার দিকে তাকিয়ে আছে।

সাড়িকা নিজের মাথাটা একটু উঠিয়ে সামনের দিকে তাকালো।দেখলো দর্শকের সাড়িতে বসে থাকা সবাই ওর দিকে তাকিয়ে আছে।কেউ কেউ তো আবার মুখ টিপে টিপে হাসছে,,অনেকে ভিডিও করছে।সবার সামনে এভাবে লজ্জায় পড়তে হবে সেটা ও স্বপ্নেও ভাবতে পারেনি। লজ্জায় সাড়িকার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো।ও নিজের মাথাটা নামিয়ে আবার উপুর হয় কাদতে থাকলো।সাড়িকা এখান থেকে এই মুহূর্তে উঠতে চাইছে না।ওর মনে হচ্ছে এখান থেকে উঠলেই সবাই ওর চোখের সামনে ওকে নিয়ে ঠাট্টা করবে, টন্ট করবে,বাজে কথা বলবে।যেগুলো ও একটুও সহ‍্য করতে পারবে না।

সাড়িকা কে উঠতে না দেখে সাঈফা আর মিহির দৌড়ে এসে ওকে টেনে তুললো।অভি দিশা ওরাও দৌড়ে ষ্টেজের উপরে চলে আসলো।সাড়িকা দ্রুত গিয়ে দিশাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেদে উঠলো।

সাড়িকা কে কাদতে দেখে সাঈফাও কেদে দিলো।সাঈফা ভেবেছে সাড়িকা হয়তো পড়ে গিয়ে ব‍্যাথ‍্যা পয়েছে তাই এভাবে কাদছে।দুইজন এমনিতে সব সময় এটা ওটা নিয়ে ঝগরা ঝাটি করলেও,,একজন আরেক জনের কষ্ট একদম সহ‍্য করতে পারে না।

অভি রাগি চোখে আহিরের দিকে তাকিয়ে আছে।কারন আর কেউ না দেখলেও অভি ভালো করেই দেখেছে সাড়িকা কে ল‍্যাং টা আহিরই মেরে ছিলো।আহির অভির চাহনি কে উপেক্ষা করে একটা হু কেয়ারস ভাব নিয়ে ষ্টেজ থেকে নেমে চলে গেলো।অভি আহিরের যাওয়ার দিকে তাকিয়ে মুখ থেকে বিরক্তিকর একটা চ শব্দ উচ্চারণ করলো।

দিশা বারবার সাড়িকা কে প্রশ্ন করছে ওর কোথাও লেগেছে কিনা?পড়ে গিয়ে কোথাও ব‍্যাথ‍্যা পেয়েছে কিনা?কিন্তু সাড়িকা শুধু কেদেই যাচ্ছে কোনো প্রশ্নেরই উওর দিচ্ছে না।দিশা,অভি,মিহির,সাঈফা মিলে অনেক বুঝানোর পরও কোনো কাজ হলো না।ওরা যতো বোঝাচ্ছে সাড়িকা ততো দিশা কে জড়িয়ে ধরে কেদে যাচ্ছে।অভি আর কোনো উপায় না পেয়ে প্রিন্সিপালের কাছে বিদায় নিয়ে দিশা, সাড়িকা আর সাঈফা কে নিয়ে চলে গেলো।প্রিন্সিপাল স‍্যার অনেক বার সাঈফা থাকতে বলেছিলেন।ডান্স টা কমপ্লিট করে তারপর যেতে বলেছিলেন কিন্তু সাঈফা ডান্স করার মতো অবস্থাই নেই।বোনকে কাদতে দেখে নিজেও কাদতে কাদতে হেচকি উঠিয়ে ফেলেছে।ডান্স করবে কি, ঠিক মতো কথাই বলতে পারছে না।

সাঈফা চলে যেতেই টির্চারেরা মহা বিপদে পড়ে গেলো।এতোক্ষন সাঈফা এতোক্ষন যে ছেলেটার সাথে নাচছিলো সেই ছেলেটা এখন পার্টনার ছাড়া হয়ে গেলো।ওকে ওনারা বাদও দিতে পারবেন না।কারন এতে ছেলেটার উপরে অন‍্যায় করা হবে আর তাছাড়া রুলসও ব্রেক হবে।ওনারা এই সব নিয়ে ষ্ট্রেজের এক পাশে দাড়িয়ে আলোচনাই করছিলেন তখনই মিহির এসে জানায় ও ডান্স থেকে কুয়াইট করতে চায়।কথাটা বলেই মিহির কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ওখান থেকে হনহন করে চলে গেলো।যাওয়ার আগে ষ্ট্রেজের উপর দাড়িয়ে সব ষ্টুডেন্ট দের দিকে তাকিয়ে বললো

“যারা যারা সাড়িকার পড়ে যাওয়ার ভিডিও টা ক‍্যাপচার করেছো,,তারা সবাই ভালো বাচ্চাদের মতো ভিডিওটা ডিলেট করে দাও। নাহলে ওই ভিডিও টা যদি বাইরে কোনো ভাবে লীক হয়ে যায় তাহলে যার কাছ থেকে লীক হবে তাকে দিনের বেলা আকাশের চাদ দেখিয়ে আনবো।গট ইট?”

কথাটা বলেই মিহির ষ্টেজ থেকে নেমে চলে গেলো।সব ষ্টুডেন্টদের ভয় পাওয়ানোর জন‍্য মিহিরের এইটুকু কথাই যঠেষ্ট ছিলো।সবাই দ্রুত নিজের ফোন বের করে ভিডিওটা ডিলেট করতে লাগলো।প্রিন্সিপাল স‍্যার সব ষ্টুডেন্টদের এমন ভয়ার্ত চেহারার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলেন।যদিও ভার্ষিটিতে কাউকে এভাবে হুমকি দেওয়া অন‍্যায়।তবুও ওনি মিহিরের কাজে খুব খুশী হয়েছেন।কারন কোনো মেয়ের সম্মান বাচানোর জন‍্য এই টুকু অন‍্যায় মেনে নেওয়াই যায়।মিহির এইটুকু অন‍্যায় না করলে হয়তো কালকে এই ভিডিওটা সবার নিউজফিডে ঘুড়ঘুড় করতো।একেক জন একেকটা ফানি ক‍্যাপশন দিয়ে ভিডিওটা শেয়ার করতো।সবার কাছে ভিডিওটা খুব মজার হলেও মেয়েটার জন‍্য চরম অপমানের একটা বিষয় হতো।সবাই মিলে মেয়েটাকে নিয়ে হাসাহাসি করতো।আর মেয়েটা হয়তো সেসব সহ‍্য করতে না পেরে ঘড় থেকে বের হওয়াই ছেড়ে দিতো,কিংবা ডিপ্রেশনে চলে যেতো।
_________________________

একটা গোডাউনের মধ‍্যে হাত পা বাধা অবস্থায় নিচে মাটিতে পড়ে আছে সৃষ্টি।পা থেকে রক্ত বের হয়ে পুরো ফ্লোরটা রক্তে ভিজে গেছে।ওর চোখ খুলে তাকানোর শক্তিটা অবদি পাচ্ছে না।শরীর থেকে একটানা এতো ঘন্টা রক্ত বের হতে হতে সারা শরীর অলমোষ্ট পেপার হোয়াইট হয়ে গেছে।মুখ থেকে বারবার ঘোঙানির আওয়াজ বের করছে।হঠাৎ কেউ এসে ওর মুখে বরফ মিশানো ঠান্ডা পানি ছুড়ে মারলো।বরফের শক্ত টুকরো গুলো ওর শরীরে পড়তেই ও ব‍্যাথ‍্যায় মৃদু চিৎকার দিয়ে উঠলো।জোড় পূর্বক চোখ খুলে একটু সামনে তাকাতেই আহানের ভয়ংকর রাগি মুখটা চোখের সামনে দেখতে পেলো।আহানকে দেখেই ওর ভয়ে কলিজার পানি শূকিয়ে গেলো।হাত পা থরথর করে কাপতে লাগলো।আহান দুজন লেডি গার্ড কে চোখ দিয়ে কিছু ইশারা করতেই মেয়ে দুটো গিয়ে সৃষ্টির কাছে গেলো,,তাদের মধ‍্যে একজন মেয়ে গিয়ে সৃষ্টির চুল ধরে টেনে শোয়া থেকে উঠিয়ে বসালো।একজন ছেলে গার্ড গিয়ে আহানের জন‍্য একটা চেয়ার নিয়ে আসলো।আহান চেয়ারটার উপরে বসে হাতে থাকা গানটা চোখের সামনে ঘুড়াতে ঘুড়াতে শান্ত স্বরে সৃষ্টিকে উদ্দ‍্যেশ‍্য করে বললো

“আচ্ছা আজকে কেনো এতো বড় বোকামি টা করতে গেলি বলতো?খুব কি দরকার ছিলো এইরকম গাধার মতো কাজটা করার?সেদিন যা করেছিস সেটা নাহয় না জেনে করেছিস।সেজন‍্য তোকে আমি তোর প্রাপ‍্য শাস্তি দিয়ে আজকে এমনিতেই ছেড়ে দিতে চেয়ে ছিলাম।কিন্তু তুই আজকে কি করলি?সব জেনে বুঝেও এতো বড় একটা ভুল করলি?তাও আবার তার সাথে,যে মেয়েটা নিজে তোকে বাচাতে চেয়েছিলো।একবারও নিজের বিবেকে বাধলো না?এক বারও মনে হলো না ওইটুকু পিচ্চি একটা মেয়ে নিজের কথা না ভেবে তোকে বাচাতে গিয়েছিলো। আর তুই কি করলি, নিজেকে বাচাতে ওই মেয়েটারই রক্ত ঝরালি?”

সৃষ্টি অসফুট স্বরে বললো

“আমার খুব বড় ভুল হয়ে গেছে স‍্যার। আমাকে মাফ করে দিন প্লিজ।”

সৃষ্টির কথা শুনে আহানের এতোক্ষনের চেপে থাকা রাগটা বাইরে বেরিয়ে এলো।আহান সৃষ্টির পায়ের যে জায়গাটায় গুলি লেগেছিলো সেই জায়গাটা নিজের পা দিয়ে চেপে ধরলো।ওর পায়ে কেডস পড়া ছিলো।চেপে ধরার সাথে সাথে সেই জায়গা থেকে গলগল করে রক্ত পড়তে লাগলো।সৃষ্টি ব‍্যাথ‍্যায় ঘড় কাপিয়ে জোড়ে চিৎকার দিলো।ওর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে।আহান চেচিয়ে বললো

“কি বললি, তুই ভুল করেছিস?তোকে মাফ করে দেবো?তুই যেটা করেছিস সেটা ভুল নয় অন‍্যায়।মস্ত বড় অন‍্যায় করেছিস তুই।আমার যেই রূপটা আমি সব সময় আমার মেঘ পড়ির থেকে লুকিয়ে রেখেছি,তোর জন‍্য আজকে ও সেটা দেখে ফেলেছে।ও আমাকে ভুল বুঝেছে।আমার থেকে ভয় পেয়ে পালাচ্ছে।তুই জানিস, ওকে যদি আবার আগের মতো নরমাল করতে হয় তাহলে ওর কাছে আমাকে আরো কতো গুলো মিথ‍্যা কথা বলতে হবে?কতো ভালো মানুষির নাটক করতে হবে!এই সব কিছু হয়েছে তোর জন‍্য ।শুধু মাএ তোর জন‍্য আমার পরীটা এতোক্ষন ধরে অঙ্গান হয়ে পড়ে আছে আছে।”

কথাগুলো বলেই আহান হাতে থাকা পিস্তল টা দিয়ে সৃষ্টির অপর পায়ে পরপর দুটো গুলি করলো।সৃষ্টি এইবার আগের বারের থেকেও আরো জোড়ে চিৎকার দিলো।হাউমাউ করে কাদতে লাগলো বারবার আহানের কাছে মাফ চাইতে লাগলো।সৃষ্টির এতোটা চিৎকার,আর্তনাদ আহানের কান অবদিই পৌছালো না।আহান চেয়ার থেকে দাড়িয়ে সৃষ্টির কাছে গিয়ে ওর সামনে হাটু গেরে বসে হাতে থাকা গান টা সৃষ্টির কপালে ঠেকিয়ে বললো

“চারটা বছর ধরে ওই মেয়েটাকে একটু কাছে পাওয়ার জন‍্য কুড়ে কুড়ে মরেছি।এই চারটা বছর ওর থেকে দূরে থেকেও সব সময় আড়াল থেকে ওকে প্রটেক্ট করে গেছি।ওর অগোচরে ওর পিছনে সব সময় গার্ড লাগিয়ে রেখেছি,যাতে ওর গায়ে কেউ একটা ফুলের টোকাও না দিতে পারে।এতো দূরে থেকেও ওর প্রত‍্যেকটা সেকেন্ডের খবর আমি রেখেছি।আর যারা যারা ওকে কষ্ট দিয়েছে তাদের সবাইকে টিকিট কেটে সোজা উপরে পাঠিয়ে দিয়েছি।জানিস ওর একফোটা চোখের পানি অবদি আমি সহ‍্য করতে পারি না।আমার দম বন্ধ হয়ে আসে।আর তুই সেই মেয়েটার শরীর থেকে রক্ত ঝরালি?ওকে এতোটা যন্ত্রণা দিলি?তোকে কিভাবে মাফ করে দেই বলতো?”

কথা গুলো বলেই আহান সৃষ্টির দিকে তাকিয়ে একটা বাকা হাসি দিয়ে সৃষ্টির কপালে পরপর চারটা গুলি করে দিলো।শুট করার সাথে সাথে সৃষ্টির নীথর দেহটা মাটিতে লুটিয়ে পড়লো।আহান বসা থেকে দাড়িয়ে গান টা ফ্লোরে ছুড়ে মেরে সৃষ্টির ডেড বডিটার দিকে তাকিয়ে মনে মনে বললো

তোমাকে যারা যারা কষ্ট দিয়েছে তাদের সবাইকে আমি এইভাবেই শাস্তি দিবো মেঘ পড়ি।সেটা বাইরের লোকেরা হোক কিংবা তোমার পরিবারের লোকেরা।তোমার আপন জনেরা যারা তোমার সাথে অন‍্যায় করেছে তাদের কাউকে আমি ছাড়বো না।ওরা আর তোমাকে হার্ট করার সুযোগ পাবে না।অবশ‍্য ওরা যেটা তোমার সাথে করেছিলো,,সেটা হয়তো আমার বোকামির জন‍্যই করার চান্স পেয়েছিলো।যদি ছয় বছর আগে আমি একটা বারের জন‍্যও তোমার খোজ নেওয়ার চেষ্টা করতাম।তাহলে হয়তো ওরা তোমার সাথে ওই অন‍্যায় গুলো করার সুযোগই পেতো না।সব দোষ আমার।কেনো সেদিন অভি আর হিয়ানের কথা গুলো শুনলাম না।

আহান নিজের মনে কথা গুলো ভেবেই রাগে চেয়ারের উপরে একটা লাওি মারলো।সাথে সাথে চেয়ারটা কাৎ হয়ে পড়ে গেলো।আহান গার্ডদের দিকে তাকিয়ে রাগি স্বরে বললো

“এই ডাষ্টবিন টাকে নিয়ে জঙ্গলে ফেলে দিয়ে এসো।ওর শরীরটা শেয়াল কুকুরে ছিড়ে ছিড়ে খেয়ে নিক।ওর মতো সার্থপর মেয়েকে সুন্দর ভাবে দাফন করার কোনো প্রয়োজন নেই।”

কথাটা বলেই আহান হনহন করে ওখান থেকে বেরিয়ে গেলো।

চলবে,,,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here