এক তুমিতে আসক্ত – পর্ব ২১

0
421

#এক_তুমিতে_আসক্ত
#পার্টঃ২১
#Writer:#মারশিয়া_জাহান_মেঘ

১৪২.

অর্ষা দৌড়ে নিজের রুমে এসে বুকে এক হাত দিয়ে জোরে জোরে নিশ্বাস গ্রহণ ও ত্যাগ করছে। প্রিয়ন্তি ভ্রু কুচঁকে বললো, ‘কিরে কুত্তা কামড় টানড় দেওয়ার জন্য তাড়া করেছে নাকি?

‘কুত্তা না বাঘ বল বাঘ।

‘কিই বলিস! আমাদের বাড়িতে বাঘ আসবে কোথা থেকে?

‘ওমা তোর ভাই থাকতে অন্য কোনো বাঘের দরকার হয় নাকি?

‘কিই আমার ভাই বাঘ? দুই কোমড়ে হাত গুজে রেগে কথাটা বললো প্রিয়ন্তি। পর মুহুর্তেই আড়চোখে অর্ষার দিকে তাকিয়ে একটু ভাব নিয়ে বললো,

‘ওহ আমার ভাই বুঝি তোকে কামড় দিয়েছে?

প্রিয়ন্তির কথা শুনে চোখ বড় বড় করে ফেলে অর্ষা। প্রিয়ন্তি পুনরায় বললো,

‘তা কোথায় কামড় দিয়েছেরে? ঠোঁটে?

অর্ষাকে আর ধরে রাখে কে.. নিতে থাকে প্রিয়ন্তির পিছু। আর প্রিয়ন্তি দৌঁড়াতে থাকে।

১৪৩.

মনিশা চৌধুরী রান্না করছিলেন। অর্ষা আর প্রিয়ন্তিকে দৌঁড়াতে দেখে বিরক্ত নিয়ে বললো,

‘তোরা দুইটা কি থামবি? এইভাবে দৌঁড়াচ্ছিস কেনো?

অর্ষা ক্লান্ত হয়ে সোফায় বসে আর প্রিয়ন্তিও। অর্ষা প্রিয়ন্তির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললো,

‘খালামনি তোমার মেয়েটা ভীষণ পাজি হয়ে গেছে ওকে তাড়াতাড়ি বিয়ে দাও।

‘প্রিয় তোকে কি করলোরে মা?

‘খা… অর্ষা কিছু বলতে যাবে তার আগেই বাসার কলিংবেল বেজে উঠে।

‘খালামনি আমি দেখছি কে এসেছে।

অর্ষা দরজা খুলতেই দেখলো তাইফা। চোখের চশমাটা ঠিক করতে করতে বললো,

‘আস আসলে…একটু চিনি দরকার ছিলো। হবে?

‘আরে আপু। আসো আসো ভেতরে আসো। অর্ষা তাইফাকে ভেতরে নিয়ে যেতেই প্রিয়ন্তি খুশিতে লাফিয়ে বললো, ‘আরে আপু বসো এইখানে। মনিশা চৌধুরী আদুরে কন্ঠে বললো,

‘মা বাটি টা দাও আমি চিনি নিয়ে আসছি তোমরা বসে গল্প করো।

‘না না আন্টি। আমি বসবোনা রান্না করা এখনো বাকি। প্রিয়ন্তি এই কথা শুনে বলে,

‘আরে আপু তোমার রান্না করা লাগবেনা। আজ দুপুরবেলা তুমি না হয় আমাদের সাথেই লাঞ্চটা করে নিও।

‘হে হে আপু প্রিয় ঠিকি বলেছে। আমাদের সাথে না হয় খাবার খেয়ে নিও।

‘ না না অর্ষা এ কি করে হয়? আর তাছাড়া আমি আজকেই বিল্ডিংয়ে উঠেছিতো তাই গুছিয়ে উঠতে পারিনি। এর জন্যই চিনি টা.

‘ওমা এইসব কেমন কথা মা? তুমিতো আমার অর্ষা আর প্রিয়র মতোই। রান্নাঘর থেকে বের হতে হতে কথাটা বললেন মনিশা চৌধুরী।

‘না মানে আন্টি..

‘ওরা যেহেতু এতো করে বলছে আজ না হয় লাঞ্চটা আমাদের এইখানেই সেরে ফেলো।

‘হুম আপু খালামনিতো ঠিকি বলছে এইখানেই খেয়ে নিও প্লিজ।

‘ঠিক আছে অর্ষা আজ না হয় তোমাদের এইখানেই খাবো।

প্রিয়ন্তি খুশি হয়ে জড়িয়ে ধরে তাইফাকে।

১৪৪.

প্রান্তিক সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখে তাইফাকে নিয়ে আড্ডায় মেতেছে অর্ষা আর প্রিয়ন্তি। আর রান্নাঘর থেকে মনিশা চৌধুরীও তালে তাল মিলাচ্ছে। প্রান্তিক একটু কাশি দিয়ে গলাটা ঝেড়ে বললো,

‘কি করা হচ্ছে সবার? তাইফা প্রান্তিক কে দেখে আগের ন্যায় চুপই আছে। অর্ষা বলে,

‘দেখছেন ইতো তাইফা আপুর সাথে আড্ডা দিচ্ছি।

‘বুঝলাম। তবে তোমরা কি বুঝছোনা? যে পাশে থাকা ব্যাক্তিটি তোমাকের ফাটা বাঁশের কন্ঠে এতো গদগদ শুনে বিরক্ত হচ্ছে। মিনমিনিয়ে হেসে প্রান্তিক কথাটা বলাতে প্রিয়ন্তি নাক ফুলিয়ে তাইফাকে বললো,

‘আপু তোমার বিরক্ত লাগছে?

‘ না না আমার ভালোই লাগছে।

‘তাইফা মিথ্যে বলো কেনো তোমার বিরক্ত লাগছে ওদেরকে বলো।

‘না ভাইয়া আমার ভালো লাগছে। একা থাকার থেকে অনেক ভালো এই দুইটা মিষ্টি মেয়ের বকবক।

অর্ষা আর প্রিয়ন্তির মুখে বিজয়ের হাসি। আর প্রান্তিকও মিনমিনিয়ে হেসে বলে,

‘অর্ষা প্রিয়ন্তি অংক করে রাখবি তোরা। আমি এসে দেখবো।

‘ভাইয়া তুমি কোথাও যাচ্ছো?

‘হুম অফিসে।

‘সে কিরে না খেয়েই চলে যাবি? কিছু খেয়ে যা।

‘না আম্মু। আমি গেলাম লেইট হয়ে যাচ্ছে। এইটা বলেই প্রান্তিক চোখের সানগ্লাসটা পড়ে বেরিয়ে পড়লো। সুট এর সাথে ঘড়ি, সানগ্লাস সব মিলিয়ে প্রান্তিক অফিসের জন্য ফুলশিপ পারফেক্ট।

প্রিয়ন্তি কাঁদো কাঁদো ফেইস নিয়ে বলল,

‘ওফ আবার অংক?

১৪৩.

আব্বা আমি হেগোরে ছারমুনা। আগে ওই মাইয়া কই আছে হেইডা কও।

‘বাজান তুই এইহানো ব’। কেমনে পলাইছোস বাজান?

‘আব্বা আস্তে কও। কেউ হুনলে পুলিশ জাইনা যাইবো। সাহিল কই?

‘ভাই তুমি কখন আইছো? সারা গ্রাম ছইড়া গেছে। তুমি জেল থেইকা পালাইয়া গেছো।

‘অর্ষা ম** কই হেইডা ক আমারে।

‘ভাই শুনছি এই মাইয়া ওর খালার বাসায় থাকে।

‘ঠিকানা জানোস?

‘না ভাই। তবে ঢাকা শহরেই থাকে। হঠাৎ সাহিল পুলিশের গাড়ির আওয়াজ শুনে বলে,

‘ভাই পুলিশ আইতাছে পালাও। এইটা শুনেই সাহিলের ভাই সোহেল চাঁদর মুড়ি দিয়ে পিছনের দরজা দিয়ে তড়িগড়ি করে ভেঙে যায়।

১৪৪.

ফরহাদ চৌধুরী, মনিশা চৌধুরী, অর্ষা, প্রিয়ন্তি আর তাইফা বসেছে খাবার টেবিলে খেতে।

‘তোমার নাম কি মা?

‘আমার নাম তাইফা আঙ্কেল।

‘বাড়িতে কে কে আছে?

‘জ্বি। আমার মামনি শুধু।

‘বাব?

তাইফার মনটা মুহুর্তেই খারাপ হয়ে গেলো৷ মনিশা চৌধুরী বুঝতে পেরে বললেন,

‘ওফ তুমি খাওতো। মেয়েটাকে ভালোভাবে খেতেও দিবেনা নাকি?

‘মা তুমি মন খারাপ করোনা। আমিতো তোমার বাবার মতোই। খাও।

‘তাইফা খেতে লাগলো।

‘প্রান্তিক খেয়ে গেছে?

‘তোমার ছেলের কি আর খেয়ে যেতে হয়? ওহতো না খেয়েই দিব্যি কাজ করতে জানে। হঠাৎ অর্ষা বললো,

‘খালুজান আমি আর প্রিয় গিয়ে ভাইয়াকে খাবার দিয়ে আসি? অর্ষার কথা শুনে মনিশা চৌধুরী ফরহাদ চৌধুরীর দিকে একবার তাকান। পরে বলে,

‘সত্যি যাবি মা?

‘হুম খালামনি সত্যি যাবো। না খেয়েতো আর কাজ করা যায়না। তাই খাবারটা বরং আমরাই নিয়ে যায়।

‘ঠিক আছে তোরা খেয়ে নে আমি টিফিন রেডি করছি। এইটা বলেই মনিশা চৌধুরী টেবিল থেকে উঠে রান্নাঘরে গেলেন।

১৪৫.

খাবার শেষে তাইফা নিজের রুমে যায়। তার ভীষণ খারাপ লাগছে। সে বরাবরই নিরবতা পছন্দ করতো। কিন্তু আজ সে একা কতো নীরবতা! অথচ তার যেনো ভালোই লাগছেনা। হঠাৎ রিমি কল দিলো।

‘কিরে তাফু কল দিলাম এতো ধরলিনা কেনো?

‘আরে বলিসনা। বাড়িওয়ালা আন্টির কাছে গিয়েছিলাম। খাবার খেয়েছি ওখানে তাই।

‘বাহ। তা বাড়িওয়ালার কোনো ছেলে টেলে আছে নাকি?

‘ওফ রিমি তোর ফালতু কথা ছাড়তো। আসবি এইখানে?

‘হুম আমি ভাবছি কদিন তোর সাথে থাকবো।

‘সত্যি?

‘হুম।

‘আন্টি কিছু বলবেনা?

‘দূর না। আমি ম্যানেজ করে নিবো। আমি আজকে বিকেলেই আসবো।

‘ঠিক আছে।

১৪৬.

ঢাকা শহরে এসেছো সোহেল। লক্ষ অর্ষা। এইখানে পুলিশ তাকে খুঁজে বের করবেনা এইটাই সে ভাবছে। আপাতত সে নিরাপদ।

‘ভাই নতুন নাকি?

পিছন থেকে হঠাৎ কারো কন্ঠ শুনে চমকে উঠে সোহেল। পরে দেখলো একটা লোক।

‘হো ভাই নতুন।

‘থাকবার জায়গা নাই খাইবার জায়গাও নাই তাইতো?

‘হুম ভাই।

‘আমার সাথে আহো। প্রতিদিন একটা ম*ল আইনা দিবার পারলেই টাকার অভাব পড়বোনা। সোহেল বুঝতে পেরেছে যে লোকটা কি বুঝাতে চাইছে। সে হেসে বললো,

‘বুঝবার পারছি ভাই চলেন।

চলবে…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here