#দীপ্ত_গোধূলি
#লেখনীতে -স্বর্ণালী তালুকদার
#পর্ব -২৯
– এই দাঁড়ান দাঁড়ান!আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন?
…….
– এটা তো শপিংমলের রাস্তা না!গাড়ি থামান বলছি।আমাদেরকে এইদিকে কোথায় নিয়ে চলে যাচ্ছেন?থামুন বলছি।
……..
– আরে!আমার কথা কি আপনার কানে যাচ্ছে না।কথা কেন বলছেন না?
……..
– আজব তো!
……..
গোধূলির কথার উত্তরে দীপ্ত কিছুই বলছে না।সে নিজের মতো করে ড্রাইভ করছে।দীপ্তের নীরবতা যেন গোধূলির গায়ে ধরা আগুনে ঘি ঢালছে।গোধূলি গলায় স্বর উঁচু করে বললো,
– এবার কিন্তু আমরা চিৎকার করবো বলে দিলাম!
……..
– এই নন্টে-ফন্টে তোরাও আমার সাথে চিল্লা তো!
– ঠিক আছে সাজুবু।
– হুম আমার সাথে সাথে তোরা চিল্লাবি ঠিক আছে!রেডি ওয়ান টু থ্রি…
– বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও!
গোধূলি আর আলিফ আলবীর চিৎকারে বিরক্ত হয়ে দীপ্ত গাড়ির স্পীড আরো বাড়িয়ে দেয়।দীপ্ত গাড়ির স্পীড বাড়াতেই ভয়ে গোধূলিদের চিৎকার আরো বেড়ে যায়।এক সময় জোরে ব্রেক কষে দীপ্ত।গোধূলির উপর রেগে গিয়ে চোখ রাঙিয়ে বলে,
– তোদের কি মনে হচ্ছে?আমি তোদের কিডন্যাপ করছি!
দীপ্তের কথা শুনে থতমত খেয়ে যায় গোধূলি।গলা ঝেড়ে একটু টেনে টেনে বলে,
– তা নয় তো কি!তাহলে আপনি আমাদের এইদিকে কোথায় নিয়ে যাচ্ছেন!
– সো ফানি গোধূলি!তোর কাছ থেকে আমি এটা অন্তত এক্সপেক্ট করি নি।আচ্ছা যা মানলাম আমি অন্য রাস্তা দিয়ে তোদের নিয়ে এসেছি।তাই বলে কিডন্যাপ! সিরিয়াসলি!আর এই বিচ্ছু বাহিনী তোরাও ওর সাথে তালে তাল মিলালি?
আলিফ আলবীর দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে দীপ্ত।আলিফ আলবী মাথা নত করে নিয়েছে।আলিফ মাথা নিচু করে রেখেই চোখ উল্টে তাকিয়ে মুখ গোমড়া করে বলে,
– তো কি করবো বলো দীপ্ত ভাইয়া!সাজবু বলল বলেই তো আমারাও চিল্লালাম।আর আমরা মুভিতে দেখেছি ছোট বাচ্ছাদের কিডন্যাপ করলে ওরা যখন চিৎকার করে।আর তখন চিৎকার শুনে হিরো ওদের বাঁচাতে আসে!
– আর হিরোকে কোনোদিন কিডন্যাপ করতে দেখেছিস?
– না!
– তাহলে তোরা কেন চিল্লালি?
গোধূলি আশ্চর্য হয়ে দীপ্তের দিকে তাকায়।অবাক কন্ঠে বললো,
– এক্সকিউজ মি!আপনি কি বলতে চাচ্ছেন?মানে এখানে আপনি হিরো রাইট?
– ওভিয়াসলি আই এম!তোর কোনো সন্দেহ আছে তাতে?
দীপ্ত ওর চোখের সানগ্লাসটা খুলে তাতে ফু দিয়ে আবার চোখে পড়তে পড়তে কথাটা বলে গোধূলির দিকে তাকায়।গোধূলি হা করে দীপ্তের দিকে তাকিয়ে আছে।দীপ্ত আবার বললো,
– আর শুন তুই একদম চুপ থাক।দেখতে পাচ্ছিস না আমি ওদের সাথে কথা বলছি।সো,জাস্ট সাট আপ ইউর মাউথ,ওকে!আর এই যে বিচ্ছুর দল তোরা যেন কি বলছিলি!তোরা বাচ্চা?
– শুধু আমরা কেন হতে যাব!
দীপ্ত অবাক চোখে আলিফ আলবীর দিকে তাকিয়ে অস্ফুটস্বরে বলে,
– তাহলে?
– সাজিবুও তো এখনও বাচ্চাই।বাসার সবাই বলে সাজিবুও এখনো বাচ্চা।তাই তো মেঝো বাবা এখনো সাজিবুকে একা একা কোথাও যেতে দেয় না!
আলিফ আলবীর কথা শুনে ফিক করে হেসে দেয় দীপ্ত।আস্তে আস্তে হাসির মাত্রা বেড়ে গিয়ে এক সময় তা অট্টহাসিতে পরিণত হয়।দীপ্ত কোনোমতে হাসি কন্ট্রোল করে পেটে হাত দিয়ে বলে,
– উফ বাবা গো হাসতে হাসতে আমার পেট ব্যাথা হয়ে গেলো।
দীপ্তের প্রতি বিরক্ত হয়ে তাকিয়ে আছে গোধূলি।সামান্য একটা কথা শুনে এই ভাবে হাসার কারণটা ও বুঝতে পারছে না।গোধূলি কর্কশভাবে বললো,
– আজব তো আপনি এইভাবে হাসছেন কেন?
– হাসবো না তো কি করবো বল।তুই নাকি এখনও বাচ্চা!
– তো?ওরা তো ঠিকই বলেছে!
– ঠিক সময়ে বিয়ে দিলে কবেই তিন সন্তানের বাপ হয়ে যেতাম।আর বলছে এখনো নাকি বাচ্চা!
বিড়বিড় করে কথাটা বলে দীপ্ত।গোধূলি সন্দিহান চোখ তাকিয়ে বলে,
– মানে!
– কিছু না!এই যা তো তোরা নাম এবার গাড়ি থেকে।আমার মাথাটা আর খাস না তো। তোদের চিৎকারে এখন আমার মাথাটা বনবন করছে।
– নামবো মানে?আমাদের জায়গা মতো দিয়ে আসেন।
গোধূলির কথায় দীপ্ত চোখ রাঙিয়ে বলে,
– চোখ খুলে দেখ!অনেকক্ষণ আগেই চলে এসেছি!তাও আবার সবার আগেই!
দীপ্তের কথায় গোধূলি বাহিরে তাকিয়ে দেখে।সত্যিই তো চলে এসেছে।এতক্ষণ তো খেয়ালই করে নি ও।গোধূলিকে বসে থাকতে দেখে দীপ্ত উঁচু গলায় বললো,
– কি হলো নাম।
– থুথু..বাবা!এতো জোরে ধমক দেওয়ার কি আছে নামছি তো।
– এতেই এতো ভয় পেয়ে গেলি?আর আমি ধমক কোথায় দিলাম?
– এই নন্টে-ফন্টে তোরা নাম তো।
দীপ্তকে মুখ ভেংচি দিয়ে গোধূলিও গাড়ি থেকে নেমে যায়।তারপর দীপ্তও গাড়ি থেকে নেমে আসে।দীপ্ত ওর গাড়ির চাবিটা গোধূলির হাতে দিয়ে ওদের এইখানে অপেক্ষা করতে বলে কোথায় যেন চলে যায়।মিনিট পাঁচেক পরেই বাকি সবাইও চলে আসে।
– সাজি তোরা একা কেন দীপ্ত কোথায়?
– জানি না বুবু।আমার হাতে গাড়ির চাবি ধরিয়ে দিয়ে কোথায় যেন চলে গেছে!
– বুবু আমি একটু আসছি।তোরা সবাই ভিতরে যা।
– এই আহান তুই আবার কোথায় চলে যাচ্ছিস?
– জাস্ট পাঁচ মিনিট বুবু।আসছি আমি।
– আরে শুন এই আহান…….
আদিবার কথা না শুনেই আহান চলে গেল।এর মধ্যেই ইহানও বাকিদের নিয়ে চলে এসেছে। তারপর সবাই শপিংমলের ভেতরে চলে যায়।প্রথমেই রায়ান আর আদিবার এনগেজমেন্ট এর জন্য ড্রেস কেনা হয়।তারপর বাকি সবার ড্রেস কিনার জন্য সবাই আলাদা আলাদা করে ভাগ হয়ে যায়।তবে আদিবা আর রায়ানের এনগেজমেন্ট এর ড্রেস থিম হলো বর কনে ছাড়া বাকি সবার ড্রেস এক কালারই হবে।তবে যার যে ড্রেসে কমফোর্টেবল সেই ড্রেসই কিনুক তাতে প্রবলেম নাই শুধু কালার ম্যাচিং হলেই হবে।তাই সবাই যার যার পছন্দের কাপড় কিনতেই ব্যস্ত।
গোধূলি ওর দাদুকে আগে একটা শাড়ি পছন্দ করে দেয়।তারপর আলিফ – আলবী বায়না ধরে ওদের ড্রেসটাও গোধূলি কিনে দিক।তাই গোধূলি ওদের নিয়ে যায় যেখানে বাচ্চাদের ড্রেস পাওয়া যায় সেইখানে।
এখন মোটামুটি সবার ড্রেসই কিনা কমপ্লিট শুধু লাজুক আর সাজির ড্রেস কিনা বাকি।স্টকে মেয়েদের একই কালারের যত ড্রেস ছিল সব শেষ হয়ে গেছে।একটু আশ্চর্যজনক হলেও এটাই সত্যি!এত বড় শপিং কমপ্লেক্সে আর কোথায় ওই এক কালার এর ড্রেস নেই।আর মাত্র একটা ড্রেসই আছে ওইটা আবার গোধূলির সাইজের হবে না।একটু বড় সাইজ তাই লাজুকের জন্য ওইটা নেওয়া হয়েছে।
রায়ানরা এতক্ষণ আদিবাদের সাথে থাকলেও এখন চলে গেছে কারণ এখন সেই কাঙ্ক্ষিত জিনিসটি কিনবে যেটা ছাড়া এনগেজমেন্টই হবে না!বর-কনে একে অপরকে সারপ্রাইজ দিবে বলে এনগেজমেন্ট রিং টা আলাদা আলাদা কিনবে।তাই রায়ানরা শপিং শেষ করে রিং কিনতে চলে যায়।
আর এইদিকে সবাই চিন্তা মগ্ন হয়ে বসে আছে এখন গোধূলির ড্রেস কোথায় পাবে!অর্ডার দিলেও এত তাড়াতাড়ি একটা করে ড্রেস তো আর আনা যাবে না। সবার মন খারাপ থাকলেও গোধূলির কোনো হেলদোল নেই।ও আপন মনে গুনগুন করে গান গাইছে আর পা নাড়াচ্ছে!
– তোমাদের শপিং কমপ্লিট হলো?
দীপ্তের কন্ঠ পেয়ে সবাই পিছনে তাকিয়ে দেখে দীপ্ত আর আহান চলে এসেছে।দীপ্ত আর আহানকে দেখে আদিবা তেলে বেগুনে জ্বলে উঠে,
– দীপ্ত এই তোর আসার সময় হলো?আর আহান!
আদিবা এগিয়ে গিয়ে আহানের কান ধরে বলে,
– এই বুঝি তোর পাঁচ মিনিট!
– আহ!বুবু ছাড় আমার লাগছে।ছাড় না সবাই দেখছে তো!আব্বু তোমার মেয়েকে বলো আমার কান ছাড়তে!
– বুবু আমার বড়দাভাইয়ের কান ছাড়ো।দেখতে পাচ্ছো না আমার ভাই ব্যাথা পাচ্ছে!
– আরে আমার ভাই অন্ত প্রান রে!তা বোনের যে এখনো ড্রেস কিনা হয় নি সেই খবর কি ভাই রেখেছে?
– কি সাজির ড্রেস কিনা হয় নি এখনো?
– নাহ রে আহান।দেখ না আমার মেয়েটার ড্রেস কোথাও পাওয়া যাচ্ছে না।
– মানে! কি বলছো আব্বু?
– আরে বড়দাভাই ছাড়ো তো ওইসব কথা! সবাই তোমাদের জন্যই অপেক্ষা করছিল এনগেজমেন্ট রিং কিনবে বলে চলো !
– কিন্তু সাজি তোর তো এখনো ড্রেস কিনা হয় নি!
– তো?তোমাদেরও তো কিনা হয় নি!আমি না হয় তোমাদের সাথে এসে কিছু একটা কিনে নেব।
– না না না গোধূলি কিছু একটা কিনলে তো হবে না আমাদের সাথেই মেচ করে কিনতে হবে।
– রুহি আপু তুমিও না।আচ্ছা ঠিক আছে যাও তোমাদের সাথে ম্যাচিং করেই কিনবো!এবার ঠিক আছে?
– হুম।
রুহি হ্যাঁ সূচক মাথা নাড়ালো।
– তাহলে চলো এবার যাওয়া যাক।
আদিবার এনগেজমেন্ট রিং টা কিনা হয়ে গেলেই সবাই চলে যায়।শুধু আহান দীপ্ত আর গোধূলি বাদে।ওরা ওদের ড্রেসগুলো কিনে তারপর ফিরবে!আহানের আর দীপ্তের ড্রেসগুলো দোকানে আগে থেকেই ঠিক করে রাখা ছিল এখন শুধু সাইজটা দেখে নিয়েছে।দীপ্ত আর আহান যখন ট্রায়াল রুমে ছিল তখন গোধূলি গিয়ে ওর জন্য একটা কিছু কিনে নিয়ে আসে।আহান কত করে জিজ্ঞাস করলো ড্রেস পাওয়া যাচ্ছে না তাহলে ও কি কিনলো কিন্তু গোধূলি কিছু বলে নি!শুধু বলেছে সারপ্রাইজ!
চলবে……