#ত্যাগের_সংসার
লেখিকা সুরিয়া মিম
part : 4+5
!
জ্বি,
।
তারপর আমরা অফিসে এসে পৌঁছতেই অফিসের ম্যানেজার যে কিনা আমার ছেলের বয়সী ও দৌড়ে এসে বলে,আন্টি আপনি কেমন আছে?ভালো আছি বাবা,স্যার তো শুধু আপনার গল্প করে,সাথে সাথে উনি ওকে থামিয়ে বলে,আরিফ চলো তো চলো ভেতরে চলো তোমার আন্টির সাজতে এতো দেরি লাগে যে আমাদের এতো টা লেট হয়ে গেছে,কি আশ্চর্য উনি যে ত্যারদ মার্কা পাতলা সাড়ি আমাকে পড়তে দিয়েছেন ওটা পরতে আমার মাএ পাঁচ মিনিট লেগেছে আর উনি নিজেই তো সেলফি তুলতে তুলতে এতো দেরি করেছেন,সে যাই হোক ভেতরে যেতেই অফিসের সমস্ত স্টাফ এসে আমার সাথে মিট করতে শুরু করে,তারপরে উনি এসে বলে চলো বা ডান্স করি?কি আমি তো ডান্স করতে পারিনা?বেশি কথা না বলে যেটা বলছি সেটা করো আমার পায়ে ভর দিয়ে দাড়াও,আপনি ব্যাথা পাবেন তো?পাবোনা তুমি দাড়াও,আমি দাঁড়াতেই উনি আমার একহাত ওনার বুকের ওপরে রেখে অন্যহাত টা ওনার কাধে রেখে দেয় তারপর আমার কোমরে হাত রেখে ডান্স করতে শুরু করে,এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর ওনার বান্ধবি ইশা এসে পরে তখনি উনি আমাকে ছেড়ে ওর কাছে গিয়ে ওকে নিয়ে ডান্স করে তখন আমি ও ইশার বর চুপ করে বসে থাকি আমি জুস খাচ্ছিলাম তখনি ইশা এসে আমাকে ধাক্কা মারে আর ওমনি জুসের গ্লাস টা ওর পায়ে এসে পরে সাথে সাথে উনি রেগে গিয়ে আমাকে বলে,তোমার মাথায় কোনো বুদ্ধি নেই তাই না?সত্যি বলতে না আমি তোমাকে নিয়ে অতিষ্ঠ,আমি আমি এখনি পরিষ্কার করে দিচ্ছি হ্যা দাও আর সাড়ির আচল দিয়ে পরিষ্কার করে দাও,হোয়াই এসব তুই কি বলছিস ভাই ভাবি ইচ্ছে করে এটা করেনি তাই এটা ক্লিন করার কোনো প্রশ্ন ওঠে না,ইশা তুমি ভাবি কে সরি বলো প্লিজ, সরি মিশশশ,কি সরি কেন?তুমি কেন বলবে সরি?তোমাকে তো ও সরি বলবে ও তোমার কতো দামি জুতো নষ্ট করপ ফেলেছে,নো ইমান ইটস ওকে,একচুয়ালি আই এম সরি ইশা আর তুমি এখনি আমার সাথে বাসায় চলো তুমি একটু ও নৈতিকশিক্ষা শেখো নি তাই না?তারপর উনি আমাকে বাসায় নিয়ে আসেন এবং আমার মুখের ওপরে দরজা লাগিয়ে দেন,এতক্ষণ আমি আমার চোখেরজল কে সামলে রেখে ছিলাম কিন্তু এখন আর সামলাতে না পেরে কেঁদে ফেলি আমি,কারন আমার শশুড় শাশুড়ি মতো ফেরেশতা দের ঘরে ফেরাউনের জন্ম কি করে হলো?সেটাই তো ভেবে পাচ্ছিনা আমি,এ লোক টার সাথে সংসার করে কি পেয়েছি আমি আল্লাহতালাই একমাত্র জানেন,যার অন্তরে আমি নেই তার সাথে কেন যে পরে আছি কে জানে?হঠাৎ করে বিদ্যুৎ চমকে বৃষ্টি শুরু হয় আর আমি ছাদে চলে যাই আর বৃষ্টি তে ভিজতে শুরু করি,
শুধু যে বৃষ্টি পরে তাই না আমার চোখেরজল ও বৃষ্টির সাথে গড়িয়ে পরছে,
#ত্যাগের_সংসার
লেখিকা সুরিয়া মিম
part : 5
.
যার কাছে আমার কোনো মূল্য নেই,
চাইনা আমার তোমার কাছে মূল্য,
!
তুমি কখনওই সেটা বুঝবে,
না বুঝতে হবে না তোমার,
!
শুধু যেদিন আমার সহ্যশক্তি ফুরিয়ে যাবে,
!
তখন আমি নিজে থেকেই তোমাকে ছেড়ে চলে যাবো,
আগে ভাবতাম কি করে যাবো?
!
কিন্তু তখন আর ভাববো না,
আর আমি ভাবলেও বাকি না ভাবলেই বাকি?
!
তুমি তোমার মেয়ে আমাকে তো পার্মানেন্ট কাজের বুয়া পেয়ে বসে আছো,
!
তোমার যখন মন চায় আমাকে কাছে টেনে নাও,
আর মন ভরে গেলে দূরে ঠেলে দাও,
!
আমি তো মানুষ কোনো যন্ত্র নই তাই না,
!
আর তুমি যা মানুষ আমার থাকায় না থাকায় তোমার কোনোকিছু যায় আসে না,
!
কারন তোমরা স্বামীরাই পারো বৌয়ের জায়গা টা অতি সহজে অন্যকাও কে দিয়ে দিতে,
!
শুধু আমরা মেয়েরাই পারিনা স্বামীর জায়গায় অন্য কাও কে মেনে নিতে,
!
একাএকা ছাদে বসে বৃষ্টি তে ভিজতে ভিজতে কখন যে আমার চোখ লেগে যায় বুঝতে পারিনি আমি,
!
সকালে চোখ মেলে তাকাতেই দেখি,
আমার ছেলে আমার মাথা ওর কোলের ওপরে নিয়ে বসে আছে,
!
তোমার কি হয়েছে মা?
সারারাত তুমি বৃষ্টি তে ভিজেছ?
মা তোমার গা প্রচুর গরম হয়তো জ্বর উঠবে তোমার চলো রুমে গিয়ে শুবে চলো?
!
না বাবা তোর বাবার জরুরী কনফারেন্স আছে তো?
সকালের নাস্তা না বানালে কি খেয়ে জাবেন উনি বল তুই?
!
বেশি খিদে পেলে নিজে রেধে খাবে তোমার শরীরের ও রেস্টের প্রয়োজন আছে মা,
!
এমন বলেনা বাবা,
আমি যাই গিয়ে রান্নাকরি তারপর,
আমি গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করি,
!
তারপর ওনাকে নাস্তা করতে দেই,
হঠাৎ করে বৃষ্টি তে ভেজায় প্রচুর মাথা ব্যথা করছে আমার,
!
তার ওপরে জ্বর উঠেছে যদি ও সেটা আমার সমস্যা তাতে তার কি?
!
মানুষ টা এতোই পাষাণ নাস্তা করে রেডি হয়ে চলে গেল,
তবু আমায় কিছু বলে গেলো না,
!
জানিনা আমি কার যেন ঘর গোছাচ্ছিলাম হঠাৎ মাথা ঘুরে পরে যাই,
!
তারপরে যখন আমার হুশ ফিরে,
তখন চেয়ে দেখি,
!
যে উনি আমাকে জলপট্টি দিয়ে দিচ্ছেন,
কেন জানিনা আমার ওনাকে আজ বিরক্ত লাগছে,
!
তাই উনি আমার জ্বর দেখতে আমার গালে হাত দিতেই,
ওনার হাত টা আমি সরিয়ে দেই,
!
তখন উনি বেশ রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলেন,
!
তোমার শরীর এতো টা খারাপ সেটা তুমি আমাকে আগে বলনি কেন?
!
বললে কি করতেন?
আমি আমার খেয়াল রাখতে পারি,
আপনি আমাকে নিয়ে এতো টা ব্যতিব্যস্ত হবেন না,
!
তুমি এতো জ্বর নিয়ে কোথায় যাচ্ছ?
চিন্তে নেই আপনার সংসার ফেলে কোথাও যাচ্ছিনা দুপুরের খাবার বানাতে যাচ্ছি,
!
তোমার শরীর খারাপ,
কিছু করতে হবেনা তুমি এসে রেস্ট নাও প্লিজ,
!
কি আর করি?
সারাদিন তো রান্নাবন্না ছাড়া আর কোনো কাজ করিনা,
!
আমি এটা কি কোনো কাজ আপনি বলেন খান সাহেব