ত্যাগের সংসার – পর্ব ৫৫

0
235

#ত্যাগের_সংসার
লেখিকা সুরিয়া মিম
part : 55
!
আমার কোনো বাজে উদ্দেশ্য ছিলনা বেগম
!
শুধু তোমার কষ্টের কথা ভেবে
আমাদের মাঝে দূরত্ব করতে গিয়ে
এতো টা দূরত্ব তৈরি করে ফেলেছি
!
যে তুমি আমাকে সহ্য করতে পারছনা
আমি তো এটা কিছু তেই মেনে নিতে পারছিনা,
!
আমি চাইনা
আমার ভয়ংকর রোগের ব্যাপারে যেনে
তুমি দূরবল হয়ে পরো,
!
তাই তো
আমার এতকিছু করা
আমাদের মাঝে যাকেতাকে টেনে আনা
!
হঠাৎ আমার ঘুম ভেঙে যায়
তখন তাকিয়ে দেখি
!
উনি আমাকে জড়িয়ে ধরে বসে আছেন
আর ওনার চোখ জল ছলছল করছে
!
কেন যেন?
ঝগড়া করার ইচ্ছে হলো না
তাই ওভাবে ঘুমিয়ে গেলাম
!
সকালে উঠে দেখি
আমার বিছানায় একটা পার্সেল রাখা
!
সেটা খুলেই
মেজাজ টা খারাপ হয়ে যায় আমার
!
উনি রুমে আসতেই
ওনাকে বকা দিয়ে বলি
!
বয়স যত বাড়ছে
দুষ্টু বুদ্ধি তত মাথাচাড়া দিয়ে উঠছে
তাই না
!
এতে রাগ করার কি হলো?
আমি তোমার স্বামী তোমাকে তো আন্ডারগার্মেন্টস কিনে দিতেই পারি
!
আমার চাইনা
বুঝলেন আমাকে ক্ষ্যামা দেন

মরে গেলে তো মরেই গেলাম
তখন আর কেউ

তোমাকে আমার মতো করে জ্বালাবেনা হুমমম

ব্যাস এর পরে একচোট ঝগড়া হয়ে গেলো ওর কাছে ঝারি খেয়ে নাস্তা করে অফিসে গেলাম

বিকেলে বাসায় এসে দেখলাম
ওরা পিচ্চি টাকে নিয়ে খেলছে
ভালোই হয়েছে
সারাদিন ওর সাথে চিপকে থাকে

তাই ওর কাছে যেতে পারিনা
সে যাই হোক রুমে গিয়ে দেখি

ও আমার একটা শার্ট ও শাড়ি পরে ঘুমিয়ে আছে

বোধ হয় অনেক গরম লেগেছে
তাই এই ব্যবস্থা

যদি ও ডক্টর ওর ঠান্ডার সমস্যার জন্যে অনেক ঔষধ দিয়েছে

তবুও ওর এই ব্যবস্থা দেখে
আমি গিয়ে ওকে জড়িয়ে ধরি

সাথেসাথে ও আমাকে ছেড়ে উঠে গিয়ে বাথরুম থেকে চেইঞ্জ করে এসে

শার্ট টা আমার মুখের ওপরে ছুড়ে বাহিরে চলে যায়

আমি ও ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি
আমার ছেলেরা

আমাকে দেখে হাসছে
ওদের কাছে যেতেই ওরা আমার কানে ফিসফিস করে বলে

জীবনে তোমাকে ট্রাউজার ছাড়া অন্যকিছু পড়তে দেখিনি

তা আজ লুঙ্গি পরেছ কেন মা কে ইম্প্রেছ করার জন্যে বাবাই?

কোই না আমাদের বিয়ের পরে ও অনেক বার পরেছি,
!
আরে তখনি তো পড়ার সময় কেনো পরেছ সেটা কি আমরা বুঝিনা হুমম
!
দ্বারাও বাবাজী তোমাদের একসাথে বৌ আনতে পাঠাবো,
!
ইসস কি বলে?
সিঙ্গেল আছি সেটা তোমার ভালো লাগেনা তাই না আমাদের লাইফ টাও তেজ পাতা করতে চাও?
!
হুম হা হা হা
যাই হোক কিচেনে গিয়ে দেখি
ও বেশ মনযোগী হয়ে রান্নাবান্না করছে
আমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরতেই ও বলে

হঠাৎ লুঙ্গি?
গায়ে জ্বালা ধরেছে বুঝি

মরার আগে যদি গায়ে জ্বালা ধরে তাহলে সমস্যা কি?

আমি মরলে তো আর কেউ তোমাকে জ্বালাতে আসবেনা
!
কি হয়ে ওনার?
উনি কথায় কথায় মরার প্রসঙ্গ টেনে আনছে কেন?

গত একবছর থেকে সবটা লুকিয়ে যাচ্ছি কারন আমি তোমাকে কষ্ট পেতে দেখতে পারবোনা কিছুতেই না

কত চেষ্টা করেছি তোমার থেকে দূরে থাকার থাকতে পারিনি

তাই তো তোমাকে আমার কাছে নিয়ে এসেছি

জীবনের শেষ কয়দিন আমি তোমার সাথে কাটাতে চাই

কারন আমি জানি আমার রোগের কোনো ঔষধ নাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here