★★★ক্রাশ যখন বড় আপু★★★
#লেখক_আসিফ
~~~পর্ব_৭~~~
.
.
মেয়ে গুলোকে দেখে কলিজা সুকিয়ে যাওয়ার উপক্রম। কিন্তু নিজেকে সামলে নিলাম,,কারন পাশে যে নীলা আপু দাড়িয়ে।।।
— আয় এদিকে বস?(নীলা আপু আমাকে বসতে বললো তাদের সাথে)
— আপু,,মেয়েগুলাকে দেখলেই আমার ভয় করে,,,আমি নিচে যাই?(আমি নীলা আপুকে বললাম)
— আমার ভাই মেয়েদের ভয় পাবে?ছিঃ ভয় নাই বস আমি আছি ত?(নীলা আপু আমাকে টেনে বসিয়ে দিলো তার পাশে)
মাইশা,,,আমার দিকে তাকাচ্ছে,, কিন্তু এমন ভাবে তাকাচ্ছে যেন। কাচা খেয়ে ফেলবে।।।
— অকে মাইশা তাহলে তুমি বলো,,,আজ বাসে কি হয়েছিল আসিফকে কেন মারতে যাচ্ছিলে।।(নীলা আপু মাইশাকে বললো)
— আপু সুনো আমি বলি,,(আমি বললাম)
— না আগে মাইশা বলো।।।(নিলা আপু)
— আপু,,আমি,,তিথী,আর সাদিয়া,,,,।নানুর বাসা থেকে ঢাকা ফিরছিলাম।,,আমি এই ছেলেটার সাথে বসছিলাম,।।আমি ছেলেটাকে জিজ্ঞাস করলাম।।কোথায় যাচ্ছে।।কিন্তু সে আমার কথার কোনো উত্তর দিচ্ছিলল না।।তাই কানে দেওয়া হেডফোন টান মেরে খুলে ফেলি।।কিন্তু ছেলেটা আমার সাথে সবার সামনে এমন খারাপ ব্যবহার করছে,,,বলার মতো না।।?(মাইশা একনাগারে কথা গুলো বলে গেলো)
— এতক্ষন পর্যন্ত আসিফের ত কোনো দুষ নেই।।উল্টা তুমি আসিফের কান থেকে হেডফোন খুলে ফেলছো।।তার পর বলো,,কি খারাপ ব্যবহার করছে!(নীলা আপু)
— তার পর আপনার ভাই,,,আমাকে বলে,,জিবনে এত কিউট ছেলে দেখি নাই নাকি,,,?(মাইশা মন খারাপ করে)
— কি কস,,, তরে এই কথা বলছে,,,কি ছেলেরে,,,তর মত মেয়েকেও পাত্তা দেয় নাই।।(মাইশার সাথে বসে থাকা একটা মেয়ে)
— শুধু তাই নয়,,,বলে আমি নাকি ব্যবহার শিখি নাই,,,। ঘরে বাপ ভাই নাই নাকি,,বিরক্তি করছি কেন?(মনে হয় মাইশার কোনো দুষ নেই যেভাবে বিচার গুলো দিচ্ছে)
— আচ্ছা বুজতে পারছি,, মাইশা অপমান বোধ করছে আসিফের কথা গুলো।।(নীলা আপু)
— আচ্ছা তাহলে আপু আমি বলবো?(আমি নীলা আপুকে বললাম)
— না থাক,,,,আমি এখানে তোমাদের বিচার করানোর জন্য ডাকি নাই।।।তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল।।(নীলা আপু)
— তাহলে আপু কেনো ডেকেছেন?(সাদিয়া)
— আসিফ,,আমার ফুফাতো ভাই,,,তোমাদের কলেজেই ভর্তি হয়েছে।।আমাদের বাসায় থেকে লেখা পড়া করবে?(নীলা আপু)
— তো,,(তিথী)
— তো,,তোমরা বন্ধুত্ব করে নাও?(নীলা আপু)
–আপু,,,আমি পারবো না?(মাইশা)
— আমিও পারবো না!(আমি)
— দুজন চুপ করো,,,যা বলছি তাই করবা,,।আরেকটা কথা,,,আসিফ যদি কোনো উল্টা পাল্টা করে আমাকে জানাবা,,।।(নিলা আপু)
— ঠিক আছে আপু,,(মাইশা)
বুজলাম না সবাই মেনে নিলে মাইশা মেনে নেওয়ার কথা না।।তার মানে বাজে মতলব আছে।।
তার পর আমদের মধ্যে পরিচয় হলো,,।।এখানে মাইশা,,সাদিয়া,,,তিথী ছাড়া সবাই আমার সিনিয়র।। তাই আপুর আদেশ তাদের আপু বলে ডাকতে হবে।।আর মাইশা,তিথী,সাদিয়া,,,আমার সাথেই পড়ে!
পরিচয় শেষ করে নিচে এসে খেয়ে নিলাম,,,। মামার সাথে আমার সম্পর্ক খুব ভালো।আর মামা জানে যে আমি ক্রিকেট কত টা ভালোবাসি।,,,
–আসিফ,,কাল ফজরের নামাজ পড়ে,,,আমরা এক জায়গায় যাবো(মামা)
— কোথায় মামা?(জানতে চাইলাম)
— কাল গেলেই বুজতে পারবি?(মামা)
মামানির সাথে পরিবার নিয়ে অনেক কথা হলো কে কেমন আছে।,,নিধিকেও সবাই চিনে,,,নিধির কথাও জিজ্ঞাস করছে।।মামানির সাথে গল্প করে,,ঘুমুতে গেলাম।।।মামাতো ভাই সাজিদ,আর আমি এক রুমে)।
নিধিকে একটা ফোন দিলাম,,,নিধির অনুপস্থিতি খুব ভালোভাবেই অনুভব করতে পারছি।।নিধিকে ত আমি ভালোবাসি।।ভালোবাসার মানুষকে ভুলে থাকাটা,,ছেড়ে থাকাটা খুব কষ্টের।।যার জিবনে ভালোবাসা আছে সে বুজবে।।
রাত তখন নয়টা বাজে,,,এ সময় নিধি টিভি দেখবে।
— হ্যালো?ভাইয়া কেমন আছো।?(নিধি)
— ভালো তুই কেমন আছিস?(আমি)
— ভালো,,,তুমি কি করছো এএখন।।
–সুয়ে আছি,,তুই?
–এই ত টিভি দেখছি,,,..
— আচ্ছা ভালো থাকিস,,বায় রাখছি।।
— ভাইয়া খাওয়া হইছে।।
— হুম তোর।
— না,,,তোমার কথা খুব মনে পরছে।(নিধির কথা সুনে খুব খারাপ লাগছে,,,কারন আমারও ত নিধিকে খুব মনে পরছে)
— আমারও রে?,,
— আচ্ছা ভাইয়া,,, বড় আম্মু ডাকছে পরে কথা হবে?<(নিধি ফোনটা রেখে দিল) নিধির ও আমাকে মনে পরছে।।খুব জানতে ইচ্ছে করে বিধিও কি আমাকে ভালোবাসে??? সাজিদ ফ্রি ফায়ার গেইম খেলছে।।এই খেলাটা আমিও ভালো পারি,,,।আমরা দুভাই এড হয়ে খেলতে লাগলাম। --ভাইয়া তুমি এখন ক্রিকেট খেলো না?(সাজিদ) -- খেলি কিন্তু তেমন ভাবে খেলা হয় না।।তুই খেলিছ? -- হুম আমি,,,একটা স্পোর্টিং ক্লাবে খেলা শিখি।। -- খুব ভালো,,,। -- তুমি চাইলে ত আমাদের ক্লাবে ভর্তি হতে পারো।। -- আজই ত আসলাম।।। দেখা যাক।। হঠাৎ নীলা আপুর আগমন,,,রাত তখন ১১ টা আপু হয়তো পড়া শেষ করে আড্ডা দিতে আসছে। -- কিরে তোরা এখনো ঘুমাসনি?(নীলা আপু) -- না আপু আসো আড্ডা দেই?(আমি) --কিহ আড্ডা দিবি এর রাতে ,, তোরা না ঘুমিয়ে মোবাইল টিপছিস,,,মোবাইল গুলো দে,,,?সকালে নিয়ে যাবি)(নীলা আপু মোবাইল নিয়া গেলো) ভেবেছি,,এখানে শাসন করার কেউ থাকবে না।মামাতো বন্ধুর মতই,,শাসনের প্রশ্নই উঠে না।।কিন্তু নীলা আপু ত দেখি,,শাসনের মাস্টারি নিছে। কোনো মতে ঘুমিয়ে পারলাম,,, খুব সকালে ফজরের নামাজ পড়ে মামার সাথে কোথাও যেন যাচ্ছি।।। একি মামা আমাকে একটা স্পোর্টিং ক্লাবে নিয়ে এসেছে?? . . চলবে....