#ইয়াসমিন_রিমা
#অসম_প্রেম
#পর্ব_১৩
আমি এখন আদিত্য অফিসের সামনে দাঁড়িয়ে আছি।
কিছু দিন আগে ও এখানে চাকরি করেছি। সবাই জানে না যে আমি এই অফিসের মালিকের বউ। সবাই জানে আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে। আমার মতো এত নিচু শ্রেণীর সাথে এত বড় একজন বিজনেসম্যান এর মানায় না। আমি সেই নানুর দেওয়া পুরোনো শাড়ি পরে আসছি অফিসে খাবার দিতে। সবাই জানলে আস্চর্য হয়ে যাবে আমি ওদের স্যারের বউ।যে যাই ভাবুক তাতে আমার কিছু আসে যায় না। পোশাক কখনো কারোর ব্যক্তিত্বের মানদন্ড হয় না। কাউকে পোশাক দিয়ে বিচার করতে নেই।
অফিসের ভিতরে প্রবেশ করলাম।
সবাই অবাক হয়ে দেখছে।কারন আমি পুরনো শাড়ি পড়ে এত বড় অফিসে এসেছি তাও হাতে লাঞ্চ বক্স।
,জেরিন, অফিসের রিসেপশনিস্ট,এই গাইয়া মেয়ে তুমি জানো না এই অফিসে এভাবে কেউ আসে না। তুমি তো কিছু দিন এই অফিসে কাজ করেছ।তাও এখন কিছু শিখতে পারলে না।হ্য হা হা হা হা
,মারিয়া, পাশের জন,আরে কাকে কি বলছ ।এই গাইয়া জানবে আদব কায়দা হে,, হা হা হা হা
, জেরিন, ঠিক ই বলেছিস।ও এই অফিসে কিভাবে যে চাকরি পেল। ভাবতেই পারছিনা।
, ভালো ই হয়েছিল বেশ কিছু দিন আসেনি। আবার স্যারকে নাকি রেজিগনেশন লেটার দিয়েছেল।
, হুম এত দিন ভালো ছিলাম এই গাইয়া টার মুখ দেখতে হয়নি।
ওরা সব মেয়েরা ওয়েস্টান ড্রেস পড়া।ওদের সাথে আর কয়েক জন জোর হয়ে হাসি তামাশা করছে। এতক্ষণ সব দেখছি এদের কান্ড। এবার যেতে হবে।
, তোমাদের স্যার কোথায়?
, জেরিন, কেন স্যার কে দিয়ে কি করবে। তোমার চাদ বদন মুখ খানা দেখাবে হা হা হা হা।
,ধমক দিয়ে,সেট আপ।জাস্ট সেট আপ।
, তুমি আদেরকে ধমকাচ্ছ তোমার সাহস তো কম নয়।
, বেশি কথা না বলে বল তোমাদের স্যার কোথায়।
বলবে না তো আমি নিজেই খুঁজে নিচ্ছি।
, মারিয়া,যাও যাও স্যার তোমার কি হাল করে দেখ।
,সেটা তোমাকে না ভাবলেও হবে। বুঝেছ।
বল চলে আসলাম। আদিত্য র কেবিনে বসে আছি।ও বোধহয় মিটিং এ আছে। আসলে খাবার দিয়ে যাব।আজ
আমাকে জানতেই হবে আলিশা কি বলে ছিল ওকে।যার জন্য এত ক্ষেপে আছে। পিছন থেকে আদিত্যর ডাক আসল।
, তুমি আমার অফিসে। সকালে শিক্ষা হয়নি তাই না।
,হ্যা আমি। সকালে না খেয়ে চলে এসেছেন।তাই খাবার নিয়ে এসেছি।আর খাবার আমি খায়িয়েই যাব বুঝেছেন।
,কি বললে তুমি।
বলেই খাবার গুলো ফেলে দিতে চাইল। আমি ধরে ফেললাম একটুর জন্য। সোজা আঙ্গুলে ঘি না উঠলে বেকাতে হয়। সেটা ই করতে হবে বুঝেছি।
, ধমক দিয়ে এখানে বসুন।
, কি
, আবার কথা বলে।তা না হলে আমি সবাইকে বলে দেব আমি আপনার বউ তখন খুব ভালো হবে বুঝি।
, তুমি
, আমি কি হ্যা কি। শুধু বউ তো। সেটাও আবার আপনার তাই তো।
খাবার গুলো প্লেটে দিলাম।চুপ করে খাচ্ছে। আমার থ্রে ট এর জন্য।হা হা হা
, একটা সত্যি কথা বলুন তো আপনি আমাকে বিয়ে করেছেন আপনার বোনের কথায়। আপনার বোন আপনাকে আমার বিষয়ে কি বলেছে।
, তুমি শুনে কি করবে।যা করেছ তুমি। একটা বাজারের মেয়ে।
,যখন তখন আমায় অপমান করবেন না। আমি প্রমান করব আমার কোনো দোষ নেই শুধু শুধু সবাই আমাকে ভুল ভাবছেন।
,ওহ তাই নাকি।বাকা হাসি দিয়ে।
কথার ফাঁকে সব খাবার গুলো ফেলে দিল। মানুষটা এতটা খারাপ।
, আচ্ছা আপনি এমন কেন।কথায় কথায় সব ফেলে দেন।
কত কষ্ট করে রান্না করেছে।
,চোলে যাও এখান থেকে। আমার উপর কোনো অধিকার ফলাতে আসবে না। তোমাকে আমি বিয়ে করেছি চাকর হিসেবে।
, আপনি ভাবলেন কিভাবে আমি আপনার চাকর হ্যা।
কথা গুলো এতই খারাপ লাগছিল খালি আমাকে বাজে কথা শোনায়। আমার অপরাধ কি। একটা মানুষ হিসেবে কি একটু সম্মান আশা করতে পারছি না। চোলে আসলাম বাড়ি। থাকলাম না অফিসে। রুমে ঢুকে কান্না করছি। চোলে যাব আমি অনেক দূরে চলে যাব আমি।আজ এত খারাপ লাগছে কেন। জানিনা। আমার জীবন এত খারাপ হবে ভাবিনি। কষ্ট এ বুক ফেটে যায়।কি ভাগ্য হল আমার।
সবাই আমাকে অনেক কষ্ট দিয়েছে।
চলবে,
কেমন হল জানাবেন। exam জন্য দেরি বা ছোট হতে পারে।