দ্বিতীয়_ফাগুন #পর্বসংখ্যা_৭ #লেখিকা_Esrat_Ety

0
356

#দ্বিতীয়_ফাগুন
#পর্বসংখ্যা_৭
#লেখিকা_Esrat_Ety

***
হসপিটালের সামনে বাইক দাঁড় করিয়ে নিজেও নেমে দাঁড়ায় তাশরিফ। রোদেলাকে বলে,”কেউ অসুস্থ আপনার?”

রোদেলা নিশ্চুপ হয়ে কেঁদেই যাচ্ছিলো। তাশরিফের প্রশ্নে মাথা নাড়ায়। গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না তার। তাশরিফ কয়েক সেকেন্ড সময় নিয়ে বলে,” আমি কি আপনার সাথে আসতে পারি? আপনি স্বাভাবিক নেই, আপনাকে আপনার রিলেটিভের কেবিনে দিয়ে আসি চলুন। কেবিন নাম্বার বলুন!”
রোদেলা কাঁপছে,কাঁদতে কাঁদতে অস্ফুট স্বরে জবাব দেয়,”টু জিরো টু”

তাশরিফ হাঁটতে থাকে। রোদেলা তার পিছু পিছু হেঁটে যায়। করিডোরে আয়েশা সিদ্দিকা রোদেলাকে দেখতে পেয়ে ছুটে আসে তার কাছে। রোদেলাকে দেখে আঁতকে উঠে বলে,”কি অবস্থা তোমার! ভিজে একাকার হয়ে গিয়েছো।”
_আপু কোথায় আন্টি!
কেঁপে ওঠে রোদেলার গলা।
_কেবিনে দিয়ে দিয়েছে। জ্ঞান ফেরেনি ওর। কিছুই জানে না এখনো।

রোদেলা একটা বড় নিশ্বাস নেয়। তাকে স্বাভাবিক হতেই হবে,হতেই হবে।
আয়েশা কাঁদছে, বলে,”ওকে রক্ত দেওয়া হচ্ছে রোদেলা। একটা সমস্যা হয়েছে। আরো এক ব্যাগ রক্ত লাগবে। হাসপাতালে আর এ বি নেগেটিভ গ্রুপের রক্ত নেই।”
রোদেলা আতংকিত হয়ে তাকায়। বলে,”আমায় আগে জানাননি কেন? এতক্ষনে রক্তের ব্যাবস্থা হয়ে যেতো।”
_ফোন দিয়েছি তোমাকে বহুবার। তুমি ফোন ধরোনি। মেঘলার স্বামী মেঘলাকে কেবিনে দেওয়ার সাথে সাথে কোথায় চলে গেলো। ডাক্তার এসে তার কিছুক্ষণ পরে জানালো রক্তের কথা। তার নাম্বারও নেই আমার কাছে যে তাকে ফোন দেবো।

রোদেলা বুঝতে পারে,যখন সে রিক্সা থামানোর চেষ্টা করছিলো তখন তাকে আয়েশাই ফোন দিচ্ছিলো। সে বিরবির করে বলে,”এখন আমি রক্ত কোথায় পাবো। এতো কম সময়ের মধ্যে কিভাবে ম্যানেজ করবো। ও আল্লাহ,প্লিজ একটা উপায় বের করে দাও।”

“আমার রক্তের গ্রুপ এ বি নেগেটিভ। আপনি চাইলে আমি রক্ত দিতে পারি।”
রোদেলা মাথা ঘুরিয়ে তাকায়। তাশরিফ তার দিকে তাকিয়ে আছে। সে এখনো যায়নি।
রোদেলা একটু অবাক হয়ে বলে,”আপনি!”
_হ্যা। আমি নিয়মিত রক্ত দেই। আমার কোনো শারীরিক সমস্যা নেই। আপনি চাইলে আমি রক্ত দিতে পারি।

***
ভেজা শার্ট তার গায়ে শুকিয়ে গিয়েছে। রক্ত দেওয়ার অভ্যাস থাকায় তাকে তেমন বিচলিত লাগছে না। বেড থেকে ধীরে ধীরে উঠে বসে তাশরিফ। হাত ঘড়িতে সময় দেখে সন্ধ্যা সাতটা। কোথাও রোদেলাকে দেখা যাচ্ছে না। কোথায় গেলো সে !

কিছুক্ষণ পরে দরজা ঠেলে রোদেলা ভেতরে ঢোকে। তার দুই হাতে দুটো ডাব। তাশরিফের কাছে এসে তার পাশে ডাব দুটো রাখতে রাখতে বলে, “আপনি অনেক দুর্বল হয়ে গিয়েছেন। এই দুটো আপনার জন্য।”

তাশরিফ মৃদু হেসে বলে,”অতটাও দুর্বল হইনি। মাত্র এক ব্যাগই তো দিয়েছি। উনি আপনার কি হয়,বোন?”
_হু।
_কি হয়েছিলো?
নরম সুরে জানতে চায় সে‌। রোদেলা কয়েক মূহুর্ত চুপ থেকে অস্ফুট স্বরে জবাব দেয়,”গর্ভপাত। পাঁচ মাস চলছিলো।”
তাশরিফের শুনে খারাপ লাগে,সে আর কোনো কথা বারায় না। রোদেলাকে দেখতে থাকে সে। কি অদ্ভুত মেয়েটা। রাস্তার মাঝখানে দাড়িয়ে কান্নায় ভেঙে পরা মেয়েটা এখানে এসে সম্পুর্ন স্বাভাবিক। নিজেকে খুব শক্ত প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এভাবেই কি সবসময় এই মেয়েটি নিজের দুর্বলতা লুকিয়ে রাখে। নিজের যন্ত্রনা গুলো লুকোতে গিয়েই কি স্বভাবে এতো কাঠিন্যতা প্রকাশ করে ফেলে রোদেলা !

“আপনি তো পুরো ভিজে গিয়েছেন। এভাবে কতক্ষন থাকবেন!”

_আমার ছোটো বোন আসছে বাবাকে নিয়ে এখানে, ও আমার পোশাক নিয়ে আসবে। অসুবিধা নেই।

তাশরিফ ধীরে ধীরে উঠে দাঁড়ায়। রোদেলা বলে,”কি ব্যাপার। আপনি উঠছেন কেনো?”
_আমার যেতে হবে।
_কিন্তু এই শরীরে এখনই বাইক চালাতে পারবেন?
_অসুবিধা নেই আই এ্যাম টোটালি ফিট।

রোদেলা আর কোনো কথা বলে না। কেউ নিজে থেকে যেতে চাইলে বারবার বাধা দেওয়াটা অনধিকার চর্চা করা হয়। তাই রোদেলা চুপ হয়ে থাকে।

তাশরিফ রোদেলার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়,”আশা করি আপনার বোন শিঘ্রই সেরে উঠবে, তাকে এই তীব্র শোক কাটিয়ে ওঠার মতো শক্তি দিক আল্লাহ। ভালো থাকবেন।”

তাশরিফ চলে যায়। রোদেলা কিছুক্ষণ তাকিয়ে থাকে সেদিকে,কথায় কথায় মানুষটাকে ধন্যবাদ দেওয়া হয়নি। বেডের কাছে মাথা ঘুরিয়ে তাকাতেই দেখতে পায় তাশরিফ তার হাত ঘড়ি টা ভুল করে ফেলে চলে গিয়েছে।
তাশরিফ চলে যাওয়ার কিছুক্ষণ পরেই বৃষ্টি এবং রুহুল আমি এসে হসপিটালে পৌঁছায়। রুহুল আমিন এসে কান্নায় ভেঙে পরে।

“হে আল্লাহ! আমার কোন পাপের শাস্তি তুমি ওই নিষ্পাপ মেয়েটাকে দিচ্ছো? এতো কেনো ভোগান্তি পোহাতে হচ্ছে আমার মেয়ে গুলো কে?”

রোদেলা বাবার থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। তার বাবার কান্না দেখতে একটুও ভালো লাগে না। সহ্য করতে পারে না সে। অসহনীয় যন্ত্রণা হয় বুকে। ছোটো বেলায় যখন তারা অসুখে পরতো বাবা ঠিক এভাবেই কাদতো, অসহায়ের মতো। তিন মেয়ের প্রতি বাবার অপরিসীম ভালোবাসার প্রকাশ সেই একই রকম রয়ে গিয়েছে। একটুও কমেনি। জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে রোদেলা। বৃষ্টির আনা শাড়ি টা তো পরে নিয়েছে কিন্তু সে বেশ টের পাচ্ছে তার ঠান্ডা লাগতে চলেছে।
“আপু।”
রোদেলা বৃষ্টির দিকে ফিরে তাকায়। মুখ শুকিয়ে একটুখানি হয়ে গিয়েছে পরীর মতো সুন্দর দেখতে মেয়েটির। যে বয়সে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়িয়ে আনন্দ করবার কথা,সেখানে এইটুকু বয়সে সম্পর্কের সব রকমের জটিলটা, জীবনের তিক্ত বাস্তবতা দেখে ফেলেছে সে ।
রোদেলা নিষ্প্রান গলায় বলে,”কিছু বলবি?”
_মাকে জানাবো না?
রোদেলা কড়া গলায় বলে,”না!”
_মায়ের তো অধিকার আছে জানার।
_তোর উপর থাকতে পারে। আমার কিংবা আপুর উপর নেই।

বৃষ্টি কোনো কথা বলে না। চুপচাপ বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে।
মেঘলার জ্ঞান এখনো ফেরেনি। হাসপাতালের করিডোরে বসে অপেক্ষা করছে সবাই, অপেক্ষার প্রহর যেন কাটছে না।

***

“আপনি কেনো এসেছেন।‌ কি দেখতে এসেছেন?”
রোদেলার ধমকে খানিকটা ঘাবড়ে যায় মাইনুল। মেঘলার জ্ঞান ফেরার পরে মেঘলা কি সব বলে দিয়েছে ! কপালে চিন্তার রেখা তার।

নিজেকে স্বাভাবিক রেখে বলে,” মেঘলার কি অবস্থা।”
_আপুর কি অবস্থা তা আপনার জানতে হবে না। আপনার বাচ্চা আর আপুর পেটে নেই। এবার আপুর প্রতি দরদের নাটক টা বন্ধ করুন।

মাইনুল চুপচাপ হজম করে নেয় রোদেলার অপমান। এই মেয়েটাকে সহজ ভাবলে চলবে না। এর সাথে তর্কে গেলেই বিপদ। নিজের ভোল পাল্টে নরম সুরে বলে,”আমার বৌয়ের প্রতি আমি দরদের নাটক দেখাবো কেনো!”

_বৌ আর থাকবে না। আপু সুস্থ হলেই তালাকের কাগজ রেডি করবো। কষ্ট করে এসে সাইন করে যাবেন।

বৃষ্টি দৌড়ে এসে বলে,”আপু বড় আপুর জ্ঞান ফিরেছে। চলো দেখা করে আসি।‌”

রোদেলা ছুটে চলে যায় মেঘলার কেবিনের কাছে। মাইনুল করিডোরে দাঁড়িয়ে থাকে। মেঘলা যদি সব বলে দেয় তাহলে !

***
মায়া মায়া মুখটার দিকে তাকাতেই বুকটা হুঁ হুঁ করে ওঠে রোদেলার। বোনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে সে। মেঘলা তার দিকে তাকিয়ে আছে।‌ অস্ফুট স্বরে বলে,”খুব ব্যাথা করছে।”
বোনের ডান হাতটা কাছে টেনে চুমো খেয়ে বলে,”ডাক্তার অষুধ দিয়ে দিয়েছে। সব ঠিক হয়ে যাবে।”

কয়েক মুহূর্ত পিনপতন নীরবতা বিরাজ করে ওদের মাঝে। একটা গভীর নিঃশ্বাস ফেলে মেঘলা বলে,”ও চলে গিয়ে বেঁচে গিয়েছে রোদেলা বল!”
কথাটি বলেই ঝরঝর করে কেঁদে দেয় মেঘলা। রোদেলা বোনকে আগলে নেয়। কন্ঠ স্বাভাবিক রেখে বলে,” চুপ! একদম চুপ!”

মেঘলা বলতে থাকে,”না ও বেচেই গিয়েছে। এই পৃথিবীতে জন্মালে ও আরেকটা “মেঘলা” হতো, একটা “মেঘলার” মতো জীবন পেতো ও। আমার মতো এমন জীবন যে আমার শত্রুরও চাইনা আমি। সেখানে ও তো আমার সন্তান। আমি খুব খুশি হয়েছি রোদেলা।”
অঝোর ধারায় কাঁদতে থাকে মেঘলা। রোদেলা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে,”তোকে বাঁচাতে এমন টা করতে হয়েছে আপু। একটু ধৈর্য্য ধর! সব ঠিক হয়ে যাবে।”

_সব ঠিক হয়ে গিয়েছে রোদেলা। সবকিছু ঠিক হয়ে গিয়েছে। জানিস অনেক দুশ্চিন্তা হতো, ভাবতাম এই যে একজনকে পৃথিবীতে আনছি,আমি ভালো মা হতে পারবো তো! সবাই সবসময় বলে আমাদের গায়ে তো আমাদের মায়েরও রক্ত বইছে,আমরাও ওনার মতো হবো। আমিও ভাবতাম,আমিও যদি খারাপ মা হই! কিন্তু দেখ এখন টেনশন করার কিছুই নেই। আরে,আমি তো মা-ই হতে পারবো না! খারাপ মা কি করে হবো বল। টেনশনের কিছু নেই। কেউ ভুগবে না আর, আমার মাধ্যমে আর কোনো রোদেলা,মেঘলা,বৃষ্টি আসবে না এই পৃথিবীতে ভুগতে।
অঝোর ধারায় মেঘলার চোখ থেকে পানি বেয়ে নামছে। বুকটা অসম্ভব ফাঁকা ফাঁকা লাগছে। সন্তান হারানোর কষ্ট, আজীবনে আর মা না হতে পারার যন্ত্রনায় তার কলিজাটা ছিরে বেরিয়ে যেতে চাইছে। রোদেলা শক্ত করে বোনের হাতদুটো মুঠোয় ভরে রাখে নিজের । বোনকে শান্তনা কিভাবে দেবে সে? বোনের যন্ত্রনাটুকুও বা নিভাবে ভাগ করে নেবে সে? এমন তো কোনো উপায় নেই। তার চেয়ে বোন একটু কাদুক। কাঁদলে যদি এক সমুদ্র যন্ত্রনার এক বিন্দুও চোখের পানির সাথে ঝরে যায় ক্ষতি তো কিছু নেই!

***
বৃষ্টি আর রুহুল আমিনকে রোদেলা সিএনজিতে তুলে দিয়ে আসে। আজও আয়েশা আর রোদেলা থাকবে মেঘলার কাছে। ডাক্তার বলেছে দুদিন পরে নিয়ে যেতে পারবে মেঘলাকে তারা। মেঘলার শশুর বাড়ি থেকে কেউ আসেনি দেখতে। রোদেলা মনে মনে দোয়া করেছিলো ওরা যেন না আসে। তাহলে সে নিজেকে ঠিক রাখতে পারতো না,হসপিটালে কোনো হাঙ্গামা সে করতে চায়না।

রোদেলা ধীরপায়ে হেটে মেঘলার মাথার কাছে গিয়ে বসে। কপালে হাত রেখে মৃদু স্বরে ডাকে,”আপু।”

মেঘলা চোখ মেলে তাকায়। কোনো সারা না দিয়ে চুপচাপ তাকিয়েই থাকে। রোদেলা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে,”এখন বলো। কি হয়েছিলো? কিভাবে ঘটেছে এসব!”

রোদেলার সরাসরি প্রশ্নে মেঘলা চোখ মুখ শক্ত করে ফেলে, ঠোঁট জোড়া কাঁপতে থাকে তার। রোদেলা মেঘলার চোখ দেখে সবটা বুঝে নেয়। তার চোখে মুখে রাগ আর ঘৃনায় আগুন জ্বলে ওঠে,তেজী কন্ঠে বলে ওঠে,”থানায় ডায়েরি করতে যাচ্ছি।”

মেঘলা রোদেলার হাত ধরে রাখে। রোদেলা বলে,”কি! এখনো বলবি বাদ দে রোদেলা‌? মানুষ টাতো আমাকে ভালোবাসে। এখনো এটা বলবি?”
মেঘলা একটা দীর্ঘশ্বাস ছাড়ে,”নাহ বলবো না।”
_তাহলে আমায় আটকাচ্ছিস কেনো? তুই মরে যেতে পারতি আপু। তোর সন্তান মরে গেছে ওই লোকটার জন্য,তোর জীবনের চূড়ান্ত সর্বনাশ হয়েছে ওই জানোয়ারটার জন্য,তুই আমায় আটকাচ্ছিস কেনো?
ধমকে ওঠে রোদেলা। দুফোঁটা চোখের পানি গড়িয়ে পরে মেঘলার চোখ থেকে, নিচু স্বরে বলে,”ও না বাসুক,আমি তো একটা দীর্ঘ সময় ওকে ভালোবেসেছি। সেজন্য বাদ দে। আমি কারো শাস্তি চাইনা রোদেলা। তবে কি জানিস, লাথি টা সরাসরি আমার বুকে লেগেছিলো, আমি মাটিতে লুটিয়ে পরার কয়েক মুহূর্ত আগে পর্যন্ত বিশ্বাস করতে পারছিলাম না যে ও সত্যিই এমনটা করেছে।”

রোদেলা আহত দৃষ্টিতে মেঘলার দিকে তাকিয়ে থাকে। অস্ফুট স্বরে বলে,”তুই না চাইলেও আমি এর শেষ দেখে ছাড়বো। জেলে পচিয়ে মারবো ওকে।”

***
“শুনুন।”
আয়েশা সিদ্দিকা ঘুরে তাকাতেই দেখতে পায় তারই বয়সের একজন ভদ্রমহিলা তার দিকে তাকিয়ে আছে। আয়েশার কাছে ভদ্রমহিলার চেহারা খানিকটা চেনা চেনা লাগে। মেঘলা, রোদেলা, বৃষ্টির চেহারার সাথে বেশ মিল আছে ভদ্রমহিলার। সবাই বলে ওরা তিনবোন মায়ের মতো সুন্দরী দেখতে। তবে কি ইনিই তিনি ! আয়েশা এর আগে কখনো দেখেনি মেঘলাদের মাকে। আয়েশা সিদ্দিকা পা থেকে মাথা অব্দি একবার তাকিয়ে বলে,”বলুন।”
ভদ্রমহিলার সাথে একজন ভদ্রলোক আছে। সে ভদ্রমহিলার পেছনে দাঁড়িয়ে আছে।
“আপনার নাম কি আয়েশা?”
আয়েশা কিছুটা অবাক হয়। মাথা নাড়িয়ে বলে,”জ্বি, আপনি?”

_আমি মলি। নাম শুনেছেন হয়তো।

আয়েশা মাথা ঝাঁকিয়ে হ্যা বলে।
মলি বলে,”202, এইটা মেঘলার কেবিন?”
আয়েশা মাথা নাড়ায়।

“রোদেলা।”
আয়েশার ডাকে দুবোন মাথা ঘুরিয়ে তার দিকে চায়। আয়েশা বলে,”মেঘলার সাথে কেউ দেখা করতে এসেছে।”
রোদেলা খানিকটা অবাক হয়। মেঘলার শশুর বাড়ি থেকে কেউ আসবে না তা জানে, তাহলে কে এসেছে! নানাবাড়ি থেকে কেউ!

“আপনারা ভেতরে আসুন।”
আয়েশা তাদের ডেকে একপাশে গিয়ে দাঁড়ায়। কেবিনের পর্দা সরিয়ে ভেতরে ঢোকে নাজমুন্নেছা মলি এবং রুবায়েত ফরাজী।

তাদের দেখতে পেয়ে দুইবোন চোখ মুখ শক্ত করে ফেলে। রোদেলা বেডের সাদা চাদর খামচে ধরে বসে আছে। আয়েশা বাইরে চলে যায়। এখানে এখন তার থাকা ঠিক না। রুবায়েত ফরাজির হাতে কিছু ফলের প্যাকেট। তিনি টেবিলের উপর সেগুলো রেখে মেঘলার দিকে একবার তাকায়। তারপর রোদেলাকে বলে,”কবে যেতে পারবে এখান থেকে?”
রোদেলা কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয়,”কাল বিকেল অথবা পরশু সকালেই।”

রুবায়েত ফরাজী নামের লোকটা তারপর মলির দিকে তাকিয়ে বলে,”তোমরা কথা বলো। আমি বাইরেই আছি।”

অতঃপর সে চলে যায়। মলি একটা চেয়ারে বসে। রোদেলা দৃঢ় কন্ঠে বলে ওঠে,”কেনো এসেছেন এখানে?”
মলি নিজের মেয়ে দুটোর মুখের দিকে তাকায়। রোদেলার দৃষ্টি বিছানার দিকে,মেঘলা শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউই তার দিকে তাকাচ্ছে না। কয়েক মুহূর্ত পরে সে বলে,”আমি আমার মেয়েকে দেখতে এসেছি।”
রোদেলা খিলখিল করে হাসতে থাকে। মেঘলার মুখে কোনো ভাবান্তর নেই। মলি চুপ চাপ রোদেলাকে দেখতে থাকে।
রোদেলা হাসি থামিয়ে বলে চোখ মুখ কঠিন করে ফেলে, তারপর বলে,”আমার ছোটো বেলায় আপনার কোনো এক পাড়াতো ভাই এসে আমাকে আদর করার ছলে রোজ বাজে ভাবে ছুঁতো। আমার খারাপ লাগলেও বিষয়টা বুঝে ওঠা কিংবা ব্যাখ্যা করার মতো বুদ্ধিমত্তা তখনও আমার হয়ে ওঠেনি। আপনাকে যখনই বলতে যেতাম যে “মা ওই মামাকে আমার ভালো লাগে না”,আপনি গায়ে মাখতেন না, তখন তো আপনি আপনার কথিত প্রেমিক নিয়ে ব্যস্ত থাকতেন, নিজের মেয়ের দিকে আপনার হুঁশ কোথায়! সেদিন গুলোর সেই দুর্বিষহ স্মৃতি গুলো ট্রমা হয়ে আমার পিছু নিয়েছে। আমাকে রোজ একটু একটু করে মারছে। বিশ্বাস করুন ওই সময়টায় আপনাকে আমার খুব খুব খুব প্রয়োজন ছিলো। আপনার আর বাবার ডিভোর্সের পরে,মেঘলা আপুর প্রথম যখন পিরিয়ড হলো। স্কুলে থেকে ম্যামের ফোন পেয়ে বাবা গিয়ে টিচার্স রুম থেকে মেঘলা আপুকে তার গায়ের একটা জ্যাকেট পেঁচিয়ে নিয়ে এসেছিলো । ভয়ে,সংকোচে,লজ্জায় এক সপ্তাহ আপু বাবার সামনে যায়নি। পেটে ব্যাথায় আপু খুব কাতরাতো পেটে হাত চেপে। বাবা কিছু বুঝতে পারতো না,তার বোঝার কথাও না। ওই সময়টায় আপনাকে আপুর প্রয়োজন ছিলো। একবার বৃষ্টির নিউমোনিয়া হলো, মা মা বলে প্রলাপ বকতো সারাদিন। ওই সময়টায় বৃষ্টির আপনাকে প্রয়োজন ছিলো। ওই সময় গুলোতে আপনাকে সত্যিই আমাদের তিন বোনের খুব খুব খুব প্রয়োজন ছিলো। বিশ্বাস করুন….এখন আর আপনাকে আমাদের প্রয়োজন নেই, একটুও নেই। আমরা নিজেদের কষ্ট নিজেরা লাঘব করতে শিখে গিয়েছি। অনেক বড় হয়ে গিয়েছি আমরা। আমাদের জীবনে আপনার সত্যিই আর কোনো প্রয়োজন নেই। তাই দয়া করে হুট হাট এভাবে আপনার উপস্থিতি দেখিয়ে আমাদের বিব্রত করবেন না।”

মলি তাকিয়ে থাকে তার মেজো মেয়ের দিকে। কয়েক মুহূর্ত পুরো কেবিন জুরে পিনপতন নীরবতা বিরাজ করে। সত্যি কথাই তো বলেছে রোদেলা,এর জবাব তো তার কাছে নেই! কিছুক্ষণ পর সে অস্ফুট স্বরে বলে ওঠে,”আয়েশা নামের ভদ্রমহিলাকে দেখলাম। দেখে খুব ভালো মানুষ মনে হলো।”
_হু, ভালো মানুষ এবং একজন ভালো মা হওয়ার ও চেষ্টা করছে সে।
একবাক্যে জবাব দেয় রোদেলা। মেঘলা নীরবতা ভেঙে দৃঢ় কন্ঠে বলে ওঠে,”রোদেলা ওনাকে এখন যেতে বল প্লিজ। শরীরটা যন্ত্রনায় বিষিয়ে উঠেছে,মনটাকেও বিষিয়ে দিতে নিষেধ কর।”

চলমান….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here