আঁধারের_তারাবাজি #অভ্রায়ীনি_ঐশি #পর্ব_১৬

0
355

#আঁধারের_তারাবাজি
#অভ্রায়ীনি_ঐশি
#পর্ব_১৬

ব্রাইডাল সাজে অসাধারন লাগছে তিশু কে।,,,কুঁড়েঘর স্টেজে দাড়িয়ে আছে সে।সামনেই পথ দিয়ে নানা ভঙ্গিতে নাচতে নাচতে এগিয়ে আসছে বর ভেসে থাকা রাহান।,,সাথে এখনকার ট্রেন্ডিং সং,, “আ্য দিল, চালেগা, আব না কোয়ি বাহানা”

তিশু দেখছে তার সামনে থাকা সুদর্শন পুরুষটাকে।,,এরেন্জ ম্যারেজ বলে খুব একটা কথাও হয়নি তাদের,,এই হাতে গোনা কয়েকবার।,,তাও যে রাহান এভাবে তাকে চমকে দিবে তা ভাবতে পারে নি তিশু।,,,,নাচতে নাচতে রাহান স্টেজে উঠে এলো রাহান।, হাটু গেড়ে বসে হাত বাড়িয়ে দিলে তিশুর দিকে..

“অভিনব পদ্ধতিতে এই অনাকাঙ্ক্ষিত পুরুষটাকে গ্রহন করবে তাশপ্রিয়া? হবে আমার মনের রানী?”

রাহানের কাজ দেখে নিচে সবাই হোওও করে আওয়াজ করে তুললো।লজ্জা মিশ্রিত হাসলো তিশু।চঞ্চল মেয়েটাও আজ লজ্জা পাচ্ছে। এটাই কি বিয়ে নামক সম্পর্কের অনুভুতি?হয়তো।,,,নতুন ভাবনা শুরু হলো সামনে থাকা রাহানকে নিয়ে।লোকটা কি সত্যিই তাকে মনের রানী করে রাখবে?,,

উত্তর খুজলো না তিশু।,,,মুচকি হেসে হাত রাখলো রাহানের হাতে।,,রাহানও প্রাপ্তির হাসি হাসলো।,,উঠে দাড়িয়ে চোখ রাখলো তিশুর মুখশ্রীতে।,,,আলতো স্বরে উচ্চারণ করলো..

“মাশাল্লাহ, ”

লজ্জায় নুইয়ে পড়লো তিশু।,,,,,

বিয়ে পড়ানো শুরু হলো,,সাথে সাথে নতুন দম্পতির মনে হানা দিলো নতুন সুখানুভূতি।

_____

“আ্যয় দিল, চালেগা আব না কোয়ি বাহানা,
গোরি কো হোগা, আব সাজান কে ঘার যানা”

কানের পাশে মেহনীয় কন্ঠে গানটা শুনে চমকে তাকালো মোম।, ঘুরতেই চোখে পড়লো নীল রঙের পাঞ্জাবির গলার কাজ করা বোতাম গুলো।,,,মুখ তুলে তাকালো উপরে,,চাপ দাড়ির ভাজে উকি মারা নভের মুখটা চোখে পড়লো।,,তার দৃষ্টি স্টেজের দিকে।,,মোমও মুখ ঘুরিয়ে তাকালো সেদিকে।,,মুচকি হেসে বললো..

“আপনার গানের গলা যথেষ্ট সুন্দর। এমন রোমিও না হয়ে গায়ক হলেও মানাতো।”

নভ মুখ না নাড়িয়েই শুধু চোখগুলো নামিয়ে তাকালো মোমের দিকে,,,,,আলতো হাসলোও।,,,মুখটা নামিয়ে ঠোঁট দিয়ে মোমের কানের লতি ছুই ছুই করে লো ভয়েজে বললো..

“নেক্সট সিরিয়াল তোমার,,,”

আবেশে মোম চোখ খিচে বন্ধ করে ফেললো,,খামছে ধরলো লেহেঙ্গার নিচের অংশ।,,,নভ আবারও সুর করে গেয়ে উপর..

“দুলহান তো সারমায়ি,,,সাজান জি ঘার আয়ি।,,”

মোম এক কদম সরে দাড়ালো।,,,নভ তার বাহু ধরে টেনে ঘোরালো নিজের দিকে।,,মোম এবার পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো নভের দিকে। আজ নভ কে অন্য রকম লাগছে।মোহনীয়,,নভের তীক্ষ্ণ চাহনি যুক্ত চোখ গুলোর মায়ায় ডুবলো মোম।,,আজ নিখুঁত ভাবে আবিষ্কার করলো মোম,,,নিঃসন্দেহে নভ একজন সুদর্শন পুরুষ।,,তাই বলেই তো এতো এতো মেয়ে তার সাথে থাকতে চায়,,,,

মোমের হঠাই মাথায় এলো…”আচ্ছা,জিমান কি এতোটা সুদর্শন ছিলো?”

নিজের ভাবনায় নিজেই থুথু ছেটালো মোম।।কি সব ভাবছে সে?কেন আবার ঐ জিমানের কথা ভাবছে সে?,,ভাববে না ঐ ছেলেটার কথা,,যে তার আর তার পরিবারের ইমোশন নিয়ে খেলেছে।,,,,,

“কোথায় হারালে মোম?”

নভের ডাকে খেয়াল পড়লো মোমের।,,নভে দৃষ্টি তার দিকেই। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে।,, ভ্রু কুচকে বললো..

“আমায় পাগল করার গুনটাও রপ্ত করে নিলে?”

বুঝলো না মোম,,মুখ উলটে পাতলা ঠোট নাড়িয়ে বললো..

“মানে?”

নভের দৃষ্টি জোড়া আবদ্ধ হলো সেই চকলেট কালার লিপস্টিক যুক্ত ঠোঁটে

“আবার ডাকে আমায়?”

বোকার মতো মোম বলে উঠলো..

“আমি কখন ডাকলাম/”

নভ একটু এগোলো,,,বাম হাত বাড়িয়ে মোমের ওরনার ভাজে কোমরে হাত ছোয়ালো,,,কেপে উঠলো মোম,,,,,নভ কপাল ঠেকলো মোমের কপালে,,,মোমের হাত আপনা আপনিই নভের বুকের দিকের পাঞ্জাবি খামছে ধরলো।,,, চোখ বুঝলো নভ,,

“এই যে?,,,চিকন চিকন ঠোঁট গুলো নাড়িয়ে বারবার ডাকছো আমায়??,,তোমার আরো,আরো,আরো কাছে?,,,পরে তো আমায় নির্লজ্জ বলবে আবার?”

মোম ভাষা হারালো।বলার মতো কিছুই খুজে পেলো নাহ।,,তাই নিরবই রইলো।,,এভাবে কতক্ষণ থাকলো জানা নেই।,,ঘোর কাটলো কারোর অনুজ্জ্বল কথায়,,,

“পাব্লিক প্লেজ এটা লাভ বার্ডস,,,একটু সামলে,,,”

নভ মোম দুজনেই তাকালো সেদিকে।,,,,,পুরো ইয়াং জেনারেশন দাড়িয়ে তাদের সামনে।সবার মুখেই মিটমিটিয়ে হাসি,,,, নভ হতাশ হয়ে বললো..

“তোরা?”

নোভা হেসে বললো..

“জ্বি,, মোমের মি.রোমিও,,,,.।এবার নিজের হাতটা তো সরাবি?”

মোমের খেয়াল হলো নভের হাত এখনো তার কোমরে।,,দ্রুত ঝটকা মেরে তার হাটতা সরালো মোম।,,,এদিক ওদিক তাকিয়ে দিলো একদিকে দৌড়।,,,

হুট করে এমন কান্ড দেখে,,,নভ ডাকলো পেছন থেকে..

“স্টপ মোম,,,পরে যাবে।সাবধানে।”

নভ এগোতে নিয়েও এগোলো না,,কারন মোম রুবির কাছে গিয়ে থেমেছে।,,,

“এই রে কিউটিপাই তো ভীষণ লজ্জা পেয়ে গেলো।”

নোভার কথায় নভ মুখ কুচকে বললো..

“তো তোরা লজ্জা দিলে এমনটা তো হবেই।,,’

হেসে দিলো সবাই,,,

” আচ্ছা ভাইয়া।,,একটাা কথা জিজ্ঞেস করি??”

নভ সাবলীল ভাবে উত্তর দিলো..

“বল,?”

” কিউটিপাইকে কেন এনেছিস এখানে?”

নভ ভ্রু কুচকে তাকালো নোভার দিকে।নোভা যেন অপ্রস্তুত হলো।বুঝেও নিলো নভের প্রশ্নটা একদম পছন্দ হয় নি।,,,তাই আমতা আমতা করে বললো..

“না মানে,,আগে তো কখনো এরকম মেয়েকে নিশে বাসায় আসিস নি,,,তাই..”

নভ দৃষ্টি দিলো দুরে দাড়িয়ে থাকা মোমের দিকে।,,কি সুন্দর হাত নাড়িয়ে নাড়িয়ে হেসে কথা বলছে রুবি আর কিছু মাঝবয়সী মহিলার সাথে।,,নভ আবারও হালকা করে মুগ্ধ হলো মোমের চিকন ঠোঁটের প্রসারিত হাসিতে।,,,দেখতে দেখতেই বললো…

“একা রাখতে চাই নি তাই।”

নোয়ান প্রশ্ন করেই বসলো..

“একা কোথায়,,, ওর তো ফ্যামিলি আছে।ওদের কাছেই থাকতো।”

নভ দৃষ্টি ফেরালো,,,কন্ঠ একটু খাদে নামিয়ে বললো…

“আমার থেকে দুরে রাখতে চাইনি তাই।,,”

সবাই অবাক হলো না।,,,এমন কিছুই আশা করেছিলো তারা।,,,এবার নোভা একটু সাহস জুগিয়ে বলেই ফেললো…

“প্রেমে পরেছিস ওর?”

নভ তাকালো বোনের দিকে।,,মুহুর্তেই মৃদু হাসলো।,,মাথা দুদিকে নাড়িয়ে জানিয়ে দিলো,,,না প্রেমে পড়েনি সে মোমের।,,,

সবাই এই উত্তরটা একদমই আশা করেনি।,,,তেজও একটু অবাক হলো।পরক্ষণেই ভাবলো,,,তার এই ধুরন্ধর বন্ধু সবই পারে,,,আপাতত নভের কথা আর কানে তুলতে পারলো না তেজ,,,,তার আগেই শশুড়মসাই এর ডাকে, স্থান ত্যাগ করলো,,

নিশান একটু বিরক্ত নিয়েই বললো..

“তাহলে কেন ওর সাথে এতো ক্লোজ হচ্ছিস তুই ভাই?,,,ও সরল মনের মেয়ে,,,তুই এভাবে ওর সাথে ছলনা করলে ও তোর প্রতি দুর্বল হয়ে যাবে।এটা কি তুই বুঝতে পারছিস না? ”

নভ শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো নিশানের দিকে।উত্তর দিলো না।,,দু কদম এগিয়ে আরাম করে একটা চেয়ারে বসলো।,,,

সবাই হা করে দেখতে লাগলো নভের ডোন্ট কেয়ার ভাবটা।,,,তা দেখে নভ চোখের ইশারায় সবাইকে বসতে বললো।

সবাই একে অপরের দিকে তাকিয়ে চেয়ার টেনে গোল হয়ে বসলো।দৃষ্টি নিবদ্ধ নভের দিকে।,,নভ আয়েশি ভঙ্গিতে ওয়েটারকে ডেকে সবার হাতে জুস ধরিয়ে দিয়েছে।নিজেও নিয়ে এক চুমুক দিলো।৷,, সবার কোনো পরিবর্তন না দেখে বললো…

“কি হলো,,,খা তোরা?,, ”

সবাই বুঝলো,এখন নভ কে ভুলেও উলটো প্রশ্ন করা যাবে না।,,,একটু একটু করে মুখেও তুললো জুস।,,,

প্রায় দু মিনিট সবাই চুপচাপ। নভের দৃষ্টি নিবদ্ধ মোমের হাস্যজ্জল মুখের দিকে।৷

“আম আ প্লে বয়।”

নভের মুখে এমন কথা শুনে বিষম খেলো ইশু,,,,কাশতে কাশতে তাকালো নভের দিকে।সবার চোফ জোড়া গোলগোল হয়ে আছে।,,,,

“ইয়াহ,,,,অনেক গুলো মেয়েই আমার ক্লোজ হয়েছে।,,বিনিময়?,,,”

ঠোটের বামদিকটা একটু উচু করে বাকা হাসলো নভ।,,,

“আমার টাকা আর,,,,,আমার এই হ্যান্ডসাম লুকিং।,,,,”

সবাই অবাক হয়ে শুনতে লাগলো নভের কথা।, এতোদিন নভের ব্যপারে তেমন কিছুই জানতো না সবাই।সত্যি বলতে নভই কখনো জানায় নি কিছু।,,

নিশান একটু সাহস জুগিয়ে বলেই ফেললো…

“তার মানে?,,মোমের এর সাথেও তুই ফ্লাট করছিস?”

নভ উত্তর দেওয়ার আগেই নোভা দ্রুত তেজ দেখিয়ে বলে উঠলো..

“দেখ ভাইয়া,,,তুই কিন্তু কিউটিপাই এর সাথে এমন করতে পারিস না,,,,আমরা হতে দেবো না ওর কোনো ক্ষতি।”

নভ ভ্রু কুচকালো,,,তবে কিছু বললো না,,,আবার বলতে শুরু করলো,,,

“সেদিন আমি ওকে তুলে আনার উদ্দেশ্যে ওদের বাড়ি যাইনি।,,,যানতাম জয়নাল এহসানের একটা মেয়ে আছে।তবে তা নিয়ে মাথা ঘামাই নি।,,,,যখন গেলাম তখনও খেয়াল ছিলো না,,,,সেই সময়ই চরম ভুলটা করলো মোম,,,আমার সামনে এসে।,,,”

একটু থামলো নভ,,,,আবার দৃষ্টি দিলো মোমের দিকে।,,,

“চেয়েছিলাম সেখানেই মেরে ফেলতে,,,তবে ওর ভয় মিশ্রিত মুখশ্রী আমায় আটকেছিলো।,,,,সেদিনই প্রথম আমার কাউকে মারতে গিয়ে হাত কেপেছিলো।,,,,ব্যস তুলে এনেছিলাম হলুদের শাড়ী পরিহিত সেই হলদেটে মোমকে,,,,। ওর বিয়ে হওয়ার কথা ছিলো সেদিন,,,,”

সবাই মনোযোগ দিয়ে শুনলো সব।সাথে আগ্রহও বাড়তে লাগলো আরো জানা।,,,ইশু কৌতুহল নিয়ে বললো…

“তুই ওর বিয়েটা ভেঙে দিলি?”

নভ দুদিকে মাথা নাড়ালো।যার অর্থ নাহ।,,,

“আগেরদি৷ হলুদের অনুষ্ঠানটা হলেও সেদিন আমরা যাওয়ার আগেই বর নিজে ফোন করে জানিয়েছে মোমকে সে বিয়ে করবে না।”

অবাক হলো সবাই,,নিশান তো বলেই ফেললো..

“কিহ!!!”

নোভা বললো..

“কিউটিপাইকে রিজেক্ট করলো?,,এই কোন ছেলে?,,,একমাত্র সন্ন্যাসী ছাড়া কিউটিকে রিজেক্ট করার মতো কেউ নেই।,,,,নিঃসন্দেহে ও একটা হুর।”

নভ উত্তর দিলো.

‘তা নিয়ে আমিও সন্দেহে ছিলাম।,, যতদুর শুনেছি,, মোম সব দিক দিয়েই ভালো।আচরনে,মিশুকতায় সব দিকে।,,,, সেদিন বুঝিনি।তবে এখন হয়তো কিছুটা আন্দাজ করতে পারছি।কেন সে মোমকে রিজেক্ট করেছে?”

“কেন?”

নভ থামলো,,,কন্ঠটা কাতর হলো,,,,

“আজ নয়,,,অন্য একদিন বলবো।,,,,,,,ওকে নিয়ে রিসোর্টে ছিলাম এতোদিন।,,চেয়েও পারিনি ওর সাথে ইন্টিমেন্ট হতে।,,,বন্ধুদের দিয়েও ট্রাই করেছিলাম।আবার নিজেই গিয়ে বাচিয়েছি ওকে।,কেন যেন পারিনি ওকে বিপদে ফেলতে।বারবার কানে ভেসে আসছিলো ওর বলা একটা কথা,,” আমাককে এই কয়েকটা দিন শান্তিতে বাচতে দাও।,,”,,,,,ধীরে ধীরে বুঝলাম আমি মোমের মায়ায় মত্ত হয়ে গেছি।,,,প্রেমে পড়িনি,,ভালোবেসেছি ওকে।হৃদয় থেকে।,,তবে আমার খুশির মুহুর্ত বেশিক্ষণ টিকলো না,,,জানতে পারলাম জিবনের সর্ব বিষাক্ত সত্যিটা।,,যা অন্তর নাড়িয়ে দিয়েছে আমার।,,,আমি এখনো জানি না সেই সত্যকে কিভাবে মিথ্যা প্রমান করবো।,, তবে আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাবো।হারাতে দেবো না আমার মোমকে।,,,ও আমার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে।,,,,,,”

থামলো নভ।গলা ধরে এলো তার।,,,ফেইরি লাইটের আলোয় তার চিকচিক করা চোখের পানি সবাই-ই দেখলো,,,,

তিনজনই অবাক নয়নে তাকিয়ে আছে নভের দিকে।,,জ্ঞান হয়েছে ধরে আজ পর্যন্ত নভকে কাদতে দেখেনি তারা।,,এখন কাদছে নভ,,,তাও মোমের জন্য। সবার মনেই প্রশ্ন,,, কি এমন বিষাক্ত সত্যি,,,?,, তবে এই মুহুর্তে নভকে জিজ্ঞেস করার মন করলো না কারোরই,,,,

নভ হাতের উলটো পিঠ দিয়ে চোখের পানিটুকু মুছে নিলো,,,,নিশানের দিকে তাকিয়ে বললো…

“কি বলছিলি না তুই?,,,আমার কাজ গুলোয় মোম আমার প্রতি দূর্বল হয়ে পড়বে?,,,আমি তো তাই-ই চাই।আমার মতো আমার মোমও আমার প্রতি তার অনুভূতির জন্ম দিক।,,,ভালোবাসুক আমায়।,,,তবে আপসোস,, আমি হাজার কিছু করলেও আমার মোম আমার প্রতি দূর্বল হবে না।,,,আর নারী হৃদয়,,হয়তো হয়ে যাবে দুর্বল। তবে আমি শিওর,,,ও নিজের অনুভূতি গুলো ব্যক্ত করবে না।,,,স্বযত্নে গুছিয়ে রাখবে নিজের মাঝে।,,,জ্বলে পুরে খাক হয়ে যাবে,,তবুও আমার প্রতি ওর উতলা ভাবটা প্রকাশ করবে না।,,”

বলতে বলতেই চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে উপরে মুখ রাখলো নভ।,,,ভ্রু কুচকে নিশান জিজ্ঞেস করলো..

“কেন?,,,ভালোবাসতে জানলে অবশ্যই ব্যক্ত করবে।”

মৃদু হাসলো নভ,,,আগের মতো থেকেই বললো…

“ও নিজের জন্য কারোর খারাপ চাইবে না,,,, সেটা আমি জানি।,,,নিজের খনিক সুখের জন্য ও আমার খারাপ করতে চাইবে না।,,,আগেরবার বিয়েটাও করতে চায়নি সে।জয়নাল এহসান মেয়েকে কসম দিয়েই রাজি করিয়েছিলেন।,,”

নোভা চিন্তিত হয়ে বললো…

“তাহলে তুই কি করে ওকে রাজি করাবি??”

নভ চোখ খুললো..।ঠোটের কোনে বাকা হাসি ঝুলিয়ে দৃষ্টি দিলে দুরে মোমের দিকে।,,,

“অবয়ব রায়ানিশ আমি।,,,রাজি নয়, ওকে জোর করে আমার কাছে টানবো।”

ইশু বললো..

“জোর করে কিছু হয়না ভাইয়া,,,”

নভ সাবলীলভাবে উত্তর দিলো…

“সবার গল্পটাও একই হয় না।,,,আমাদের গল্পের শুরুটাই যেমন আলাদা,,,শেষটাও বাকিদের থেকে আলাদাই হবে।,,,আর ভিন্নতা খোজার উদ্দেশ্যে,, আমাদের গল্পে জোর করে পাওয়া সম্পর্কটাই সুগভীর ভালোবাসা যুক্ত হবে।”

+++চলবে+++

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here