আমায়_রেখো_প্রিয়_প্রহরে #পর্ব_৮ Writer #প্রিমা_ফারনাজ_চৌধুরী

0
78

#আমায়_রেখো_প্রিয়_প্রহরে
#পর্ব_৮
Writer #প্রিমা_ফারনাজ_চৌধুরী

অভিক ক্লাসে পা রাখা মাত্রই পিনপতন নীরবতা নেমে এল। সে হান্টার ডেস্কে এটেনডেন্স শীটটা রেখে বলল

কি অবস্থা সবার?

নিহাত বলল

খুব ভালো। আপনি কেমন আছেন স্যার?

ওয়েল।

মেহুল ফিসফিস করে বলল

এই মেয়ে এমনি কারো সাথে কথা বলে না। এখন দেখ যেন মুখ দিয়ে খই ফুটছে।

অভিক এটেনডেন্স শীটটা নিহাতকে দিয়ে পূর্ব পশ্চিম পায়চারি করে বলল

আপনারা নোট করেছেন গতকালকের পড়া।

সবাই সমস্বরে আওয়াজ করলো।

ইয়েস স্যার।

অভিক বলল

ওকে। আমি যাকে বলতে বলব সে বলবেন। সবাই রেডি?

ইয়েস স্যার।

পেছন থেকে বলুন।

সুজানার বু্ক ধ্বক করে উঠলো। শান্তা হালকা করে চিল্লিয়ে উঠলো। বলল

হাহ হাহ দাঁড়াও বান্ধবী। ওররেহ…

সুজানা শুকনো ঢোক গিলে কনুইয়ের গুঁতো মারলো। বলল

চুপ। আর কাউকে পেল না। শেষমেশ আমাকে।

দেরী হচ্ছে। দাঁড়িয়ে পড়ুন।

সুজানা ধীরধীরে দাঁড়ালো।

অভিক প্রশ্ন ছুঁড়লো।

“What are the 5 components of financial analysis?”

সুজানা ভ্যাবলার মতো তাকালো।

অভিক নাকের মাথা ঘষে নিল মধ্যমা আঙুল দিয়ে। মেঝের দিকে তাকিয়ে বলল

পারবেন? না পারলে শাস্তি আছে।

সুজানা আঁড়চোখে বন্ধুদের দিকে তাকালো। সবাই দুঃখী দুঃখী চোখে তাকিয়ে সমবেদনা জানাচ্ছে।

অভিক মৃদু হেসে বলল

না পারলে বলুন।

সুজানা মিনমিন করে বলল।

পারব।

ওকে বলুন।

5 Key Elements of a Financial Analysis

Revenues.
Profits.
Operational Efficiency. .
Capital Efficiency and Solvency. .
Liquidity.

গুড। এগুলোর ডেফিনেশন বলুন।

সুজানা পান্ডুরমুখে অভিকের দিকে তাকালো। কিসের শাস্তি দিচ্ছে তাকে।

সুজানাকে প্রশ্ন করতে দেখে সবাই সেগুলো শিখতে ব্যস্ত। বাপরে বাপ স্যারটা এত ডেঞ্জারাস।

অভিক বলল

আপনি এভাবে দাঁড়িয়ে থাকুন । আমি না বলা অব্দি বসবেন না।

সুজানা বড় বড় চোখ করে তাকালো। সবাইও বিস্ময় নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো।

এমা এই স্যারটাকে তো বেশ ভালো মনে হয়েছিল। এ তো টাকলা স্যারের চাইতেও কম না।

সুজানা চুপচাপ দাঁড়িয়ে থাকলো মাথা নিচু করে। কলম দিয়ে শান্তা আর মেহুলকে গুঁতো মেরে বলল

দেখেছিস। এগুলো কোনো কথা।

মেহুল বলল

বাবারে বাবা ইনি আমার বর হতো?, উফফ বাঁচলাম। হিটলার একটা।

শান্তা খিক করে হেসে উঠে বলল

বর হলে ভালোই হতো। তোকে সোজা করে দিত।

উহুম। সাইফ ওয়াহিদ এমনিতেও আমাকে বাঁকা হতে দিচ্ছেনা। সোজাই আছি।

শাম্তা ঠোঁট টিপে হাসলো। সুজানা বলল

চুপ কর। আমি কি এভাবে দাঁড়িয়ে থাকব?

ঠিক তখনি অভিকের গলা ভেসে এল।

আপনারা বেশি কথা বলছেন। আপনার নাম কি যেন?

সুজানা বলল

আমি?

ইয়েস।

সুজানা থেমে থেমে উত্তর দিল।

সুজানা আফরিদা।

ওকে। আপনি এদিকে চলে আসুন।

কোনদিকে?

মাঝখানে। ডানপাশে। আসুন ।

সুজানা ফ্যাকাশে মুখে ব্যাগটা নিয়ে মাঝখানে চলে গেল। অভিক বলল

এবার বসতে পারেন।

সুজানা বসে পড়লো। বিড়বিড় বলল

উফফ।

অভিক পড়ায় নিয়ে গেল। এলইডি স্ক্রিনে তাক করে বলল

এগুলো নোট করুন। একটাও যেন বাদ না পড়ে।

কিছু টপিক স্ক্রিনে নিয়ে আসতেই সবাই লেখা শুরু করলো খাতা কলম নিয়ে। সুজানা লিখতে লিখতে মাথা তুলে আবারও স্ক্রিনের দিকে তাকাতেই স্যারের চোখাচোখি হতেই মাথা নামালো। যেই নামালো আর তুললো না। লিখলোও না। আরেকটি বার মাথা তুললে দেখতে পেত জ্ঞান বিতরণকারী শিক্ষকটির বেশিরভাগ নজরদারি তার উপর।

চলবে…….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here