#Addicted_love
Part:45
Aarizona Ella
আজকাল এলার মনটা বেশ ছটফট করে,,কেমন জানি লাগে এলার।।হাজারো সুখের মাঝে যেনো তার অতিত এর কাটানো মুহুর্ত গুলা বার বার উকি দেয়।আর এভাবেই দিন গুলা পার হচ্ছে এলার।
বসে আছি রুমে,,,জানি না এভাবে আর কতটা দিন যাপন করতে হবে।।
may i come in madam?(আদিয়ান)
আদিয়ানের ডাকে ভাবনাই ছেদ পড়লো।।
yeah ofcourse…আপনার বাড়ি পারমিশন এর কি আছে😊
আদিয়ান ভিতরে এসে খাটে বসলো।
তবুও মেনার বলে একটা কথা আছে না।(আদিয়ান)মুচকি হেসে।
আমিও ফরমালিটি বজিয়ে রাখার জন্য চাপা হাসি দিলাম।
আদিয়ান ভ্রু কুচকে তাকিয়ে আছে এলার দিকে।
ইশা আপনার মন কি খারাপ?(আদিয়ান)।
ক,,,,,ক, কই না তো।।😊আমি ঠিক আছি।।
হুম বুঝেছি।।।যা ই হোক আপনার মন তো একটু খারাপ সেটা আমি বুঝতেই পারছি।।আপনার মন ঠিক করার আমার কাছে একটা টিপস্ আছে।।।(আদিয়ান)এক চোখ টিপ দিয়ে।।
কি?
চলুন আমার সাথে।(আদিয়ান)
কিন্তু কোথায়? অবাক হয়ে।
আরেহ চলুন না।।।(আদিয়ান)আমার হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে আনলেন।
জুতা টা তো পরতে দিন।।হেসে বললাম।
তারাতারি।।।(আদিয়ান)
আমাকে নিয়ে রাস্তার পাশে একটি দোকানের সামনে গাড়ি টা থামালেন।
জলদি বের হোন।।। (আদিয়ান)
সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে।গাড়ি থেকে নেমে দেখছি এটা ফুচকার স্টল।।খুশিতে আমি আত্মহারা হয়ে গেছি।।মুখ হা করে একটা মন মাতানো হাসি দিয়ে ফুচকার স্টলের দিকে দৌড় দিলাম।
আরে আরে আস্তে যান পড়ে যাবেন।(আদিয়ান)
হেসে হেসে।
ফুচকাওয়ালা একটি বেঞ্চ নামিয়ে দিলেন।আর আমি তাতে বসে পরলাম। ৪ প্লেট ফুচকার ওর্ডার৷ করলাম।
আদিয়ান এখনো গাড়ির পাশে দাঁড়িয়ে আছে তার দিকে কোন ভ্রুক্ষেপ নেই এলার।তার বাচ্চামু কান্ড গুলো দেখে কুটকুটিয়ে হাসছে আদিয়ান।
আদিয়ান এলার পাশে গিয়ে বসলো।এলা দাঁত কেলিয়ে একটা হাসি দিলো আদিয়ানের দিকে তাকিয়ে।
ফুচকা সামনে হাজির হতেই এলা কোন প্লেট টা থেকে আগে শুরু করবে তা টের পাচ্ছে না।তাই একসাথে সব প্লেট থেকে দু হাত দিয়ে দুটো করে একসাথে পর পর মুখে পুরছে।
আর তা দেখে আদিয়ান হেসে যাচ্ছে।৫ মিনিট এ ৪ প্লেট ফুচকা সাবাড় করেছে এলা আর তা দেখে আদিয়ান বেশ অবাক হয়ে হাসছে।
বেশ দারুন ছিলো মামা আপনার ফুচকা লা জাবাব।।😍
আদিয়ান বিল দেয়ার জন্য উঠে স্টল এর সামনে গিয়ে দাড়াঁলো।।
বিল দিয়ে এসে এলাকে উঠতে বল্লো।
আপনি খাবেন না?
চার প্লেট ফুচকা একসাথে ৫ মিনিটে সাবাড় করেছেন,আমার জন্য একটা ও রাখলেন না,,তাহলে খাব কিভাবে?(আসিয়ান)হাসতে হাসতে।
আমি সরি আসলে খেয়াল করি নি😞আমি যে এতবড় খাদক তা আজকে বুঝেছি।।আচ্ছা আপনার জন্য আরেক প্লেট ওর্ডার করছি।😀
না না না থাক!!!আপনি খেয়েছেন তা দেখে আমি গরিবের পেট ভরে গেছে😑(আদিয়ান)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,।।চোখ মুখ বন্ধ করে জ্বীব্বাহ্ ই কামড় দিয়ে আছি😝😛
আচ্ছা চলুন বাড়ি ফেরা যাক।(আদিয়ান)
আচ্ছা।।
এলার হাসির আওয়াজ ভেসে আসছে।।কিন্তু কোন দিক থেকে আসছে তা বুজা যাচ্ছে না। হাসির শব্দ অনুসরণ করতে এগুতে দেখছে এলা একটি দোলনায় দুলছে আর কলকলিয়ে হাসছে।এলার চুল উড়ছে।ভোরের আলোই মুগ্ধ করা মন মাতানো পরিবেশ কে যেনো আরও মৌহনীয় করে তুলেছে এলার মায়াবি হাসির কলকলানি।
সাদা লম্বা কাপড় মাটি ছুইছে,এলার সাথে সাথে তার লম্বা ঘন চুলগুলো যেনো তাল মিলিয়ে দুলে যাচ্ছে।
কিন্তু এলার পেছনে এটা কে?যে এলার দোলনা দুলিয়ে চলছে।।আর এলার তার সাথে বার বার মিশে যেতে চেস্টা করছে।চেহারা দেখা যাচ্ছে না তার,এলার সাথে সাথে ব্যাক্তি টিরও হাসির আওয়াজ শুনা যাচ্ছে।দোলনা থেকে পরে যেতেই লোকটি এলাকে কোলে তুলে নিলো।
এলায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া।
উঠে বস্লো ইশফাক।চেহারার রঙ পরিবর্তন হয়ে গেছে ইশফাকের।আবারও শরীরে ধরধর করে ঘাম ছুটেছে।কাপুনি দিচ্ছে তার বিশাল দেহে।ইশফাক ফুপাচ্ছে,বিছানা ছেড়ে উঠে পানির বদলে ওয়াইন দিয়ে গ্লাস ভর্তি করে এক ঢোকে গিল্লো।পর পর গ্লাস ভর্তি করে এক বোতল ওয়াইন শেষ করলো ইশফাক।
চোখে মুখে ভয় এর ছাপ ভেসে উঠেছে।আর ঢলে পড়ে যাচ্ছে ইশফাক।
চলবে।