Addicted_love Part:51

0
1377

#Addicted_love
Part:51
Aarizona Ella
ইশফাকের দিকে চমকে তাকিয়ে আছে এলা,,আর ইশফাক এখনো অসহায়ের মতো তাকিয়ে আছে এলার দিকে। কেউ কিছু বলছে না শুধু চোখা চোখি হচ্ছে।
ইশফাক ধীর পায়ে এগুতে লাগলো এলার দিকে,, আর এলা এক পা এক পা পিছুচ্ছে।
এলার দিকে এগিয়ে যেতে যেতে হঠাৎ থেমে গেলো ইশফাক সাথে এলাও দাঁড়িয়ে গেলো।
পিছনে ফিরে ইশফাক দরজার দিকে আবারো এগিয়ে যেতে ই এলা থতমত খেয়ে গেলো তার এমন অস্বাভাবিক আচরণে।
দরজার পাশে যেতেই ইশফাক দাঁড়িয়ে গেল আর এলা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ইশফাকের দিকে।😕😧😲
ইশফাক দরজার চিপার মাঝখানে একহাত রেখে সজোরে দরজা দিয়ে পর পর ৩ বার বারি দিয়ে নিজের হাতকে থেতলে দিতেই এলা দৌড়ে গিয়ে ইশফাক কে বাধা দিলো।
ইশফায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়াক,,,কি করছেন আপনি পাগল হয়ে গেছেন?চেচিয়ে(কেঁদে কেঁদে)
ইশফাক এর হাত রক্তাক্ত হয়ে গেছে,, রক্ত হাত বেয়ে মাটিতে পরছে।
এলা নিজের ওড়না দিয়ে ইশফাকের হাত চেপে ধরে রক্ত বন্ধ করার চেষ্টা করছে।
তার মানে এটা আমার ভ্রম না? সত্যিই তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো?
মুচকি হেসে,আবার চোখ থেকে পানিও ঝরছে।ইশফাকের।
এলা কিছু বলছে না ইশফাক কে নিয়ে বেডে বসালো।
ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে ইশফাকের পাশে এসে বসলো।
ইশফাক উঠে দাঁড়ালো,ইশফাক কে দাঁড়াতে দেখে এলাও দাঁড়িয়ে পরলো।
রক্তমাখা হাতে এলার গাল ছুয়ে দিচ্ছে ইশফাক।।
তুমি আমার আশে পাশেই ছিলা বার বার অনুভব করেছি আমি,যখনই অনুভব করেছি তখনি তোমাকে পাগলের মতো খুজেছি,কিন্তু পাই নি,,আমার পাশে থাকার সত্ত্বেও কেন এতো দিন আমার কাছ থেকে নিজেকে আড়াল করে রেখেছিলে?
,,,,,,,,,,এসব কথা পরে বলা যাবে আগে আপনার হাতে ব্যান্ডেজ করা অতি অবশ্যক,,খুব রক্ত ঝরছে।এলা বেশ অস্থির হয়ে বলছে কথা গুলো।
যেদিন এখানে এসেছি সেদিনও তোমাকে আমি অনুভব করেছি,,আমার সামনে থেকে চলে গেছিলে তুমি,,,আমি দেখি নি তোমাকে কিন্তু তুমিতো দেখেছিলে এরপরও কেন তুমি আমার সামনে নিজেকে হাজির করো নি?(ইশফাক)
ইশফাক চুপ করেন,,আমি এসব ব্যাপারে কোন কথা বলতে চাচ্ছি না।😤
ইশা,,,,,,,,,যাতে আমি তোমাকে চিনতে না পারি তাই নিজের নামটাও বদলে দিয়েছো,,,,,,,,,সেদিন রাতে আমার স্পর্শ পেয়েও তুমি কিভাবে নিজেকে আড়াল করতে পারলে? আমার বুকের সাথে লাগার পরও কি আমার জন্য তোমার কোন অনুভূতি কাজ করে নি?আমি একবারও দেখি নি তোমাকে কিন্তু রোজ তুমি আমাকে আমার অবস্থা কে দেখেছো তাতে কোন সন্দেহ নেই,তা দেখেও কি তোমার ইচ্ছে হয় নি একটি বার আমার সামনে এসে আমার এই অসম্পূর্ণ জীবনে পরিপূর্ণতা এনে দিতে?
,,,,,,,,,,,,,,,,,,,,,,এলা নির্বাক।চোখ থেকে শুধু অঝোরে পানি পড়ছে,,তাকিয়ে আছে সে ইশফাক এর দিকে।
ছাদে যখন গান করছিলাম তখনও আমার লাগছিলো যে তুমি আমার পাশেই আছো,কিন্তু ভ্রম ভেবে আমি নিজের মনকে বুঝিয়েছি।তোমার ভালবাসার নেশা আমার উপর চড়তে চড়তে এমন ভাবে চড়েছে যেটা জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত অটল থাকবে,,নিজে ও একটা শারাবি হয়ে গেছি,,তোমার ভালবাসার গহিনে প্রবেশপথ টা যেন চিরস্থায়ী হয়ে গেছে আমার জন্য।(ইশফাক)
এলার মুখে রক্ত লেগে আছে,,এলা কাঁদছে।।কিছু বলার মতো ভাষা খুজে পাচ্ছে না সে।
তোমার আংটি?(ইশফাক)
এলা নিজের আংগুল চেক করতেই দেখলো হ্যাঁ তার হাতে আংটি নেই,,সে অবাক হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ইশফাকের দিকে।
ইশফাক পকেট থেকে আংটি বের করে এলার সামনে ধরলো।
এলা আতংকিত হয়ে পড়েছে।।
কিছুক্ষণ আগে ছাদে গিয়েছিলাম গীটার আনতে,,কারন ওইদিন ছাদেই গীটার ফেলে এসেছিলাম,,আর ছাদের দরজার পাশেই ফ্লোরে পেয়েছি তোমার আংটি মানে আমাদের এনগেজমেন্ট রিং।(ইশফাক)
এলার হাত টেনে নিয়ে আংগুলে রিংটি পড়িয়ে দিলো ইশফাক।
এলা নাগাদ একের পর এক ভ্যাবাচ্যাকা খেয়েই চলছে।😲😲😲
কিভাবে তুমি আমার কষ্ট দেখেও না দেখার মতো করে চলছিলে?এতটা ক্রুল তুমি কিভাবে হতে পারলে এলা?আমার পাগলামো গুলো কি তোমার চোখে একটি বার পড়লো না?জওয়াব দাও এলা?(ইশফাক)
আপনার কথাগুলো এখন অহেতুক,, সব শেষ হয়ে গেছে ইশফাক,এখন কিছুই আগের মতো নেই,,না আমি আমার মতো আছি আর না আপনি আপনার মতো,, এভাবে পাগলামি না করে নিজের পথ নিজেই বাছাই করে গন্তব্যে পৌঁছার চেস্টা করুন।এলা নিজেকে সাম্লে মনে পাথর রেখে বলছে কথা গুলো।
আমার গন্তব্য তুমি!!আমার শেষ ঠিকানাও তুমি,,আমার পুরো পৃথিবী জুড়ে এখন শুধু তুমিই আছো,,আমি অনেক বেশি ভালবাসি তোমাকে,, তোমাকে ছাড়া আমি প্রতি টা মুহূর্তে ধুকে ধুকে মরছি,,,অনেক ভালবেসে ফেলেছি তোমাকে আমি।(ইশফাক)
কিন্তু আমি বিন্দুমাত্রা ও ভালবাসি না আপনাকে,,অন্নেক বেশি ঘৃনা করি,,আমার হৃদয়ের প্রত্যেকটা অংশ থেকে আমি আপনাকে ঘৃনা করি,,,এখানের জখমগুলো একটা সময় শুকিয়ে যাবে ঠিক কিন্তু তার দাগ কখনো মুছে যাবে না। এলা বুকের বা পাশে আংগুল দিয়ে ইশারা করে বললো।
এগুলা মিথ্যে আমি জানি তুমি আমাকে আজও ভালবাসো আর তার প্রমান এই রিং যেটা তুমি এখনো নিজের কাছ থেকে আলাদা করো নি।(ইশফাক)
কে বলছে আপনাকে ভালবাসি তাই নিজের থেকে রিংটা আলাদা করতে পারি নি?
আপনার ভুল ধারণা জনাব ইশফাক চৌধুরী look at this ring properly!!It’s a diamond ring!!!!!আর আমার মতো চিপ ক্লাস মেয়ের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার,,সাত লক্ষ টাকা কে আমার মতো চিপ ক্লাস মেয়ে কি কখনো হাত ছাড়া করতে পারবে?nooo কখনো না,,আমি ভুল ধারণা পেলে রেখেছিলাম যে আপনি আমাকে ভালবাসতেন ঠিক আমার মতো তেমন ভুল ধারনা আপনিও আপনার মনে না পাললেই ভালো হয় কারন আমি চাই না এই ভুল সমীকরনের সংমিশ্রণে আপ্নিও আমার মতো ধ্বংস হয়ে যান।(এলা)
আমি সত্যিই অনুতপ্ত এলা, আমাকে মাফ করে দাও,,অনেক বেশি ভালবাসবো তোমাকে আমি,তোমার সব অভিমান আমি মুছে দিবো।(ইশফাক)
অভিমান তো মুছে দিবেন কিন্তু আমার বিঃশ্বাস কে কিভাবে জোড়া লাগাবেন?পারবেন জোড়া লাগাতে?
আমি এগুলার কিছুই জানি না,শুধু এটা জানি
আমি তোমাকে অনেক বেশি ভালবাসি,,তোমার খুশির জন্য আমি সব করতে রাজি আছি।(ইশফাক)
সত্যিই আমার খুশির জন্য আপনি সব করতে রাজি আছেন?ওয়াদা করুন আমি যা বলবো আপনি তা ই করবেন (এলা)
হ্যাঁ ওয়াদা করলাম তুমি যা বলবে আমি তাই করবো।(ইশফাক)
চলে যান এখান থেকে আর এই মুহুর্তে আমি তাতেই খুশি হবো।(ইশফাক)
এলায়ায়ায়া,নিজের থেকে আর দূরে সরিয়ে দিও না প্লিজ,,অনেক কষ্টে তোমাকে খুজে বের করেছি,,(ইশফাক)
আপনি আপনার ওয়াদা ভংগ করছেন,আমি জানতাম,,আপনার কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় ও না।
ঠিক আছে তোমার খুশির জন্য এই মুহুর্তে আমি এখান থেকে চলে যাচ্ছি,কিন্তু আমি আবার আসবো তোমাকে ফিরিয়ে নিতে।
ইশফাক অধর নয়নে কাঁদছে আর চলে যাচ্ছে,এলা জল ভরা চোখে তাকিয়ে আছে ইশফাকের যাওয়ার পানে।
যেনো এই মুহূর্ত এর কোন ইতি নেই,সময় টা ও থমকে গেছে যেনো,, তাদের আর্তনাদে যেনো প্রকৃতি টাও নিরব হয়ে গেছে।
চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here