আঁধার_ভিড়ে_সন্ধ্যাতারা❤️পর্ব-৩৪

0
677

#আঁধার_ভিড়ে_সন্ধ্যাতারা❤️
#লেখিকা_মালিহা_খান❤️
#পর্ব-৩৪

ক্যালেন্ডারের পাতা উল্টে কেটে গেছে কয়েকটি মাস।চৈত্রমাসের মাঝামাঝি সময় তখন।গরম পরেছে বেশ।
প্রখর সূর্যতাপের মধ্যেও গাড়ির জানালা খুলে রেখেছে মায়া।মুখের উপর আছড়ে পরছে তপ্ত রৌদ্ররশ্নিগুলো।তাপের চোটে লাল হয়ে আছে চেহারা।চোখগুলো খানিকটা কুঁচকানো তার।রাস্তার জ্যামে গাড়ি থেমে আছে ঘন্টাখানেক যাবত।গাড়ির স্টেয়ারিংয়ে হাত রেখে সিটে মাথা এলিয়ে রেখেছে আরিয়ান।রৌদ্রের মতো মায়ার মেজাজেও আজকে খুব তেজিভাব।সকাল থেকেই কেমন যেন খিটখিট করছে সে।আরিয়ানের ধারণা মায়ার মুড সুইং হলেও হতে পারে।তাই সেও বেশি কিছু বলেনি।মায়াকে নিয়ে বেরিয়েছে দুপুর একটার দিকে।এখন ঘড়ির কাঁটা গড়িয়ে দুইটা চল্লিশ।এতক্ষনেও শপিংমলে পৌছাতে পারেনি তারা।আগামী শুক্রবার ইতি-তন্ময়ের বিয়ে।সপ্তাহখানেক আগে ইতিকে বিয়ে করার প্রস্তাবটা পেশ করে তন্ময়।মানা করার কোনো কারণ নেই বিধায় সবার সম্মতিতেই বিয়েটা পাকা হয়ে গেছে ওদের।তাদের বিয়েটা হুট করে হলেও সবার বিয়েতো আর হুট করে হয়না।আয়োজন করেই হয়।সেজন্যই কিছু কেনাকাটা করতে বেরিয়েছে।
বেরোনোর খানিকপর থেকেই রোদের মধ্য জানলো খুলে রেখেছে মায়া।ওর নাকি রৌদ্রবিলাস করতে ইচ্ছে হচ্ছে।
লাইক সিরিয়াসলি?রৌদ্রবিলাসও কারো করতে মনে চায়?আরিয়ান ভেবে পায়না!মায়ার চিবুকের কাছে ঘাম হচ্ছে।আরিয়ানের নিজেরও শার্ট ভিজে গেছে।মায়া স্থির দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে।গরম সইতে পেরে আরিয়ান ক্লান্ত ভঙ্গিতে বলে,
—“মায়া জানলাটা লাগিয়ে দাও।এসি ছাড়ি।গরম লাগছেতো!

মায়া জলন্ত দৃষ্টি নি:ক্ষেপ করে ক্ষীপ্ত কন্ঠে ঠোঁট চেপে বলে,
—“হ্যাঁ,আপনারতো গরম লাগবেই।আপনিতো অনেক হট!মেয়েরাতো আপনাকে হট হট বলে মুখে ফেনা তুলে ফেলে।আপনার গরম লাগবেনা তো কি আমার গরম লাগবে?!!

এবার বিষয়টা ধরতে পারে আরিয়ান।এতক্ষন যাবত রোদে পুড়ে ছাই হওয়ার পরও মায়ার জানালা খুলে রাখার কারণটা চট করে ধরে ফেলে সে।
॥॥।।।।
কিছু সময় আগের কথা…
অনেকক্ষন যাবত জ্যামে আটকে ছিলো গাড়ি।প্রথম প্রথম জানালা খোলা থাকায় বাতাস ঢুকলেও তখন আর বাতাসের ছিঁটে ফোঁটাও ছিলনা।একটু স্বস্তির শ্বাস নেয়ার জন্য আরিয়ান যেওনা মুখের মাস্ক খুলেছে
ঠি ক তখনই কোথা থেকে যেনো দুজন মেয়ে দৌড়ে তার জানলার সামনে এসে দাড়ায়।তাদে মধ্য একজন অতি খুশিতে উত্তেজিত হয়ে উচ্ছ্বসিত কন্ঠে বলে,
—“মিস্টার আরিয়ান,আমার তো বিশ্বাসই হচ্ছেনা আপনাকে সামনাসামনি দেখছি।ক্যান আই টেক এ সেলফি উইথ ইউ?”

আরিয়ান একটু ডিস্টার্ব বোধ করলেও মুখে সেটা প্রকাশ করেনা।ঠোঁটে সৌজন্যমূলক হাসি ফুটিয়ে বলে,
—“ইয়াহ্ শিওর”।

মেয়েটা দ্রুত ফোন বের করে।চট করে একটা সেলফি তুলে বলে,
—“উফ!ইউ আর টু’মাচ হট।আই হ্যাভ আ বিগ ক্রাশ অন ইউ।”

আরিয়ান এবারো কোন অভিব্যক্তি দেখায়না।আড়চোখে একবার মায়ার দিকে তাকিয়ে দেখে সে বিস্মিত নয়নে এদিকে তাকিয়ে রয়েছে।ততক্ষনে মেয়েটা আরো কিছু বকবক করে যাচ্ছিলো সে শুনতে পায়নি।জ্যাম তখন একটু ছেড়েছে।আরিয়ান গাড়ি স্টার্ট দিতে উদ্যত হয়।মুখ ঘুড়িয়ে যখন মেয়েটার দিকে তাকায় তখনও সে বকবক করছে।আরিয়ান হেসে বলে,
—“নাইস টু মিট ইউ মিস!ক্যান আই গো নাও?”

—“জি জি অবশ্যই।অনেক ধন্যবাদ।”

আরিয়ান আর কিছু বলেনা।গ্লাস উঠিয়ে একটু আগাতেই আবারো জ্যামে আটকে যায় গাড়ি।


বর্তমান…

—“আর ইউ জেলাস?”

মায়া চট করে তাকায়।জানলা লাগিয়ে দেয়।নিজেই এসিটা ছেড়ে দিয়ে ঝাঁঝালো ভাবে বলে,
—“অবশ্যই আমি জেলাস।একেবারে জ্বলে পুঁড়ে জেলাস।আমি আপনার বউ,আমি জেলাস হবোনাতো কে জেলাস হবে।জেলাস হওয়ার সম্পুর্ণ অধিকার আছে আমার।আপনার কোন সমস্যা?”

আরিয়ান শব্দ করে হাসে।হাসতে হাসতেই মায়ার গাল টেনে বলে,
—“ইউ আর টু কিউট মায়া।”

মায়া একহাতে গাল ঘষে বলে,
—“ধ্যাত্,ব্যাথা পাইতো।”

______________
শপিংমলের সামনে গাড়ি থামে।আরিয়ান নিজের মাস্ক পরে,চোখে সানগ্লাস পরে মায়ার সিটবেল্ট খুলে দেয়।
নিজে নেমে মায়াকে হাত ধরে নামায়।মায়ার মাথায় ওড়নার আচঁল দিয়ে ঘোমটা টানা।মুখে মাস্ক পরার দরুন তাদের চেনার উপায় নেই।তারা দুজন বের হলে আরিয়ান সাথে কোন বডিগার্ড আনেনা।কখনোই না।

জুয়েলার্সের দোকানে ঢুকেছে তারা।দোকানের বাইরে যথেষ্ট সিকিউরিটি আর দোকানও ফাঁকা।তাই ভেতরে এসেই মাস্ক খুলে ফেলেছে তারা।একপাশে গহনা আবার আরেকপাশে ঘড়ির সেকশনও আছে।
আরিয়ান নিজের জন্য ঘড়ি দেখছে।মায়া দাড়িয়ে আছে পাশেই গহনা পছন্দ করে ইতিমধ্যে রিসিপসনে দিতেও বলে দিয়েছে সে।আরিয়ান একটার পর একটা ঘড়ির ট্রায়াল দিচ্ছে।হাতে পরছে আবার খুলে ফেলছে।নিজের গেট-আপের ব্যাপারে খুব সচেতন আরিয়ান।এই জন্যই তার প্রতি মেয়েরা আকৃষ্ট হয় বেশি।যেমন আজকে ব্ল্যাক প্যান্টের সাথে ওয়াইট শার্ট।হাতে মোটা ডায়েলের ঘড়ি পরা ছিলো।যেটা এখন মায়ার হাতে আছে।
হুট করেই একটা ঘড়ি আটকে যায় হাতে।কিছুক্ষন নাড়াচাড়া করেও খুলতে পারেনা আরিয়ান।এতক্ষন একজন মেয়ে স্টাফ ঘড়ি বের করে দিচ্ছিলো তাকে।তিনিই মুচকি হেসে বলে,
—“মে আই হেল্প ইউ স্যার?”

আরিয়ান হাতটা এগিয়ে দিয়ে বলে,
—“কাইন্ডলি ডু ইট ফাস্ট।”

মেয়েটার হাতের ছোয়াঁ আরিয়ানের হাতে লাগতেই আপন শক্তিতে জ্বলে উঠে মায়া।নিজের হাতের ঘড়িটা শব্দ করে কাঁচের উপর রাখে।আরিয়ানের হাতটা ঝাপটা মেরে নিজের হাতের মুঠেয় নিয়ে ঘড়ি খোলার চেষ্টা করতে করতে শক্ত কন্ঠে বলে,
—“আপনাদের এখানে ছেলে স্টাফ রাখা উচিত।”

সামনের মেয়েটা একটু থমকায়।আমতাআমতা করে বলে,
—“আসলে ম্যাম,একজন ছেলে স্টাফ আছে।ও আজকে ছুটিতে।তাই আমি ওর হয়ে কাজ করছি।”

মায়া উওর দেয়না।বিরবির করে বলে,
—“আজকেই যেতে হলো ছুটিতে।”

মেয়েটার কানে কথাটা না গেলেও আরিয়ানের কানে ঠি কই যায়।
মেয়েটা আরো কিছু বলতে চেলে সে চোখের ইশারায় মেয়েটাকে চুপ থাকতে বলে।
আরিয়ানের ঘড়ি খুলে দিয়ে মায়া মেয়েটাকে বলে,
—“নিন এটা প্যাক করে দেন।এটাই নিব”।

মেয়েটা প্রশ্নসূচক দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকাতেই আরিয়ান চোখ নামিয়ে সম্মতি দেয়।মেয়েটা মুচকি হেসে ঘড়িটা প্যাক করে।ভদ্রতার হাসি দিয়ে মায়ার সামনে একটা বক্স খুলে বলে,
—“ম্যাম এখানে ইউনিক ডিজাইনের পায়েল আছে।আপনি চাইলে দেখতে পারেন।”

মায়ার মুখটা চুপসে যায়।গলার স্বর নামিয়ে সে বলে,
—“নো থ্যাংকস।”

এরমধ্যই আরিয়ান একটা পায়েল হাতে তুলে নিয়েছে।লাল রুবি পাথরের অদ্ভুত সুন্দর একটা পায়েল।
দেখলেই চোখ আটকে যায় এরকম!আরিয়ান বলে,
—“এটা সুন্দর।তাইনা মায়া?নিবে?”

মায়ার নিজেরও এটা পছন্দ হয়েছে খুব।তবে তার পায়ের পড়ানো পায়েলটা সে খুলতে পারবেনা।তাই অপ্রস্তুত হেসে বলে,
—“খুব সুন্দর।কিন্তু আমার পায়েল আছে।এটা লাগবেনা।”

আরিয়ান তাকে জোড় করেনা।পায়েলটা রেখে দিয়ে মায়ার হাত ধরে বলে,
—“অনেক শপিং বাকি।চলো।”

ঘড়ি আর গহনার ব্যাগগুলো নিতে গেলেই বাঁধে আরেক বিপত্তি।ব্যাগগুলো আরিয়ানের হাতে দেয়ার সময় রিসিপসনের মেয়েটার হাত ছুটে যায়।ব্যাগগুলো যাতে না পরে সেজন্য শক্ত করে আরিয়ান ধরে ফেলে।ভুলবশত মেয়েটার হাতটাও তার মুঠোয় চলে আসে।সেকেন্ডের মাথায় সেটা ছাড়িয়ে নেয় আরিয়ান।মেয়েটা কাঁচুমাচু করে বলে,
—“এক্সট্রিমলি সরি স্যার।”

আরিয়ান”ইটস্ ওকে বলার পরপরই মায়া বলে,
—“আপনারা দুজন ছেলে স্টাফ রাখবেন।বুঝলেন?একজন না আসলেও যাতে অন্যজন তার কাজ করতে পারে।তাহলেই আর অহেতুক এই ঝামেলা গুলা হয়না।”

আরো কিছু বলার আগেই আরিয়ান তার হাত টেনে বেরিয়ে আসে।সব শপিং শেষে গাড়িতে উঠে তারা।
আরিয়ান গাড়ি স্টার্ট দেয়ার আগমূহুর্তে বলে,
—“মায়াবতী,আ’ম অনলি ইওর’।তুমি ছাড়া কেউই আমাকে আকৃষ্ট করতে পারেনা আর না কখনো পারবে।মনে রেখো।”

____________
আরিয়ান তার অফিসের দিকে গাড়ি ঘুরায়।মায়া জিজ্ঞাসু কন্ঠে বলে,
—“এখন বাসায় যাবেননা?”

—“না,আমার অফিসে একটু কাজ আছে।শেষ করেই ফিরবো।”

—“আর আমি?”

—“তুমিও যাবে আমার সাথে।এনি প্রবলেম?”

—“নাহ্ চলুন।একটু থেমে আবার বলে সে,তন্ময় ভাইয়া,ইতি ওরা ফিরেছে বাসায়?ওদের না কোথায় যাওয়ার কথা ছিলো?”

আরিয়ান বিরবির করে বলে,”ওরাতো কোথাও যায়ই নি।ফিরবে আবার কি?”
তবে মুখে বলে,
—“ফোন করেনি।হয়তো ফিরেনি এখনো।”

বেশ কিছুক্ষণ পরে অফিসে পৌছায় তারা।আরিয়ান এটা ওটা বলে অনেকক্ষন আটকে রাখে মায়াকে।মায়ার একটু খটকা লাগে।আরিয়ান তো কখনো সে সাথে থাকলে এতো বিজি থাকেনা।বরং জলদি কাজ শেষ করে বাসায় ফিরে।নয়তো মায়াকে বাসায় দিয়েই অফিসে আসে।আজকে সেই সকালে বের হলো আর এখন রাত হয়ে যাচ্ছে তবুও ফিরছেনা।ঘড়ির কাঁটা যখন দশটা ছুঁইছুঁই তখন তাকে নিয়ে বের হয় আরিয়ান।মায়া তখন ক্লান্ত।ক্লান্ত ভঙ্গিতে সিটে মাথা এলিয়ে দেয় সে।আরিয়ান আরো একটু হেলাফেলা করে।উল্টা রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে অবশেষে এগারোটা বাজে বাড়ির সামনে গাড়ি থামায়।

~চলবে~

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here