ত্যাগের সংসার – পর্ব ৫৭

0
218

#ত্যাগের_সংসার
লেখিকা সুরিয়া মিম
part : 57
!
আমি রাগলে তোমার কি?
!
আসলেই আমার কি?
গুডনাইট
!
গুড আমার নাইট কিনা জানিনা?
তবে তুমি কাছে থাকলে
!
সবকিছু রাইট
তখন আমি বেগম কে জড়িয়ে ঘুমিয়ে যাই
!
মাঝরাতে হঠাৎ জেগে দেখি
আমার ছেলে দুটো আমাকে জড়িয়ে ধরে আছে
!
আমি ওদের মাথায় হাত রাখতেই
ওরা বলে
!
বাবা একটু বাহিরে আসবে প্লিজ
!
হ্যা বাবা চল
কি হয়েছে এবার বলতো?
!
এগুলো কি বাবা?
!
এগুলো কোথায় পেয়েছিস?
!
সেগুলো তোমার না জানলে ও চলবে
আগে বলো
!
তুমি আমাদের বলোনি কেন?
মাকে বলেছ?
মা জানে?
!
না
!
শুধু রিপোর্ট পেয়ে বসে আছো
ভালো কোনো ডক্টর কে কন্সাল্ট করনি কেন?
!
যখন বাঁচবো না
তখন টাকা গুলো উড়িয়ে লাভ কি বাবা?
!
তুমি কি পাগল হয়েছ বাবা?
তুমি জানো মা জানলে কতোটা কষ্ট পাবে
!
এমন তো না
যে আমাদের কোনো সামর্থ্য নেই?
সামর্থ্য থাকতেও তুমি কেন এমন করছ?
!
এতো বড় ছেলেরা কাঁদে নাকি হুম?
আরে আমি গেলে তো
!
তোরা তোদের মাকে দেখে রাখবি
এভাবে কাঁদছিস কেন বাবা?
!
তুমি কথা ঘুরিয়ো না প্লিজ
আচ্ছা এই ইশা আন্টি কে নিয়ে মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি
!
তুমি এর জন্যে করেছিলে?
বাবা সত্যি করে বলতো?
!
আমি যানতাম তোদের না আমার অসুখেরর কথা শুনলে অসুস্থ হয়ে পরবে
!
আমি চাইনি ও আমার জন্যে অসুস্থ হয়ে পরুক
!
তাই আমাদের মাঝে দূরত্ব তৈরি করার চেষ্টা করেছিলাম
!
কিন্তু আমি পারিনি
বিয়ের এতো বছর বয়সে
!
আমাদের মাঝে অনেক
ঝামেলা হয়েছে ঝামেলা কোন স্বামী স্ত্রীর মধ্যে হয় না
!
ছোটোখাটো ঝামেলা সবার মধ্যেই হয়
আর আমাদের ঝামেলা
!
তোদের মাকে
সারাদিনে সময় দিতে পারতাম না
!
এই জন্যে হতো
আর আমি দিতে চাইলে ও
!
সে তার কাজের ব্যস্ততা দেখাত
তাই রাগারাগি হতো
!
এতকিছুর মাঝে ও আমার স্বস্তি শান্তির স্থান তোদের মায়ের কাছে ছিলো আছে এবং সারাজীবন থাকবে
!
ইশা তো একটা নিমিত্ত মাএ
ওকে কখনওই আমার বন্ধু ছাড়া আরকিছু ভাবিনী
!
আমি আমার সমস্ত এক্সপেকটেশনস তোদের মাকে ঘিরে
!
আমি কখনো চাইনি
ও আমাকে ছেড়ে চলে যাক
!
আমি শুধু চেয়েছি
আমার ওপর থেকে ওর নির্ভরশীলতা টা কমে যাক
!
কারন আমি দেখেছি
বাবা মা মারা যাওয়ার পরে ও কতোটা ভেঙে পরেছিল
!
আমি চাইনি
আমার কিছু হলে ও ভেঙে পরুক
!
আমার জীবনে তোদের মাকে ছাড়া কাওকে ভালোবাসিনি
!
তাই ওর কথা ভেবে
ইশা কে নিয়ে মাএা অতিরিক্ত বাড়াবাড়ি করেছি
!
যার ফল তোরা দেখতেই পাচ্ছিস
!
বাবা আমি চাইনা ওকে কিছু জানাতে
তোরা ও মাকে জানাবি না কেমন?
!
আচ্ছা জানাবোনা
তবে তুমি কালকেই আমাদের সাথে ডক্টরের কাছে যাবে
!
আচ্ছা যাবো
ইদানীং আমারো খুব বাঁচতে ইচ্ছে করে
!
তোমার কিছু হবেনা বাবা
!
কার কি হবে?
!
কিছুনা
বেগম তুমি উঠে এসেছ কেন?
!
চলো শুতে চলো
!
বাবারা অনেক রাত হয়েছে
তোরা ও শুতে যা
!
ব্যাপার কি?
!
কিছুনা পাগলি
!
!
!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here