অবাধ্য_বাঁধনে #পলি_আনান [পর্ব সংখ্যা ২৮]

0
553

#অবাধ্য_বাঁধনে
#পলি_আনান
[পর্ব সংখ্যা ২৮]
_____________________
নিষ্প্রাণ চোখে ঈশার দিকে চোখ বুলালেন মুজাহিদ হাসান।মেয়েটা দুরন্ত হাতে ঈশানদের আনা প্রতিটা জিনিস দেখছে, তার পাশে প্রতিটা খাবার নিদিষ্ট স্থানে রাখছে অনু।দশ বারো পদের মিষ্টিতে টেবিল ভরে গেছে ঈশানরা মিষ্টি আনতে কার্পন্য করেনি।কিছু প্যাকেটে ফলফলাদি ছিল,আলাদা একটা ব্যাগে ছিলো কিছু কুকিজ,চকলেট এগুলো নিশ্চয়ই ঈশাকে উদ্দেশ্য করে এনেছে অগোচরে হাসলো ঈশা।

” মিষ্টি গুলো ভাগ করো ঈশা অনুদের জন্য একভাগ আর তোমার ফুফুদের জন্য নাও।”

সুলতানার কথায় মাথা দুলালো ঈশা।প্রতিটা প্যাকেট নিয়ে এগিয়ে গেলো রান্না ঘরে।তার পিছু পিছু এগিয়ে গেলো অনু।এতক্ষণ ঈশার উপস্থিতিতে মুখে কুলুপ এঁটে বসেছিলো সবাই মেয়েটা চলে যেতে সবার প্রথমে মুখ খুললো হাসিন।

” এই প্রস্তাবে তোমাদের মতামত কি মামা?”

” একজন বাবা হিসেবে মেয়ের জন্য যেমন চেয়েছি তেমনটা আমি পেয়েছি কিন্তু মনে দাগ রইলো ঈশানের সেই ব্যবহারে।ঈশান নিজের দিক থেকে হয়তো ঠিক পাওনা টাকা আদায়ের দায়ে সে যা ইচ্ছে তা কর‍তে পারে।সব ভুলে আমি ঈশানকে গ্রহণ কর‍তে পারি কিন্তু আমার পরিবারের বাইরে নয় সবার ইতিবাচক সাড়ায় আমি মেয়ে অন্যর ঘরে পাঠাবো।”

” মামা ঈশানকে আমার মোটেও পছন্দ না ক্ষমতার দাপট তার প্রতিটা স্তরে স্তরে আছে।তোমরা শুধু এই কথা ভাবো তোমাদের সাথে ঈশানদের কোন কিছু মানানসই হবে?ঈশানের কিসের অভাব নেই?আর তোমাদের দিকে তাকাও তাদের কাছে তোমরা তুচ্ছতম।”

” ওনারা নিশ্চয়ই এসব ভেবে প্রস্তাব রেখেছে।”

” ঈশান যদি বিয়ের পর মত ঘুরিয়ে নেয়?বড় লোক ছেলে বলা তো যা না কখন কি করে?”

স্বল্প হাসলেন মুজাহিদ হাসান।হাসিনের চোখে তিনি ঈশার জন্য চিন্তা দেখেছেন,ভালোবাসা দেখেছেন আর সেটা একমাত্র বোন হিসেবে।

” আমার মেয়ের ভাগ্য যদি খারাপ হয় তাহলে পৃথিবীর যে কোন প্রান্তে যে কোন ছেলের সাথে জুড়ে দিলে তার নিয়তি নিয়ম অনুসারেই চলবে।”

” তার মানে তুমি বিয়েতে রাজি?”

” আমি আমার মতামত এখনো গ্রহণ করিনি আমার আরো সদস্য আছে আমার একমাত্র মেয়ে, আপনজন সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানাবো।তবে আগে তোমার মত জানাও হাসিন।”

” এমন না যে আমি চাই না ঈশানের সাথে ঈশার বিয়েটা হোক।ভাগ্যে থাকলে যে কোন বাঁধা পেরিয়ে অবশ্যই এই বিয়ে হবে তবে তার আগে আমার ঈশানের সাথে একান্ত কথা বলা প্রয়োজন।”

” বেশ তুমি বলতে পারো।সুলতানা তোমার মতামত জানাও।”

” ইয়ে মানে ঈশানের পরিবার আমার ভীষণ পছন্দ হয়েছে আমাদের মেয়েটাকে কত আদর করে।মানুষ পালটে যায় ,সময় অসময়ে পাল্টে যায় তাই বলছি কি ভেবে চিনতে…”

বসার ঘরে উপস্থিত হলো ঈশা তার আগমনে নিশ্চুপ রইলেন সুলতানা।বাবা মায়ের অদ্ভুত আচরণে কিছুটা খটকা লাগলো ঈশার।হঠাৎ কি এমন হলো যে সারাদিনের অনন্দ চোখের পলকে ম্লান হয়ে গেলো।

” হাসিন ভাইয়া কি এক্ষুনি চলে যাবে?”

” হ্যা এক্ষুনি যাব।তুই সাবধানে থাকিস পায়ের ব্যান্ডেজ বাসায় খোলার দরকার নেই হসপিটালে যাবি ড্রেসিং করে দেবে।”
.
মুজাহিদ হাসান নির্ভরযোগ্য আত্মীয় সজনকে জানালেন ঈশার বিয়ের ব্যপারে।ঈশানের নাম প্রতিপত্তি শুনে সবাই এক পায়ে রাজি কোন দ্বিমত পোষণ করলেন না কেউ।ঈশার খালামনি শুনে ভীষণ খুশি হলেন শ্রেয়ার বিয়েতে ঈশানের সাথে তার আলাপ হয়েছে এমনি ঈশানের মায়ের সাথেও মানুষ হিসেবে তারা বড্ড ভালো।ঈশার ফুফা ফুফু ইতিবাচক মতামত দিয়েছেন শুধু সন্দিহান হাসিন সে আগে ঈশানের সঙ্গে আলাপ করবে তারপর বাকি সিদ্ধান্ত।পরিবারের সবার মতামত গ্রহণ করলেও ঈশার মামার বাড়ির কাউকে এই সম্পর্কে জানানো হলো না।এই বিষয়ে অবশ্য একটা কারণ আছে স্বভাবের দিক থেকে ঈশার মামির দোষ আছে অন্যর ভালো তিনি সইতে পারেন না।এই তো শ্রেয়ার বিয়ে নিয়ে সে কি তুলকালাম কান্ড অন্যত্র তার বিয়ে হতে গিয়েও হলো না।বিয়ে ঠিক হওয়ার আগ মুহূর্তে পেছনে মেয়েটার নামে বদনাম রটানো হলো তার নাকি চরিত্রের দোষ আছে।এসব সহজে বিশ্বাস করলো ছেলের মা।সেই বিয়েটা ভাঙ্গার পর মানসিক ভাবে ভেঙ্গে পড়লো শ্রেয়া।ঈশার মামি সুমার এসব কুটকাচিলে যথেষ্ট প্রমাণ থাকলেও কেউ আর ঝামেলা বাড়ালো না।সবার মতামত গ্রহণ করলেও এখনো ঈশার মতামত নেওয়া হলো না মুজাহিদ হাসানের।মেয়েটা কি চায়? আদৌ সে কি এই বিয়েতে রাজি হবে?

গতকাল বাড়ি ফিরে ঈশান আর একবারেও কল করলো না ঈশাকে এমনকি মেসেজো না।সে কী কোন কারণে রুষ্ট হয়েছে?ভাবনার অতলে হারিয়ে গেলো ঈশা।টিউশনি শেষে কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছে নরম দেহখানি এলিয়ে দিয়েছে বিছানায়।ফুল স্প্রিডে ফ্যানের বাতাসে এলোমেলো করে দিচ্ছে তার খোলা চুল।

” ঈশা মা আসবো?”

মুজাহিদ হাসানের কণ্ঠে তুরন্ত উঠে বসলো ঈশা।গায়ের পোষাক ঠিক করে মুজাহিদ হাসানকে ডাকে।ছোট ছোট পা ফেলে মেয়ের পাশে বসলেন তিনি।

” বেশি ক্লান্ত লাগছে মা?লেবুর শরবত করে দিবো?”

” না না ঠিক আছি আব্বু।হঠাৎ এলে?”

“তুমি তো বড় হয়েছো মা বিয়ের নিয়ে অনেক প্রস্তাব এসেছে।তবে এবারের প্রস্তাবটা একটু স্পেশাল।”

” কিন্তু কেন?”

” ঈশানের মা গতকাল প্রস্তাব রেখেছেন তার ছেলের জন্য তোমাকে চায়।”

” তোমরা কি বললে?”

” বলছি আমার পরিবারের সবার মতামত জেনে তাদের জানাবো।এই ব্যপারে তোমার ফুফু,খালা,মা সবাই রাজি আছেন আমিও রাজি তবে এত সবার মতামতের মাঝে তোমারটা যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।তোমার কি পছন্দের কেউ আছে?আমাকে বলতে দ্বিধা করবে না ।”

“না না আব্বু ত..তেমন কেউ নেই।”

” শুনে খুশি হলাম আম্মু।এবার তোমার মতামত জানাও তুমি রাজি?নাকি সময় চাও।”

” আমি সময় চাই আব্বু এত তাড়াহুড়ো.. ”

মুজাহিদ হাসান মেয়ের চাওয়া বুঝলেন।হাত বুলিয়ে দিলেন ঈশার মাথায়।

” বুঝতে পেরেছি তুমি যা চাইছো তাই হবে।আজ রাতে হাসিন ঈশানের সাথে দেখা করবে হাসিন নিজ থেকে কিছু যাচাই-বাছাই কর‍তে চায়।”

৬৩.

” তোমার সঙ্গে আমার বোনের বিয়ে কেন দিব?মানে বলতে চাইছি তুমি কোন দিক দিয়ে আমার বোনের যোগ্য?”

পাইনাপেল জুসটা মাত্র মুখে তুলে ছিলো ঈশান।হাসিনের প্রশ্নে নাক মুখ ছিটলে বেরিয়ে এলো সেই তরল পদার্থ।পেট ফেটে এলো অট্টহাসি তবুও নিজেকে করলো সংযত।নাকে জুস যাওয়ায় নাকটা মুহূর্তে জ্বলে উঠলো টিস্যুর সাহায্যে দ্রুত মুখ মুছে হাসিনকে বলে,

” সরি ভাইয়া সরি।”

” ইটস ওকে।”

” খাওয়ার শুরু করুন ঠান্ডা হয়ে যাবে।”

” বললে না যে।”

” কী?”

” এই যে তোমার সঙ্গে আমার বোনের বিয়ে কেন দিব?”

ঈশান থমকালো এই মুহূর্তে কি উত্তর দেওয়া যায়?এ কথা তো ভুলেও বলা যাবে না সে ঈশাকে ভালোবাসে তবে যে সবটা ঘেটে ঘ হয়ে যাবে।নিজেকে প্রস্তাত করে নিলো ঈশান স্মিত হেসে বলে,

” আপনার প্রশ্নটা ছিল বেমানান ভাইয়া।এই প্রশ্নের উত্তর আর আমি কী দিব?আমার সঙ্গে আপনার বোনের বিয়ে কেন দিবেন?সেটা আপনার বিষয় আপনি যাচাই-বাছাই করে আমাকে উপযুক্ত ভাবলে তারপর যা হবার হবে।অথচ আপনি এই প্রশ্ন আমাকে করে বসলেন।যদি বলতেন আমি কেন ঈশাকে বিয়ে করতে রাজি হয়েছি তাহলে এর যুতসই উত্তর আমি দিতাম।”

নড়ে চড়ে বসলো হাসিন।স্টেকের উপর দক্ষ হাতে ছু ড়ি চালিয়ে কেটে নিলো একপিস মাংস।মুখে তুলতে না তুলতে ঈশান পুনরায় বলে,

” আর যোগ্যতার প্রশ্ন তুলছেন,কোন দিক দিয়ে আমাকে অযোগ্য মনে হয়েছে আপনার?টাকা পয়সা অর্থবিত্ত কোন দিক দিয়ে পিছিয়ে নেই আর রইলো বাকি মনের মিল সেটা আপনার বোনের বিষয় সে কতটা ভালোবাসা আদায় করে নিতে পারে আমার কাছ থেকে সেটা বড় কথা।”

গলা ঝারলো হাসিন কি বলবে না বলবে ভেবে পেলো না সে।হাসিনকে জব্দ করে বেশ মজা লাগলো ঈশানের।ঈশান নিশ্চিন্ত মনে দক্ষ হাতে কাটতে থাকে স্টেক।কাটা চামচের সাহায্যে এক টুকরো মাংস তুলে ম্যাশ পটেটোতে চুবিয়ে মুখে পুরে নিলো তার চাবানোর ভঙ্গিমা দেখে আড় চোখে তাকালো হাসিন।মনে হচ্ছে যেন ঈশান তাকে এভাবে পিষে ফেলতে চাইছে।

” ঈশা আমার মায়ের পেটের বোন না হলেও ওঁকে আমি কোন অংশে কম দেখিনা।তাছাড়া আপনার সাথে এর আগে একটা ঝামেলা হয়েছে তার।”

” এসব কথা আমি মাথায় রাখিনি।রাখতেও চাই না।”

” শুনে ভালো লাগলো।”

” তাহলে বলতে চাইছেন বিয়েটা ফাইনাল?”

” বিয়ে নিয়ে মনে হচ্ছে তোমার বেশি তাড়া?”

শেষোক্ত বাক্যটি বলে ভ্রু কুচকালো হাসিন।তার কথায় মিশে আছে তাচ্ছিল্যের রেশ।ঈশান চোখে হাসলো।কেন যেন মনে হয় হাসিন তার প্রতিদ্বন্দ্বী কিন্তু কেন?এত কিসের রোষ তার মাঝে।

” আমার মা দ্রুত তার ঠিকানায় ফিরবেন তাই আর কি।”
.
ঈশার পরিবার থেকে অবশেষে সবাই সম্মতি জানিয়েছে কিন্তু এই ব্যপারে সময় চাইলো ঈশা।মুজাহিদ হাসান তাকে একদিনের সময় দিয়েছেন এর মাঝে যা বলার বলবে সে।ঈশানের সাথে একান্ত কথা বলতে চায় ঈশা।

আর তাই তো ঈশানের দেওয়া ঠিকানায় উপস্থিত হলো সে।এটা একটা রিসোর্ট আশেপাশে তেমন কোন মানুষজনের বালাই নেই।রিসোর্টের ভেতর ছোট্ট এক জলাশয় সেই পানিতে কিছু রঙবেরঙের মাছ দেখা যাচ্ছে।জলাশয়ের পাড়ে বড়বড় পাথর দিয়ে শান বাঁধানো।জলাশয়ের পাড়ে টেবিলে বসলো ঈশা।তার সঙ্গে অনুও এসেছে রাসেলকে নিয়ে লাপাত্তা মেয়েটা।

দক্ষ হাতে ছাই রঙা শার্টের হাতা ফোল্ড করে এগিয়ে আসছে ঈশান।হাতে জ্বলজ্বল করছে সিলভার রঙের ঘড়িটি, কালো সানগ্লাসটা এখনো চোখে। পাগলাটে এই প্রেমিক পুরুষের দিকে বিমুগ্ধ নয়নে চেয়ে রইলো ঈশা।বেহায়া চোখকে সংযত করে দৃষ্টি ফিরালো জলাশয়ে।

” তুমি আমাকে দেখছিলে তাই না ঈশা?”

বড্ড অদ্ভুত প্রশ্ন করলো ঈশান।ঈশা তাকিয়েছে তাতে আবার প্রশ্ন করতে হয়?
” আমি তো তোমারি তাকাতে বারণ করেছে কে?এই মেয়ে এই আমার চোখে চোখ রাখো।”

ঈশা ঘুরে তাকালো তৎক্ষণাৎ তার চোখে ফু দিলো ঈশান।কপালে ছুয়ে থাকা চুলগুলো এলোমেলো হতে পুনরায় ঠিক করলো ঈশা।

” সুন্দর লাগছে একটা শাড়ি পরে আসতে পারতে।”

” মনে এত রঙ নেই আমার।”

” আমি আছি তো রঙধুনুর সাত রঙ তোমার জীবনে ছড়িয়ে দিবো।আমি ছাড়া তোমার জীবনটাই হবে রঙহীন তামাটে দেখে নিও।”

” শুধুই সাতরঙ?”

” আগে জানতাম পৃথিবীতে মোট ৭ টি রঙ একদিন লিপস্টিক কিনতে গিয়ে শুনলাম লালের মধ্যেই নাকি ২৭ কালার এটা কি সত্যি ঈশা?তুমি কি কয়টা কালারের লিপস্টিক ইউস করো? নাম বলো, নাম বলো ঝটপট বলো।বিয়ের শপিং কর‍তে হবে তো।”

” এই দাঁড়ান আগে আপনি বলুন কার জন্য লিপস্টিক কিনতে গেছেন?সত্যিটা বলুন ঈশান।”

ঈশার চোখে সন্দেহের আভাস।ঈশান তাতে মিষ্টি হাসলো গা এলিয়ে বসলো চেয়ারে।

” রাসেল পা গ লা অনুর জন্য কিনতে আমাকে নিয়ে গেছিলো তখন জানতে পারি।”

ফস ফস শ্বাস ছাড়লো ঈশা।জলাশয়ে দুচোখ করলো নিমজ্জিত।

” তুমি কিছু বলতে চাও ঈশা?”

” হুম।বিয়ে নিয়ে আমার পরিবারের সবাই রাজি কিন্তু আমি না।”

বুকের ভেতরটা ধক করে উঠলো ঈশানের।এই মেয়ে প্রচন্ড জেদি যা করতে চাইবে করেই ছাড়বে যদি বিয়েটা ভেঙে দেয়?এতো মানতে পারবে না ঈশান নিজের যা চাই তা তো আদায় করবেই সে।

” কিন্তু কেন ঈশা?”

” আপনার মতো মানুষের সাথে সংসার করা যায় না।আমি এখনো ভুলতে পারিনি অয়ন ভাইয়ের কথা।এভাবে সারাটা জীবন আপনার সাথে চললে আর কত মানুষের ক্ষতি করবেন আপনি?আপনার ক্রিমিনাল মাইন্ডের স্বভাবটা বদলানো জরুরি।”

ঈশান স্থির রইলো।ভেতরটা চাপা জেদে নিংড়ে যাচ্ছে তবুও নিরব রইলো সে।এলোমেলো হাওয়া এসে শীতল করে দিলো শরীর তবে মনটা আর শীতল হলো না।

” যদি তুমি আমার না হও তবে এর প্রকপ বাড়বে।”

” হুমকি দিচ্ছিনে?”

” যেটা সত্যি সেটাই বলছি।”

” এসব ছাড়ুন।”

” ভালোবাসো না আমায়?”

” বাসি।”

দ্বিধাহীন বললো ঈশা।ঈশান তৃপ্তি নিয়ে হাসলো।ছুঁয়ে দিলো ঈশার হাত সেই হাত ছাড়িয়ে নেওয়ার তাড়া দেখালো না ঈশা।

” তুমি আমার পাশে থাকলে সবটা গোছালো আর দূরে গেলে অগোছালো।তারপরেও ছেড়ে যাবে?”

” আগে আমায় কথা দিন এসব বাজে কাজ কখনো করবেন না।অন্তত আমাকে উদ্দেশ্য করে না”

” করবো না।তবে আমাকে কথা দাও চোখের আড়াল হবে না?আমার অবাধ্য হবে না,আমার উপর প্রতিটা কাজে প্রতিটা ধাপে প্রতিটা মুহূর্তে বিশ্বাস রাখবে।”

” বিশ্বাস করি বলেই তো ঠাই দিয়েছি।”

.
বাতাসে উড়ছে অনুর চুল সেই চুল কানের পেছনে গুজে পুনরায় গভীর দৃষ্টি নিক্ষেপ করলো রাসেল।অনু হাসছে রিসোর্টের দোলনায় দুজনে এক সঙ্গে বসেছে ধীরে ধীরে দুলছে দোলনা।নয়নতারা ফুলটি সাদৃশ্যমান অনুর কানে।এই ফুল দিয়েছে কে?কে আবার রাসেল।নরম তুলতুলে হাত খানি আঁকড়ে ধরলো সে, চুমু খেলো হাতের পৃষ্ঠে।

“সব কিছু এত সহজে হবে ভাবতে পারিনি।ঈশানের বিয়েটা খুব শীঘ্রই হবে।”

” ঈশার মা বাবা মেনে নিয়েছে কিন্তু আমার পরিবারের কেউ যদি না মানে?তখন কি হবে রাসেল?”

” এসব চিন্তা কেন করছো তুমি?অযথা চিন্তা।ঈশান সব মানিয়ে নেবে তোমার আর আমার সম্পর্কে আমি নিশ্চিত আমাদের কোন বাঁধা থাকবে না।”

ক্ষীন হাসলো অনু মনে মনে আওড়ালো “তাই যেন হয়।” এক ঝাপটা বাতাস এসে ছুঁইয়ে দিলো তাদের।দোলনার গতি বাড়লো প্রেম প্রেম মুহূর্তে অনু বললো,

” বিয়ের পর আমি পড়ব না রাসেল।আমি মন দিয়ে সংসার করবো।”

কপট রাগ দেখলো রাসেল ডান হাতে কানটা মলে দিলো অনুর।

” তোমার সাহস কি করে হলো এই কথা বলার?আরেকদিন যদি এই কথা শুনি তবে তোমার বিয়ের স্বাদ আমি এই জন্মের মতো মিটিয়ে দেবো।
.
জলাশয়ের ছোট ছোট মাছগুলোকে খাবার দিচ্ছে ঈশা।শীতল বাতাসে গায়ে কাটা তুলছে ক্ষণে ক্ষণে।আকাশের এক কোনে কালো মেঘ জমেছে অন্য কোনে সফেদ মেঘ উড়ে যাচ্ছে।এই রিসোর্টে গাছের অভাব নেই।অদূরে দাপট দেখিয়ে দাঁড়িয়ে আছে বাগান বিলাস গাছ।তার রূপ যে ঠিকরে ঠিকরে পড়ছে এই রূপের মোহে যে কেউ সহজে আবেশিত হতে বাধ্য।দুই ধারে দুটো গাছ একটি শুভ্র এবং অন্যটি গোলাপি রঙা ফুল।ঈশান ভিডিও কলে গুরুত্বপূর্ণ কথায় ব্যস্ত।ঝটপট ইংরেজিতে কাকে কিছু একটা বোঝাচ্ছে।মাঝে মাঝে হিন্দিতেও কিছু বলছে।দুইজন হয়তো দুই দেশের।
বাগান বিলাশের ছায়াতলে দাঁড়ালো ঈশা।গায়ের তার বাসন্তী রঙের জামা শুভ্র গাছটার ঢাল ঝাপটাতে সব ফুল ঝরে পড়ে ঈশার গায়ে।নৈসর্গিক এই সৌন্দর্যে চমৎকার হাসে সে।গোলাপি রঙের ফুলগুলো গায়ে পড়তে চমকে তাকায় ঈশা এই গাছতো সে ঝাপটায়নি তবে?পাশে তাকাতে দেখতে পেলো মোহ বেষ্টিত চোখে তাকিয়ে আছে ঈশান।ম্লান আলোতে ছেলেটাকে একটু বেশি সুন্দর লাগছে।ঈশান লাফিয়ে একটি ঢাল ভাঙলো শুভ্র রঙের ফুলটা নিয়ে কানে বাঁধলো ঈশার।

” কি করছেন কি ঈশান।”

পিছিয়ে গেলো ঈশা তার হাত ধরে কাছে টেনে আনে ঈশান।রেশমি চুলে হাত বুলিয়ে ক্ষীণ হাসলো।

” তুমি এই ফুলের মতো সুন্দর কখনো শুভ্র, কখনো রঙিলা,কখনো আমার নেশার ঘোরের ভয়াবহ মাদকতা।”

ঈশা লাজুক হাসলো।প্রেম প্রেম হাওয়া মনে লেগেছে।চুলগুলো ঠিক ঠাক করে আদুরে সুরে বলে,

” এই ঈশান আমার কিছু ছবি তুলে দাও না।”

“এই মনের দলিলে দস্তখত করলাম যাবজ্জীবন তুমি আমার মডেল আর আমি তোমার ফটোগ্রাফার।”

ঈশা খিলখিলিয়ে হেসে উঠলো চোখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে আর ঈশান মন দিয়ে তার দায়িত্ব পালন করছে সে ঈশার ছবি তুলছে।ঈশানের সাথে বেশ কয়েকটা ছবি তুললো ঈশা।মিষ্টি মধুর বিকালটা আরো স্মৃতিময়,সুন্দর হয়ে উঠলো।ছবি তোলার মাঝে ফোন করেছেন ঈশার মা সুলতানা হঠাৎ তার ফোনে ঘাবড়ে গেলো ঈশা।দূরে গিয়ে যে কথা বলবে সেই সুযোগটুকু নেই ঈশান তার ঘাড়ে হাত রেখে বন্ধী করেছে বুক পাজড়ে।

” আম্মু বলো।”

” ঈশানের মা ফোন করলেন আমাদের মতামত জানতে চাইলেন।আমি কি বলবো?তোমার বাবাকে ফোন করেছি সে বললো তোমাকে জানাতে আমরা সবাই রাজি মা এবার তোমার মতামতটা দাও।এভাবে একজন মানুষকে অপেক্ষায় রাখা ঠিক না।”

পাশ থেকে ঈশান সবটা শুনলো।ঈশার মাথায় চুমু খেয়ে ইশারায় ফিসফিসিয়ে বললো, “হ্যা বলে দাও।আর কোন অপেক্ষা নয়।” জিভের সাহায্যে ঠোঁট ভেজালো ঈশা ঢোক গিলে বলে,

” আমি রাজি আম্মু বাকিটা তোমাদের ইচ্ছা।”

” আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি জানতাম তুমি ফিরিয়ে দেবে না।তোমার বাবা শুনলে ভীষণ খুশি হবে ।”

ঈশা ফোন রাখলো শরীরটা তার কাঁপছে লজ্জায় নিংড়ে যাচ্ছে ঈশানের কাছে।ছেলেটার দু’চোখে জ্বলজ্বল করছে।ঈশাকে ঘুরিয়ে দাঁড় করালো ঈশান কপালে চুমু খেলো শব্দ করে কানের কাছে চুল গুজে বলে,
” একটু জড়িয়ে ধরি?বেশি না একটু ধরবো।”

ঈশার মনে সংকোচ তবুও ইতিবাচক মাথা নাড়ে অনুমতি পেয়ে ঈশান চটপট জড়িয়ে ধরলো ঈশাকে।কথা ছিলো একটু জড়িয়ে ধরবে কিন্তু ঈশান এতটা জোরে জড়িয়ে ধরে ঈশার যে শ্বাস বন্ধ হয়ে আসছে।ছেলেটা আদুরে হাতে বুলিয়ে দিচ্ছে ঈশার মাথা তাকে ছাড়ার যে নাম নেই।ঈশানের জড়িয়ে ধরা ধীরে ধীরে শক্ত হয়ে উঠলো চাপ প্রয়োগে ঈশার প্রাণ পাখি যে উড়াল দেবে।ঈশা জোরে জোরে শ্বাস ছাড়তে ঈশান আলগাতে দাঁড়ালো এলোমেলো ঠোঁটে কতবার যে ছোঁয়ালো ঈশার মুখে তার ইয়াত্তা নেই।

” ঈশান।”
বুকের ভেতরের হৃদযন্ত্রটা শব্দ গতি উভয় বেড়ে চলেছে।শরীরের ভারটা ছেড়ে দিলো ঈশানের বাহুতে।এতটা কাছে সে কখনো আসেনি।

” আমাদের বাড়িতে এমন গাছ থাকবে আমরা অবসরে সময় কাটাবো ঈশা।তুমি দেখবে জীবনটা স্বপ্নের মতো সুন্দর হবে।”

” বাগান বিলাসের ছায়ায় আমাদের ক্লান্তি দূর হবে ঈশান।দেখে নিও মনের কোনে শান্তি ধরা দেবে।”

” বাগান বিলাসের ছায়া তলে তোমার শান্তি মেলে।আর জানো কি? তোমার ছায়া তলে আমার প্রশান্তি মেলে।”

৬৪.
মাহমুদা ইতোমধ্যে খবর পেয়েছেন ঈশারা বিয়েতে রাজি।আনন্দে কেঁদে ফেললেন মাহমুদা ঈশান পা গ লা টা যে এই খবর পেলে কত্ত খুশি হবে তার ইয়াত্তা নেই।ছেলেকে সারপ্রাইজ দিতে মনে মনে পরিকল্পনা সাজালেন তিনি।বাড়িতে উপস্থিত সব সাহায্যকারীদের মিষ্টি খাওয়াতে ভুললেন না।সবাইকে নিজের হাতে মিষ্টি খাইছেন।মাহমুদার আনন্দরা আজ এতই গভীর যে সুখের তল্লাটে কেঁদে ভাসাচ্ছেন।
.

আঙুলের ডগায় জ্বলন্ত সিগারেট ঘুরিয়ে হাসলো এক জনৈক ব্যক্তি।বাম হাতের সাহায্যে ফোনটা কানে ধরে আছে।প্রতিটা ক্ষণে ক্ষণে হাসছে এই ব্যক্তি।এইদিনের অপেক্ষায় যে ছিলেন তিনি ফোন কেটে পুরলেন পকেটে।জ্বলন্ত সিগারেট চেপে ধরলেন দুই ঠোঁটের ফালিতে।কি যে সুখ এই ধোঁয়ায় তা কেউ বুঝবে না।নাকে মুখে উন্মুক্ত করলেন সিগারেটের ধোঁয়া এলোমেলো সেই গাঢ় ধোঁয়ারা লহমায় হাওয়ায় মিলিয়ে গেলো।জনৈক ব্যক্তি ঠোঁটের কোণে ফুটে উঠলো ক্রূর হাসি।

” পূর্ণিতার আনন্দ কেমন আমায় তুমি বুঝতে দাওনি ঈশান শাহরিয়ার।আমাকে বুঝতে দিয়েছো দূরত্বের যন্ত্রণা।এই যন্ত্রণা কতটা তুমি বুঝনি আর বুঝবে না।তবে তোমার বোঝা উচিত।”

গাঢ় নিশ্বাস ছাড়লেন ব্যক্তিটি।বাইকে লম্বালম্বি শুয়ে আকাশের পানে তাকালেন পলকহীন।বুকের কোনে হাত রেখে বিড়বিড় করে শুধালেন,

“এই শহরের মানুষেরা দুঃখ দিতে জানে তবে এই দুঃখের দুর্বহ কতখানি সেটা জানে না,কখনো উপলব্ধি করতে চায় না। ”
#চলবে__

🌸~বিশেষ বার্তা – আগামী পর্ব পাবে ২২ তারিখ।এর মাঝে আমি ব্যস্ত থাকবো লেখালিখির আর সুযোগ হয়ে উঠবে না।তাই কেউ অপেক্ষায় থেকো না।আজকের পর্বটা বড় করে দিয়েছি।ইনশাআল্লাহ এরপর থেকে নিয়মিত পাবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here