আঁধারের_তারাবাজি #অভ্রায়ীনি_ঐশি #পর্ব_১৩

0
290

#আঁধারের_তারাবাজি
#অভ্রায়ীনি_ঐশি
#পর্ব_১৩

নোভার রুমে ঢুকেই মোমকে বিছানায় ছুড়ে ফেললো নভ।,,দ্রুত গিয়ে দরজা লক করে লাইট অফ করে দিলো সে।তা দেখে মোম চেচিয়ে বললো…

“একি,,,কি করছেন আপনি?,,,”

নভ কোনো উত্তর দিলো না।,,,এগিয়ে গেলো খাটের দিকে।উঠেই মোমকে টেনে শুইয়ে দিলো।,,,নিজেও দ্রুত মোমের উপর হালকা ভর দিয়ে উপুর হয়ে শুয়ে বললো..

“চুল গুলো টেনে দাও।”

মোম নভকে ঠেলতে ঠেলতে বললো…

“আ্ আপনি এভাবে কেন শুয়েছেন?, উঠুন।ঠিক করে শোন।,,,আর আমায় উঠতে দিন।”

নভ শুনলো না।,,,মুখটা ঘসে দিলো মোমের গলায়।,,,সাথে সাথেই কেপে উঠলো মোম।,,, মুখ দিয়ে আর শব্দ বের হলো না।,,, নভ লো ভয়েজে বললো…

“খুব সাহস বেড়েছিলো না তোমার?,,, এখন সাহস দেখাও? ”

মোমের কন্ঠ রোধ হয়ে আছে,,,, বলার মতো অবস্থা তার নেই।,,,

“যদি চাও আমি এখন হারাম কিছু না করি,,তাহলে চুপচাপ চোখ বন্ধ করে ঘুমাও,,, আমাকেও ঘুমাতে দাও।”

বলেই সরে এলো মোমের গলা থেকে,,,আগের মতো করে শুলো।
কাপা কাপা কন্ঠে মোম বললো…

“এ্ এখন কেন ঘুমাবো?,,,এখন ঘুমালে তো রাতে আর ঘুম আসবে না।”

“রাতে সবাই মিলে স্টেজ মেকওভার করবে। শেষ হতে হতে ভোর হবে,,,তাই তখন এমনিতেও ঘুমাতে পারবে না।,,,ইউ নিড টু স্লিপ নাও।,,,,সো ক্লোজ ইউর আইস,,।”

মোম মানলো নভের কথা।আসলেই তো,,,, এখন একটু না ঘুমালে তো সে রাতে জাগতেই পারবে না।,,,জোর করে জাগতে গেলে আবার মাথা ব্যথা করবে।,,,

“আ্ আপনি একটু সরবেন?,,আ্ আমার খুব অস্বস্তি হচ্ছে… ”

নভের নড়চড় হলো না,,,,

“হলে হবে,,,তবুও আমি এভাবেই থাকবো কজ আম ফিলিং বেস্ট ইন দেয়ার।,,,এখন ঘুমাও ”

আর কথা হলো না দুজনের মধ্যে। একটু পর মোমও ঘুমিয়ে পড়লো,,,,

,,,,,

বেশ রাত করেই মোমকে ডেকে তুললো নভ।,,,ফ্রেশ হয়ে দ্রুত ডিনার সেরে নিলো দুজনে।তারপর রওনা দিলো বাড়ির গার্ডেন এরিয়ায়,,,যেখানে হলুদ আর বিয়ের স্টেজ তৈরি করা হবে।,,,,,,কিছুদুর এগোতেই দেখলো তেজকে দিয়ে সত্যি সত্যিই পিলার গাথা হচ্ছে। সাথে নিশান আর নোয়ানও আছে,,, তবে তারা কাজ কম অকাজই করছে বেশি।,,,আর তাদের সামনে দাড়িয়েই ইশু আর নোভা তদারকি করছে।,,এটা কর ওটা কর,,,এভাবে না।,আরেকটু গাথ।,,,,এই হাবিজাবি।,,,

মোম এগোতেই নোভারা এগিয়ে এলো মোমের কাছে,,

“ঘুম কেমন হলো কিউটিপাই?”

মোম আলতো হাসলো..

“মাস্ত।,”

নভ বললো…

“তোরা হলুদের স্টেজটা সামলা,,,আমার একটু কাজ আছে ইভেন্টের লোকেদের সাথে,,, ”

ইশু মুখ কালো করে বললো..

“ভাইয়া,,তুমি আমাদের সাথে থাকবে না?,,”

“আমি আশেপাশেই আছি।,,আর ওদিকটা মিটে গেলেই চলে আসবো।,,,যাই,,,মোমকে দেখে রাখবি, “.

আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেলো নভ।

()()()

মোম নোভার পাশে গিয়ে বসতে বসতে বললো…

” কিভাবে কি করবে আপু?”

নোভা উত্তর দিলো…

“প্রথমে হলুদেরটা রেডি করবো।,,দেন বিয়েরটা।,,”

ইশু মুখ কালো করে বললো…

“তবে কি করবো তাই ভাবছি।,,আনকমন কিছু ভাবতে হবে।”

মোম আশপাশ তাকিয়ে বললো…

“মাত্র এই কয় জন?রাত তো পার হয়ে যাবে।তবে কাজ শেষ হবে না।”

নোয়ান বললো…

” আরো আছে।আসছে তারা।,,,”

“আর কে?'”

নিশান বললো..

“তুমি যখন ঘুমাচ্ছিলে তখন আসছে আরো এক গ্রুপ।,,,,”

“কারা?”

নোভা হাতের ইশারা করে বললো….

“এই যে,,আমাদের,নিশান ভাই,তিশু আপি, ইশুর আম্মার সাইডের কাজিন গ্রুপ।”

মোম ছোট্ট করে উত্তর দিলো..

“ওহ,,আচ্ছা।”

,,,,,,,তেজ পিলার গেথে মাত্র উঠে দাড়ালো।,,

“লও,,,,আআর কাম শেষ।তোঙগো কাম শুরু করি দও।”

নোভা মুখ কালো করে বললো..

“কিন্তু করবো টা কি?”

নোয়ান বললো…

“ঐতো,,বাকিরা আসছে।আইডিয়া নেওয়া যাক।”

এসে উপস্থিত হলো বাকিরাও।নিশানদের খালাতো বোন চৈতি,স্মৃতি,,, খালাতো ভাই তুলেন,কোলন,মিমান।মামাতো বোন জিয়া আর মামাতো ভাই জুবান,প্রলাদ।,,,ব্যস,,,সবার সাথেই মোমের পরিচয় করিয়ে দেওয়া হলো।এর মধ্যে কোলন ছাড়া সবাই মোমের বড়ই মোটামুটি।,,

আবার ফিরে গেলো কিভাবে কি তৈরি করবেতে।,,,অনেকক্ষণ কিছু মাথায় না আসায়,,,মিমাম বিরক্ত হয়ে বললো…

“ধুর,,,শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। নভ ভাইয়াকে ডাক তোহ,,”

ভ্রু কুচকে এলো মোমের।,,গাল থেকে হাতটা সরিয়ে বললো…

“সবসময় ঐ রোমিওকেই কেন লাগবে?,,নিজেরা কিছু করে উনাকে দেখিয়ে দাও”

,,নোভা বললো..

“কিন্তু কি করে দেখাবো?”

তেজ বললো..

‘”আঙগো মাতাত্তে ত কচুও আইয়ের না।”

মোম বললো..

“দাড়াও,,,একটু ভাবতে দাও।,,”

একটু পর মোম চকিত দৃষ্টিতে তাকিয়ে বললো…

“খড় হবে?”

এই সিরিয়াস মুহুর্তে মোমের এমন কথা শুনে নোয়ান বললো..

“এখন তুমি খর খুজছো?,,”

তেজও বললো..

“খেড় দি কিরবি তুই?,, ইয়ানে কোনো গরু নাই। কারে খাবাইবি?”

নোয়ান আবার বললো..

“তুমি এখন মজা করছো মোম?”

এবার নোভা তাকে থামিয়ে বললো..

“একটু থাম তো নোয়া বান্দরীয়া,,,,,কি বলে আগে শুনি।”

সবাই সহমত প্রকাশ করলো,,,

তুলেন বললো..

“বলো মোম?”

মোম ধীরে সুস্থে বলতে লাগলো..

“বিয়ের স্টেজটা খড়কুটো দিয়ে করলে কেমন হয়?,,,লাইক,,,কুঁড়েঘর? ”

সবাই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো।মোমের কথাটা ঠিক বুঝলো না কেউই।,,,মোম আবার বলতে লাগলো..

“আর হলুদের স্টেজটা বড় করে রাউন্ড করা হবে।,,,আকাশ থিম।,,,সাদা নীল,হালকা আকাশি,, এই কালারগুলো থাকবে শুধু।এই গুলোর মধ্যে জরি,ফুল,পাতা,লাইটিং যা ইচ্ছে ইউজ করা হবে।”

এটা একটু বুঝলো সবাই,,,তবে পুরোপুরি নয়।,,,,,চৈতী জিজ্ঞেস করলো..

“একটু এক্সপ্লেইন করবে?”

ইশু বললো..

“কুঁড়েঘরটা কেমন না?”

মোম বললো…

“আরে তোমরা বুঝছো না।,,,আগে একটু করেই দেখো,,,ভালো লাগলে দিও,,নাহলে অন্য প্ল্যান। ”

সবাই মানলো।কারন আপাতত মোমের বুদ্ধি ধরা ছাড়া আর কোনো উপায় নেই।,,, মোমও একে একে ইন্সট্রাকশন দিতে লাগলো।,,,সবাই কাজও শুরু করে দিলো তার কথা মতো।,,,,,,,

স্টেজটা চারকোনা হয়নি।গোল,,,তার উপর নীল কার্পেট বিছানো।,,,জেনারেটরের লোকের সাহায্যে তার উপর হাটু পর্যন্ত কৃত্রিম ধোয়ার ব্যবস্থা করা হলো।,,,মাথার উপরেও পুরো স্টেজ বরাবর গোল করে সাদা নীল মিক্সিং বেলুন আর জরি ঝুলানো হলো।,,,স্টেজের পেছনদিকটায় হালকা জরি যুক্ত সাদা টিস্যুকাপর ঝুলানো হলো।তার সামনে দিয়ে সাদা গোল বড়বড় তিনটা কক্সেটের উপর নীল সাদা কাগজের ফুল গেথে সেট করে দেওয়া হলো।মাঝখানের কক্সেটটার মধ্যে সুন্দর কর প্যাচানো হাতে লিখা,,,,Yellow touch of tishu..,,।নীল রঙের সোফা দেওয়া হলো,,,তার পাশে দুটি বড় সাদা টবে নীল, আকাশি মিক্সিং ফুলের তোড়া দিলো।,,,আরো কিছু হাবিজাবি এড করে কমপ্লিট করলো হলুদের স্টেজ।,,,,, সবাই হা করে সামনে থেকে তাকিয়ে রইলো স্টেজটার দিকে।,,,

“আল্লাহ গোওওও,,,ইয়ান কিয়া বানাইছে?,,”

তেজের কথায় তার দিকে তাকিয়ে ইশু বললো…

“পুরো আড়াই ঘন্টা লেগে গেলো এই আকাশ বানাতে।”

স্মৃতি এসে ইশুর কাধে ভর দিয়ে বললো…

” ইয়ারর,,আমার তো মনে হচ্ছে লোকে তিশু আপিকে কম,,স্টেজটাই বেশি দেখবে।”

জুবান বললো…

“আমারও তাই মনে হয়।”

প্রলাদ বললো…

“মনে হয় না,,,100% শিওর।

নোভা বললো..

“এই,,,এই অবিশ্বাস্য সত্যিটা জানলে তিশু আপি আবার কান্না করে দিবে না তো??”

এই কথা শুনে সবাই হোহো করে হেসে উঠলো।,,,তেজ হাসি থামিয়ে বললো…

“আইচ্ছা,,,,, যে মহান বেডি এই মহান কাম কইচ্ছে,,,হিতি কোন্ডাই?”

সবাই আশেপাশে তাকালো,,,আসলেই তো,,মোম কই,,,দেখা তো যাচ্ছে না।,,,এমন সময় নভ এসে উপস্থিত..

“ওয়াও,,,তোদের কম্প্লিট?,,,থিমটা তো দারুণ হয়েছে,,,”

নোভা বললো..

“এটা কিউটিপাই এর প্ল্যান।,,,বাট ও কোথায়?”

নভ ভ্রু কুচকালো…

“কোথায় মানে,,,তোদের সাথেই তো ছিলো।,,”

“ছিলো তো,,,বাট এখন…. ”

নোভা কথা শেষ করার আগেই নোয়ান হাত উচু করে বললো…

“ঐ তো মোম,,,আসছে ”

হ্যা,,মোম এসে উপস্থিত হলো।,মুখে পানি ছেটানো,,, চেহারাও ক্লান্ত লাগছে।,,,নভ ব্যস্ত হয়ে এগিয়ে গেলো তার কাছে..

“কোথায় গিয়েছিলে মোম?,,এমন লাগছে কেন তোমায়?”

মোম বললো.।

“কিছু নাহ,,,একটু ক্লান্ত লাগছিলো।তাই চোখে মুখে পানি দিয়ে এলাম।,,”

নভ পকেট থেকে রুমাল বের করলো।,,,বাম হাত দিয়ে মোমের মুখটা আলতো তুলে ধরে ডান হাত দিয়ে মুছে দিতে লাগলো…

“মাথা ব্যথা করছে?”

মোম একটু পর দুদিকে মাথা নাড়ালো।

“করলে আমায় বলো,,,আর কাজ করতে হবে না”

” নাহ,,,বিয়ের স্টেজটা করে নিই,,,তারপর চলে যাবো।,,”

নভ মানলো,,,নিজেও এবার সবার সাথে হাত লাগালো কাজে।,,,,,,,,গ্রামীন কালচারে কুঁড়ে ঘরের মতোই মাঝারি সাইজের স্টেজ তৈরি করা হয়েছে।,, যে কেউ দেখলেই নিঃসন্দেহে বলবে অসাধারণ,,,, কাজ প্রায় শেষের দিকে,,,সব কিছু ঠিক করে ভোর ৪:৩০ এর দিকে সবাই গেলো ঘুমাতে,,,মোমও নোভার সাথে তার রুমেই ঘুমালো।,,,,

()()()()

প্রায় ১০ টার দিকল নোভার ডাকে ঘুম ভাঙলো মোমের,,,,,ফ্রেশ হয়ে নাস্তা করে নিলো,,,,নোভাই রুমে এনে দিয়েছে নাস্তা।,,,বাড়ির প্রত্যেকেই ব্যস্ত।,,,বাইরে প্যান্ডেলে উচ্চ আওয়াজে বক্স বাজানো হচ্ছে। ,, এতে কিছুটা সমস্যা হচ্ছে মোমের,,,তবে তা সে একদমই প্রকাশ করছে না।,,,

নভ এলো,,,হাতে কিছু একটার প্যাকেট।,,,,,নোভার দিকে তাকিয়ে বললো..

“যা,,,দুর হ,,”

নোভা তেতে বললো…

“হুহ,,,আমার রুম,,আমি কেন যাবো?? আমি থাকবো।”

“নির্লজ্জ,, ভাই-ভাবির রোমাঞ্চ দেখতে চাইছিস?”

নোভা যেন আকাশ থেকে পড়লো।সাথে মোমও,,

“মানে?,,বুঝলাম না,,,”

“তোর বুঝা লাগবে না,,,ভাগ এখান থেকে”

নোভা এক প্রকার না পেরেই বেরিয়ে গেলো,,,মোম বললো..

“আপুকে বের করে দিলেন কেন??”

“ইচ্ছে হলো তাই।,,,,এখন চুপটি করে নিচে বসো।”

অনুমতি চাইলো না মোমের,,,টেনেই খাটের সামনে ফ্লোরে বসিয়ে দিলো,,,

“আরেহ,,,কি করছেন?”

নভ মোমের পেছনে খাটে উঠে বসলো..

“নো নড়াচড়া,,,”

হাতে থাকা প্যাকেট খুলে বোলে হেয়ার প্যাক নিয়ে আলতো হাতে মোমের চুলে লাগিয়ে দিতে লাগলো,,,,, মোম অনেক কিছুই বলেছে।তবে লাভ হয়নি,,,,শেষে নভ বললো…

” চলো,,,শ্যাম্পু করিয়ে দিই,,,”

এবার মোম অবাক হয়ে বললো…

“মানে?,,,আপনি কি আমার ভাইয়া নাকি??”

নভ ভ্রু কুচকালো…

“শুধু কি তোমার ভাইয়াই শ্যাম্পু করে দিতে পারে?’

” আমি সেটা বলিনি”

“কথা না বাড়িয়ে উঠো।লেইট হচ্ছে,,, আবার হলুদ জন্য রেডি হবে,,,”

“সেটা তো সন্ধ্যায়,,”

“এখন ১ টা বাজে,,,তোমাদের রেডি হতেই ৩ ঘন্টা লাগে,,আর চুল গুলো তো শুকানোও লাগবে।”

মোম মুখ ভ্যাঙালো..

“হুহ,,,নিজে কেটে এখন আবার যত্ন দেখাচ্ছে। ”

“তুমি যাবে?,,,বারাবারি করলে শুধু শ্যাম্পু নয়,,,পুরো শাওয়ারটাই করাবো আমি।”

মোম আতকে উঠলো,,,উঠে দাড়িয়ে বললো…

“নাউজুবিল্লাহ,,,, আমি যাচ্ছি।,”

সে যেতেই ফিক করে হেসে ফেললো নভ।

++++চলবে++++

১৪
https://www.facebook.com/61553208165829/posts/122113217516106938/?mibextid=2JQ9oc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here