#ত্যাগের_সংসার
লেখিকা সুরিয়া মিম
part : 58
!
কিছুনা পাগলী
!
আপনি একটা পাগল
!
এই তুমি কি?
আমাকে তুমি করে বলতে পারো না
আমি তোমার স্বামী?
রোড সাইড রোমিও নই
!
আপনার আচরণে তো তাই বলে মনে হয় আরে করেন কি করেন কি?
!
আমাকে নিজের কোলে বসাচ্ছে কেন?
আমি কি বাচ্চা?
!
না তুমি আমার বৌ
!
এভাবে কি দেখছেন?
!
দেখছি না ভাবছি
!
কি?
!
এক বছর দু বছর
করতে করতে বিয়ের বয়স ছাব্বিশ বছর চলছে আমাদের
!
আমি জানিনা
আর কয়টা দিন তোমার সাথে কাটাতে পারবো
!
কখন কি হয়ে যাবে?
কে জানে?
!
তুমি কি পজিটিভ কিছু ভাবতে পারো না
শুধু নেগেটিভ আর নেগেটিভ
আমাদের একটা দুধের শিশু আছে
!
শিশু টা তো আমি বলো?
!
উফফ
!
আচ্ছা বাবা মশকরা করবো না
চলো শুতে চলো
!
পরেরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বেগম গভীর ঘুমে মগ্ন
!
তাই ওকে না ডেকেই
অফিসের জন্যে রেডি হয়ে যাই
!
কিন্তু হঠাৎ বাহিরে ছেলেদের গলার আওয়াজ শুনে
!
খেয়াল করে দেখি
শাড়ির আচল বুকের ওপর থেকে সরে গেছে বেগমের
!
তাই ছুটে গিয়ে তাড়াতাড়ি
সেটা ঠিক করে দেই
!
হঠাৎ ওরা রুমে ঢুকে
একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে
!
গুডমর্নিং বাবাই
!
মর্নিং বাবারা
!
তারপর আমি ওদের কাছে যেতেই
আমাকে জড়িয়ে ধরে বলে
!
ডক্টরের কাছে যাবেনা
সরি বাবা খুব ভুল হয়ে গেছে
না যেনে অনেক কষ্ট দিয়েছি তাই না
!
ধুরর আমার কষ্ট হয়নি
এসব কথা এখানে না তোমাদের না শুনে ফেলবে
!
হঠাৎ ঘুম থেকে উঠে ছেলেদের ওদের বাবা কে জড়িয়ে থাকতে দেখে মনে একটু শান্তি খুজে পাই
!
মা
!
হ্যা বাবা
!
আমরা বাবাইয়ের সাথে বাহিরে যাচ্ছি এসে কিন্তু বিরিয়ানি খাবো
!
এসে তো খাবে এখন খেয়ে যাবেনা
!
না এসে খাবো আসি
!
তারপর ওরা চলে যায়
আমি জানি ওরা কোথায় যায়
!
কাল রাতে আমি ওদের কথা শুনেছি
বুড়ো টার ওপরে রাগ ও হয়েছি
!
সে যাই হোক
ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে ওদের জন্যে বিরিয়ানি রান্না করি
!
দুপুরে মিহি কে খাওয়াচ্ছি?
ওমন সময়ে উনি এসে জড়িয়ে ধরে বলে
!
আহা কি শান্তি?
এখন থেকে আমি আরাম করবো আর ছেলেরা বিজনেস সামাল দিবে
!
ওরা বলেছে
আমাকে আর কোনো কাজ করতে দিবেনা
!
তবে আমি ও বলে দিয়েছি
বাসা থেকে অফিসের অফিসিয়াল কাজ গুলো সামাল দিবো আমি
!
হ্যা আমি তো জানি
সুস্থ হয়ে বসার মানুষ আপনি না
!
তো ডক্টর কি বলল?
এভাবে কি দেখছ?
!
ছেলেরা বললো না
ডক্টরের কাছে নিয়ে যাবে
!
ওহহ
টেস্ট দিয়েছিল
করিয়ে এসেছি
!
দশদিন পরে রিপোর্ট দিবে
!
তবে ডক্টর আশ্বাস দিয়েছেন
যে ক্যান্সারের মতো মারাত্মক রোগ
আমার হয়নি
!
হলে তার লক্ষণ গুলো
এতদিনে প্রকাশ পেতো
!
কি ভাবছ?
!
ভাবছি
আর কতো টাকার পেছনে ছুটবো?
!
এই টাকার পেছনে ছুটতে ছুটতে
তোমাকে নিজের করে পেতে
!
আধ বুড়ো হয়ে বিয়ে করেছি
সে যাই হোক অনেক ছুটেছি আর না
!
হা হা হা
!