পতিতা বউ – পর্ব ৩৯

0
265

#পতিতা_বউ

৩৯তম পর্ব

নুহা মনে মনে স্থির করে নিলো সে সোহান আর অনুর বিয়েটা এটেন্ড করেই চলে যাবে কোথাও। যেখানে শুধু সে থাকবে আর তার অনাগত সন্তান। এছাড়াও সে স্কলারশিপ এর জন্য এপ্লাই করেছে। সেটা যদি এক্সেপ্ট হয়ে যাই তবে চলে যাবে সে এইদেশ ও আফিফ থেকে দূরে।

নুহা পরেরদিন সকালে শবনম বেগমকে কনভিন্স করে চলে গেলো সোহানদের বাসাই।
কলিং বেল চাপতেই অনু এসে দরজা খুলেই নুহাকে জড়িয়ে ধরে। নুহা ভেতরে ঢুকতেই দেখে সোহানদের বাসাই রমরমে অবস্থা। চারদিকে আত্মীয়-স্বজন বিস্তৃত।
সোহান এসে কুশলাদি বিনিময় করে। সোহান তার মা-বাবার সাথে নুহা পরিচয় করিয়ে দিয়ে বলে,

>>তোমাদের না আক্ষেপ ছিলো একটি মেয়ের জন্য। মনে করো এটি তোমাদেরই মেয়ে আর আমার একমাত্র বোন।

সোহানের বাবা-মা নুহাকে পেয়ে যথেষ্ট খুশি। আর যখন শুনলো নুহা মা হতে চলেছে তখন তো খুশির আমেজ আরো বেড়ে গেলো। তারা নুহার বেশ যত্ন-আত্তি করছে। নুহা মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করছে যে অনু এত ভালো একটা ফ্যামিলি পেয়েছে। অনু এদের মাঝে সত্যি খুব ভালো থাকবে।

অনুকে যে রুমে আলাদা থাকতে দেওয়া হয়েছিলো অনু নুহাকে সেই রুমে নিজের সাথে রেখেছে। নুহা সবার সাথে মিলে হাসিখুশি থাকার চেষ্টা করছে। কিন্তু মনের চাপা কষ্ট গুলো ঠিকই তাকে ভেতরে ভেতরে যন্ত্রণা দিচ্ছে।

এয়ারপোর্ট থেকে বেড়িয়ে রাফি একটি ক্যাব নিলো। হুট করেই দেশে আসা ওর। কেন এসেছে সে নিজেও বুঝতে পারছেনা। কিন্তু তার মনে হচ্ছে যে তার আসা টা বেশ জরুরি।এয়ারপোর্ট থেকে বাসাই যেতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে। যে বার বার নুহার ফোন ট্রাই করছে কিন্তু কল ধরছেনা কেউ।
নুহা এদিকে ব্যস্ত। বিয়ে বাড়ি বলে কথা। সোহানের মায়ের সাথে কথা বলছে আর টুকটাক কাজকর্ম করে দিচ্ছে।

চার দিন হওয়ার আগেই সেমিনার ছেড়ে চলে আসায় আফিফের কোম্পানি বেশ লস হয়েছে। আফিফ গত একদিন বাসা থেকে বেরই হয়নি। অফিসের সব দায়িত্ব তার পি.এ কে বুঝিয়ে দিয়েছে।

আফিফ বাগানে দোলনায় বসে সিগারেট টানছে। সিগারেট এর অভ্যাস নুহা একদমই ছুটিয়ে ফেলেছিলো।কিন্তু গতকাল থেকে আবার নেশা হয়ে দাঁড়িয়েছে সিগারেট তার।

রাফি ক্যাব থেকে নেমে বোনেট থেকে তার লাগেজ গুলো বের করছিলো। গেইটের ভেতর থেকে আফিফ হালকা দেখতে পাচ্ছিলো যে কেউ গাড়ি থামিয়েছে। আফিফ সিগারেট ফেলে দিয়ে গেইটের দিকে গেলো।
রাফি লাগেজ গুলো নিয়ে ভেতরে ঢুকতেই আফিফের মুখোমুখি হলো।
হঠাৎ রাফিকে দেখে আফিফ ভীষণ অবাক হলো। তার ইচ্ছে করছিলো রাফিকে জড়িয়ে ধরতে কিন্তু জড়তা এসে ভর করেছিলো।
এদিকে ভাইকে দেখে রাফি ভেতরে ভেতরে অনেক ইমোশনাল হয়ে পড়েছিলো। কিন্তু সেও জড়তাই ভুগছে।
রাফি আর কিছু না বলে লাগেজ গুলো নিয়ে হাটা দিলো।

নাহিদা ব্যাল্কুনি থেকে রাফিকে দেখে দৌড়ে নিচে নেমে এলো। ছেলেকে দেখে কেনো জানি সে কেঁদেই ফেললো। সে যেইনা রাফিকে জড়িয়ে ধরতে যাবে রাফি পাত্তা না দিয়ে ভেতরে ঢুকেই চিল্লিয়ে চিল্লিয়ে নুহাকে ডাকতে লাগলো,

>>ভাবী। ও ভাবী কই তুমি দেখো আমি এসেছি।

নাহিদার রাগে গাঁ জ্বলে যাচ্ছে। সে কিছু না বলে ঘরে চলে গেলো। রাফি বেশ কয়েকবার নুহাকে ডাকলো। ঘরের সার্ভেন্ট সব এলেও নুহা এলোনা। তাদের মধ্যে রাশুখালা বললেন,

>>ছোট বাবা বউমণি তো নাই।

>>কেনো খালা? ভাবি কোথায় গিয়েছে এইরাতে?

>>জানিনা ছোটবাবা বউমণি কালকে দুপুরেই সামানপত্র নিয়া কই যেন চইলা গেছে। আমরা কেউ কইতেয়ারিনা।

রাফি এটি শুনে আফিফের দিকে তাকালো। আফিফ ভাবলেশহীন ভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে গেলো কিছু না বলেই।
রাফির বেশ খটকা লাগলো। সে আবারো নুহাকে কল দিলো কিন্তু নো আনসার।

রাফি সোফায় বসে রাশুখালা কে বললো খাওয়ার জন্য কিছু দিতে আর অন্য সার্ভেন্টকে বললো তার লাগেজ গুলো রুমে নিয়ে গিয়ে তার রুমটা পরিষ্কার করে দিতে।

ছাঁদের এক কৌণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছে নুহা। একদিকে সোহানের কাজিনরা অনুকে ঘিরে রেখে গল্প গুজব করছে।

সোহান ছাদে সবার জন্য কফি নিয়ে এলো। সবাইকে কফি দিয়ে নুহার কফি আর তার কফি হাতে নিয়ে নুহার পাশে গিয়ে দাঁড়ালো,

>>কি দেখছো এত মনযোগ দিয়ে?

>>অন্ধকার দেখছি। (নুহা বেশ গম্ভীর ভাবেই বললো)

>>নাও কফি আম্মু বানিয়েছে ওয়ার্ল্ডস বেস্ট কফি এভার।

>>সত্যিই আন্টি বেশ ভালো কফি বানাই(কফিতে চুমুক দিয়ে)

>>আন্টি কিরে? মা ডাকবি বুঝলি? আর শুন আমি যেহেতু বোন ডেকেছি তাই তুই করেই বলবো।এতে আপন আপন লাগে।

>>আমার কোনো আপত্তি নেই তবে যদি পড়ে বোনের মত জালিয়ে খাই কিছু বলতে পারবে না কিন্তু।

>>এখন থেকেই ওয়ার্নিং দিচ্ছিস দেখছি সামনে যে কি অবস্থা হয় আল্লাহ জানে।

নুহা আর সোহান দু’জনেই হেসে ফেললো। নুহার হাসি দেখে সোহান বললো,

>>এতক্ষণে মন খুলে হাসতে দেখলাম তোকে। সারাদিন যা দেখলাম তা ছিলো মিথ্যে হাসি। কি আমি সত্যি বলছি না?

সোহানের কথা শুনে নুহার হাসি মুহূর্তেই বিলীন হয়ে গেলো। চোখের সামনে আফিফের ব্যবহার গুলো ভেসে উঠলো। আর কানে তার বলা কথা গুলোই বাজতে লাগলো। টুপ করে চোখ দিয়ে কয়েক ফোঁটাপানি গড়িয়ে পড়লো।

চলবে…

#Razia_Binte_SuLtan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here